বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার অনুজ থাপন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আত্মহত্যার এ খবর গতকাল চমকে দিয়েছিল সবাইকে। কিন্তু প্রয়াত অনুজ থাপনের ভাইয়ের দাবি আত্মহত্যা নয়, পুলিশ হেফাজতে তার ভাইকে হত্যা করা হয়েছে।
অনুজ থাপনের ভাই পাঞ্জাবের আবোহারের সুখচেন গ্রামের বাসিন্দা অভিষেক জানিয়েছেন, তার ভাই ট্রাক চালক ছিলেন, তিনি আত্মহত্যা করার মানুষই নন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে অভিষেক বলেন, ‘অনুজকে পুলিশ ৬-৭ দিন আগে সাঙ্গরুর থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আজ আমাদের কাছে ফোন আসে অনুজ আত্মহত্যা করেছে। ও ট্রাকের হেলপার হিসেবে কাজ করত। ও আত্মহত্যা করার মতো মানুষই ছিল না। পুলিশের গুলিতে খুন হয়েছে সে। আমরা ন্যায়বিচার চাই।’
অনুজ থাপান (৩২) নামে ওই যুবককে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ বুধবার বেলা ১১টায় পুলিশ লকআপের সঙ্গে সংযুক্ত একটি টয়লেটে গিয়ে আত্মহত্যা করেন অনুজ। অনুজ চার-পাঁচজন পুলিশের পাহারায় লকআপে আরও ১০ জন বন্দীর সঙ্গে ছিলেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেজে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘনটার তদন্ত করবে মহারাষ্ট্র সিআইডি।
তিনি ও অন্য অভিযুক্ত সোনু সুভাষ চন্দর গত ১৪ এপ্রিল সালমান খানের মুম্বাইয়ের বাড়ির বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন বলে পুলিশের অভিযোগ।
গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের বাড়িতে মোটরবাইকে চড়ে এসে চার রাউন্ড গুলি চালায় দুই দুর্বৃত্ত। যদিও গোলাগুলিতে কেউ হতাহত হয়নি।
এরপর জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই ঘটনার দায় স্বীকার করেন। এরপর গত ১৬ এপ্রিল গুজরাটের কচ্ছ জেলা থেকে বিহারের বাসিন্দা ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১) নামে দুই শুটারকে গ্রেপ্তার করেছিল ক্রাইম ব্রাঞ্চ। পরে গুজরাটের তাপি নদী থেকে দুটি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি উদ্ধার করা হয়।
বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার অনুজ থাপন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আত্মহত্যার এ খবর গতকাল চমকে দিয়েছিল সবাইকে। কিন্তু প্রয়াত অনুজ থাপনের ভাইয়ের দাবি আত্মহত্যা নয়, পুলিশ হেফাজতে তার ভাইকে হত্যা করা হয়েছে।
অনুজ থাপনের ভাই পাঞ্জাবের আবোহারের সুখচেন গ্রামের বাসিন্দা অভিষেক জানিয়েছেন, তার ভাই ট্রাক চালক ছিলেন, তিনি আত্মহত্যা করার মানুষই নন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে অভিষেক বলেন, ‘অনুজকে পুলিশ ৬-৭ দিন আগে সাঙ্গরুর থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আজ আমাদের কাছে ফোন আসে অনুজ আত্মহত্যা করেছে। ও ট্রাকের হেলপার হিসেবে কাজ করত। ও আত্মহত্যা করার মতো মানুষই ছিল না। পুলিশের গুলিতে খুন হয়েছে সে। আমরা ন্যায়বিচার চাই।’
অনুজ থাপান (৩২) নামে ওই যুবককে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ বুধবার বেলা ১১টায় পুলিশ লকআপের সঙ্গে সংযুক্ত একটি টয়লেটে গিয়ে আত্মহত্যা করেন অনুজ। অনুজ চার-পাঁচজন পুলিশের পাহারায় লকআপে আরও ১০ জন বন্দীর সঙ্গে ছিলেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেজে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘনটার তদন্ত করবে মহারাষ্ট্র সিআইডি।
তিনি ও অন্য অভিযুক্ত সোনু সুভাষ চন্দর গত ১৪ এপ্রিল সালমান খানের মুম্বাইয়ের বাড়ির বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন বলে পুলিশের অভিযোগ।
গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের বাড়িতে মোটরবাইকে চড়ে এসে চার রাউন্ড গুলি চালায় দুই দুর্বৃত্ত। যদিও গোলাগুলিতে কেউ হতাহত হয়নি।
এরপর জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই ঘটনার দায় স্বীকার করেন। এরপর গত ১৬ এপ্রিল গুজরাটের কচ্ছ জেলা থেকে বিহারের বাসিন্দা ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১) নামে দুই শুটারকে গ্রেপ্তার করেছিল ক্রাইম ব্রাঞ্চ। পরে গুজরাটের তাপি নদী থেকে দুটি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি উদ্ধার করা হয়।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৩ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৫ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৮ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৮ ঘণ্টা আগে