অনলাইন ডেস্ক
বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জন একসময় মাথাচাড়া দিয়েছিল। খবর রটেছিল—গোপনে গোপনে তাঁরা ডেটও করেছেন। মূলত ডন-২ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের মধ্যে এমন সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করা হয়।
তবে ওই ঘটনার সত্যাসত্য নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক বিবেক ভাসওয়ানি। তিনি শাহরুখ খানের কাছের বন্ধু হিসেবে পরিচিত। ১৯৯২ সালে ‘রাজু বান গায়া জেন্টেলম্যান’ সিনেমায় শাহরুখকে তিনিই সুযোগ করে দিয়েছিলেন।
বৃহস্পতিবার হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতীয় উপস্থাপক সিদ্ধার্থ খান্নার ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবেক ভাসওয়ানি। আলাপচারিতার একপর্যায়ে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জনের বিষয়টিও সামনে আসে। এ প্রসঙ্গে বিবেকের বক্তব্য হলো—শাহরুখ এত বড় মাপের একজন তারকা যে, তাঁকে নিয়ে লোকজন নানা কিছু কল্পনা করে। কিন্তু এসব সত্য নয়।
সাক্ষাৎকারে বিবেকের কাছে জানতে চাওয়া হয়েছিল—প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখ খানের কথিত প্রেমের কিছু সত্যতা আছে নাকি?
উত্তরে বিবেক বলেন, ‘সম্পর্ক? মানে যৌন সম্পর্ক? না না তিনি ধরনের নন। আমি জানি না, এই গুঞ্জন কোন জায়গা থেকে ছড়িয়েছে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু তা যৌন সম্পর্ক নয়।’
বড় তারকা হিসেবে শাহরুখের নামে নানা কিছু লেখা হয় দাবি করে বিবেক আরও বলেন, ‘এসব সত্য নয়। মোটকথা যখন থেকে আমি তাঁকে চিনি, সারাটি জীবন তিনি এক নারীতেই আবদ্ধ ছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্কের বিষয়টি গুজবই ছিল। এর বাইরে আমরা শাহরুখের নামে আর কিছু কি শুনেছি? তিনি এই ধরনের মানুষ নন।’
একসময় শাহরুখ খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন বিবেক ভাসওয়ানি। বিবেকের মা-বাবাও সেই বাড়িতে থাকতেন। সেই সময়গুলো ক্যারিয়ার গড়া নিয়ে প্রচণ্ড চাপ ছিল বলেও জানান বিবেক। আর এমন চাপের মধ্যে থাকা অবস্থায়ই ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরী খানকে বিয়ে করেছিলেন শাহরুখ। গৌরী ছাড়া আর কোনো নারীর প্রতি শাহরুখের আসক্তি ছিল না বলে দাবি করেছেন বিবেক।
বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জন একসময় মাথাচাড়া দিয়েছিল। খবর রটেছিল—গোপনে গোপনে তাঁরা ডেটও করেছেন। মূলত ডন-২ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের মধ্যে এমন সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করা হয়।
তবে ওই ঘটনার সত্যাসত্য নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক বিবেক ভাসওয়ানি। তিনি শাহরুখ খানের কাছের বন্ধু হিসেবে পরিচিত। ১৯৯২ সালে ‘রাজু বান গায়া জেন্টেলম্যান’ সিনেমায় শাহরুখকে তিনিই সুযোগ করে দিয়েছিলেন।
বৃহস্পতিবার হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতীয় উপস্থাপক সিদ্ধার্থ খান্নার ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবেক ভাসওয়ানি। আলাপচারিতার একপর্যায়ে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জনের বিষয়টিও সামনে আসে। এ প্রসঙ্গে বিবেকের বক্তব্য হলো—শাহরুখ এত বড় মাপের একজন তারকা যে, তাঁকে নিয়ে লোকজন নানা কিছু কল্পনা করে। কিন্তু এসব সত্য নয়।
সাক্ষাৎকারে বিবেকের কাছে জানতে চাওয়া হয়েছিল—প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখ খানের কথিত প্রেমের কিছু সত্যতা আছে নাকি?
উত্তরে বিবেক বলেন, ‘সম্পর্ক? মানে যৌন সম্পর্ক? না না তিনি ধরনের নন। আমি জানি না, এই গুঞ্জন কোন জায়গা থেকে ছড়িয়েছে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু তা যৌন সম্পর্ক নয়।’
বড় তারকা হিসেবে শাহরুখের নামে নানা কিছু লেখা হয় দাবি করে বিবেক আরও বলেন, ‘এসব সত্য নয়। মোটকথা যখন থেকে আমি তাঁকে চিনি, সারাটি জীবন তিনি এক নারীতেই আবদ্ধ ছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্কের বিষয়টি গুজবই ছিল। এর বাইরে আমরা শাহরুখের নামে আর কিছু কি শুনেছি? তিনি এই ধরনের মানুষ নন।’
একসময় শাহরুখ খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন বিবেক ভাসওয়ানি। বিবেকের মা-বাবাও সেই বাড়িতে থাকতেন। সেই সময়গুলো ক্যারিয়ার গড়া নিয়ে প্রচণ্ড চাপ ছিল বলেও জানান বিবেক। আর এমন চাপের মধ্যে থাকা অবস্থায়ই ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরী খানকে বিয়ে করেছিলেন শাহরুখ। গৌরী ছাড়া আর কোনো নারীর প্রতি শাহরুখের আসক্তি ছিল না বলে দাবি করেছেন বিবেক।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৪ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৬ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৬ ঘণ্টা আগে