বিনোদন ডেস্ক
রণবীর কাপুরের পরবর্তী সিনেমাটি সম্ভবত তাঁর জীবনের শেষ রোমান্টিক–কমেডি হতে যাচ্ছে। হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে এক কথোপকথনে তিনি এমনটাই জানিয়েছেন। রণবীরের মনে হচ্ছে, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। এই ঘরানার ছবিতে নিজেকে আর উপযুক্ত মনে করছেন না!
জীবনের শেষ রোমান্টিক–কমেডি সিনেমার নাম অবশ্য প্রকাশ করেননি রণবীর। তবে জানিয়েছেন, এটি পরিচালনা করেছেন পরিচালক লাভ রঞ্জন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি আগামী বছরের ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
গত ৭ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন অন্য অনেক বলিউড তারকার সঙ্গে রণবীর কাপুরও। কন্যা রাহার জন্মের পর প্রথম প্রকাশ্যে আসেন তিনি। মুখভর্তি দাঁড়ি ও লম্বা চুলের নতুন এক লুকে, সাদা শার্টের সঙ্গে নীল চেক স্যুট পরে রেড কার্পেটে হাঁটেন রণবীর। সেখানে হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে ক্যারিয়ারের অনেক কিছু নিয়েই কথা বলেছেন।
ডেডলাইনের সঙ্গে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের আলোচনায় রণবীর বলেন, ‘আমি জানি না, সম্ভবত এটি আমার করা শেষ রোমান্টিক–কমেডি সিনেমা হতে যাচ্ছে, কারণ আমি বুড়ো হয়ে যাচ্ছি।’
রণবীর ডেডলাইনকে আরও বলেন, ‘ক্যামেরার পেছনে কাজ করা, আমার দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের লক্ষ্য। আমি সব সময়ই চলচ্চিত্র পরিচালনা এবং নির্মাণ করতে চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত একটি গল্প লেখার সাহসও করতে পারিনি। আমি সব সময়ই একটি ভালো গল্পের অপেক্ষায় আছি। কিন্তু বড় কথা হলো, আমি যেহেতু লেখক নই, তাই অন্যদের সঙ্গে গল্প শেয়ার করার ক্ষেত্রে খুব লজ্জাবোধ করি। কিন্তু আমি বিষয়টি নিয়ে কাজ করছি, সিনেমা নির্মাণ নিয়ে আমি দশ বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। যখন সেগুলো নির্মাণ শুরু করব, আশা করি সেগুলোতে আমি অভিনয়ও করব।’
বুড়ো হয়ে যাচ্ছেন—রণবীরের এই মন্তব্যের সঙ্গে ভক্তরা একমত হতে পারছেন না। ভক্তদের মতে, দিন দিন রণবীর কাপুর আরও তরুণ হচ্ছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক–কমেডি সিনেমা ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জগ্গা জাসুস’ এবং ‘বেশরম’–এর মতো সিনেমায় রণবীর কাপুর দুর্দান্ত অভিনয় করেছেন।
লাভ রঞ্জনের পরবর্তী ছবি ছাড়াও, অনিল কাপুর, রাশমিকা মান্দান্না এবং ববি দেওলের সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন গ্যাংস্টার ড্রামা ফিল্ম ‘অ্যানিমেল’-এও দেখা যাবে রণবীরকে।
রণবীর কাপুরের পরবর্তী সিনেমাটি সম্ভবত তাঁর জীবনের শেষ রোমান্টিক–কমেডি হতে যাচ্ছে। হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে এক কথোপকথনে তিনি এমনটাই জানিয়েছেন। রণবীরের মনে হচ্ছে, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। এই ঘরানার ছবিতে নিজেকে আর উপযুক্ত মনে করছেন না!
জীবনের শেষ রোমান্টিক–কমেডি সিনেমার নাম অবশ্য প্রকাশ করেননি রণবীর। তবে জানিয়েছেন, এটি পরিচালনা করেছেন পরিচালক লাভ রঞ্জন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি আগামী বছরের ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
গত ৭ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন অন্য অনেক বলিউড তারকার সঙ্গে রণবীর কাপুরও। কন্যা রাহার জন্মের পর প্রথম প্রকাশ্যে আসেন তিনি। মুখভর্তি দাঁড়ি ও লম্বা চুলের নতুন এক লুকে, সাদা শার্টের সঙ্গে নীল চেক স্যুট পরে রেড কার্পেটে হাঁটেন রণবীর। সেখানে হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে ক্যারিয়ারের অনেক কিছু নিয়েই কথা বলেছেন।
ডেডলাইনের সঙ্গে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের আলোচনায় রণবীর বলেন, ‘আমি জানি না, সম্ভবত এটি আমার করা শেষ রোমান্টিক–কমেডি সিনেমা হতে যাচ্ছে, কারণ আমি বুড়ো হয়ে যাচ্ছি।’
রণবীর ডেডলাইনকে আরও বলেন, ‘ক্যামেরার পেছনে কাজ করা, আমার দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের লক্ষ্য। আমি সব সময়ই চলচ্চিত্র পরিচালনা এবং নির্মাণ করতে চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত একটি গল্প লেখার সাহসও করতে পারিনি। আমি সব সময়ই একটি ভালো গল্পের অপেক্ষায় আছি। কিন্তু বড় কথা হলো, আমি যেহেতু লেখক নই, তাই অন্যদের সঙ্গে গল্প শেয়ার করার ক্ষেত্রে খুব লজ্জাবোধ করি। কিন্তু আমি বিষয়টি নিয়ে কাজ করছি, সিনেমা নির্মাণ নিয়ে আমি দশ বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। যখন সেগুলো নির্মাণ শুরু করব, আশা করি সেগুলোতে আমি অভিনয়ও করব।’
বুড়ো হয়ে যাচ্ছেন—রণবীরের এই মন্তব্যের সঙ্গে ভক্তরা একমত হতে পারছেন না। ভক্তদের মতে, দিন দিন রণবীর কাপুর আরও তরুণ হচ্ছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক–কমেডি সিনেমা ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জগ্গা জাসুস’ এবং ‘বেশরম’–এর মতো সিনেমায় রণবীর কাপুর দুর্দান্ত অভিনয় করেছেন।
লাভ রঞ্জনের পরবর্তী ছবি ছাড়াও, অনিল কাপুর, রাশমিকা মান্দান্না এবং ববি দেওলের সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন গ্যাংস্টার ড্রামা ফিল্ম ‘অ্যানিমেল’-এও দেখা যাবে রণবীরকে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
২ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
২ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৭ ঘণ্টা আগে