বিনোদন ডেস্ক
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ৩ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
তরুণের টুইট অনুযায়ী পিভিআর থেকে আয় ৬৪ লাখ রুপি, ইনক্স থেকে ৪৩ লাখ রুপি, সিনেপোলিস থেকে ২৩ লাখ রুপি আয় করেছে ছবিটি। অর্থাৎ মাল্টিপ্লেক্স চেইনগুলো থেকে মাত্র ১ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে ছবিটি। বেশ কিছু জায়গায় দর্শক একেবারে কম থাকায় শো বাতিলও করতে হয়। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পুরো ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গা মিলে ছবির আয় ৩ কোটি রুপির বেশি নয়।
এত এত আলোচনা, প্রচার, রেকর্ড কিছুতেই ভাগ্য ফেরেনি অক্ষয়ের। সেলফি যদি অক্ষয় কুমারের ভাগ্য না ফেরাতে পারে তবে এটি হবে তাঁর একটানা ৯ম ফ্লপ সিনেমা। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনায় ভেসেছে সামাজিক মাধ্যমগুলো। দর্শকেরা অনেকেই মনে করছেন রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয় কুমারের।
রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ইমরান ছাড়াও আরও অভিনয় করেছেন–নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস।
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ৩ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
তরুণের টুইট অনুযায়ী পিভিআর থেকে আয় ৬৪ লাখ রুপি, ইনক্স থেকে ৪৩ লাখ রুপি, সিনেপোলিস থেকে ২৩ লাখ রুপি আয় করেছে ছবিটি। অর্থাৎ মাল্টিপ্লেক্স চেইনগুলো থেকে মাত্র ১ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে ছবিটি। বেশ কিছু জায়গায় দর্শক একেবারে কম থাকায় শো বাতিলও করতে হয়। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পুরো ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গা মিলে ছবির আয় ৩ কোটি রুপির বেশি নয়।
এত এত আলোচনা, প্রচার, রেকর্ড কিছুতেই ভাগ্য ফেরেনি অক্ষয়ের। সেলফি যদি অক্ষয় কুমারের ভাগ্য না ফেরাতে পারে তবে এটি হবে তাঁর একটানা ৯ম ফ্লপ সিনেমা। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনায় ভেসেছে সামাজিক মাধ্যমগুলো। দর্শকেরা অনেকেই মনে করছেন রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয় কুমারের।
রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ইমরান ছাড়াও আরও অভিনয় করেছেন–নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
২ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৩ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৮ ঘণ্টা আগে