বিনোদন ডেস্ক
আগস্টে শুরু হচ্ছে ‘বিগ বস সিজন ১৫’। তবে সেটি টিভিতে নয়, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ভূত-এ। সেই শোর নাম হতে চলেছে ‘বিগ বস ওটিটি’। ছয় সপ্তাহ ওটিটি প্ল্যাটফর্মে চলার পর তা টেলিভিশনে সম্প্রচার শুরু হবে। টেলিভিশনে সম্প্রচারের শুরু থেকেই আবার সালমান খানকে দেখা যাবে। ‘বিগ বস ওটিটি’তে থাকছে ‘জনতা ফ্যাক্টর’। এখানে সাধারণ দর্শকেরা প্রতিযোগী হিসেবে অংশ নেবে, এই সময় শোর সঞ্চালক হিসেবে সালমান খানের পরিবর্তে থাকবেন টিভি অভিনেত্রী দিব্যা আগারওয়াল।
‘বিগ বস ওটিটি’তে দর্শকেরা ভোট দিয়ে নির্বাচন করতে পারবে কারা প্রবেশ করবে বিগ বসের ঘরে। সব মিলিয়ে ছয় থেকে সাতজন সাধারণ দর্শককে সুযোগ দেওয়া হবে বিগ বসের ঘরে প্রবেশ করে মূল শোতে যোগ দেওয়ার।
তারকা প্রতিযোগীদের মধ্যে আসন্ন সিজনে কাদের দেখা যাবে সেই নিয়েও কম আলোচনা চলছে না। ভারতীয় গণমাধ্যম বলছে, অনুশা দাণ্ডেকর, দিশা বাকানি, পার্থ স্যামথান, ক্রুষ্ণা অভিষেক, মোহসিন খানের মতো টিভি অভিনেতাদের দেখা যাবে বিগ বস সিজন ১৫-তে।
অন্যদিকে আগস্টে সালমান খান ব্যস্ত থাকবেন ‘টাইগার ৩’ শুটিং নিয়ে। গ্রিস, স্পেন, ফ্রান্সের মতো ইউরোপের বিভিন্ন দেশে এই ছবির শুটিং হবে। টানা দুই সপ্তাহ এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন সালমান।
আগস্টে শুরু হচ্ছে ‘বিগ বস সিজন ১৫’। তবে সেটি টিভিতে নয়, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ভূত-এ। সেই শোর নাম হতে চলেছে ‘বিগ বস ওটিটি’। ছয় সপ্তাহ ওটিটি প্ল্যাটফর্মে চলার পর তা টেলিভিশনে সম্প্রচার শুরু হবে। টেলিভিশনে সম্প্রচারের শুরু থেকেই আবার সালমান খানকে দেখা যাবে। ‘বিগ বস ওটিটি’তে থাকছে ‘জনতা ফ্যাক্টর’। এখানে সাধারণ দর্শকেরা প্রতিযোগী হিসেবে অংশ নেবে, এই সময় শোর সঞ্চালক হিসেবে সালমান খানের পরিবর্তে থাকবেন টিভি অভিনেত্রী দিব্যা আগারওয়াল।
‘বিগ বস ওটিটি’তে দর্শকেরা ভোট দিয়ে নির্বাচন করতে পারবে কারা প্রবেশ করবে বিগ বসের ঘরে। সব মিলিয়ে ছয় থেকে সাতজন সাধারণ দর্শককে সুযোগ দেওয়া হবে বিগ বসের ঘরে প্রবেশ করে মূল শোতে যোগ দেওয়ার।
তারকা প্রতিযোগীদের মধ্যে আসন্ন সিজনে কাদের দেখা যাবে সেই নিয়েও কম আলোচনা চলছে না। ভারতীয় গণমাধ্যম বলছে, অনুশা দাণ্ডেকর, দিশা বাকানি, পার্থ স্যামথান, ক্রুষ্ণা অভিষেক, মোহসিন খানের মতো টিভি অভিনেতাদের দেখা যাবে বিগ বস সিজন ১৫-তে।
অন্যদিকে আগস্টে সালমান খান ব্যস্ত থাকবেন ‘টাইগার ৩’ শুটিং নিয়ে। গ্রিস, স্পেন, ফ্রান্সের মতো ইউরোপের বিভিন্ন দেশে এই ছবির শুটিং হবে। টানা দুই সপ্তাহ এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন সালমান।
সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মিজানুর রহমান লাবুর সিনেমা ‘আতরবিবিলেন’। ফারজানা সুমি ও গোলাম মুস্তফা প্রকাশ অভিনীত সিনেমাটি এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
১০ ঘণ্টা আগেগতকাল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসছে নির্মাতার শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’
১১ ঘণ্টা আগেগল্পটা শুরু হয়েছিল ১৩ বছর আগে। একটি শুটিং হাউসে। ২০১২ সালের ৯ এপ্রিলের কথা। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীন চৌধুরীর। একটি কাজের ব্যাপারে আলাপ করতে শুটিং স্পটে এসেছিলেন রাজীব।
১৯ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার। এবার এল জংলির বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি।
২০ ঘণ্টা আগে