রহস্যময় পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতির ঘোষণা কাজলের

বিনোদন ডেস্ক
আপডেট : ০৯ জুন ২০২৩, ১৬: ৩৯
Thumbnail image

‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি…’ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজলের এই পোস্টই নাড়িয়ে দিল গোটা বলিউডকে। পোস্টটির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতির ঘোষণা করছেন এই অভিনেত্রী।

তাহলে কী এমন কঠিন সময়ের মধ্যে পড়েছেন কাজল, যার জন্য এমন সিদ্ধান্ত নিতে হলো তাঁকে? তবে নেটিজেনদের মাথায় হাজারো কৌতূহল উঁকি দিচ্ছে এই মুহূর্তে। কারণ কাজল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মুছে ফেলেছেন তাঁর সবকিছু। সেখানে রয়েছে শুধু একটি পোস্ট, ‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি...।’ এই কয়েকটা শব্দই যেন ঝড় তুলেছে বলিউড পাড়ায়।

পোস্টের সঙ্গে ক্যাপশনে কাজলের ঘোষণা—‘সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি।’ তাহলে কি পারিবারিক কোনো সমস্যা অথবা পেশাগত ক্ষেত্রে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন কাজল?

কাজল দেবগনতবে অনেকেই কাজলের এমন পোস্টকে ‘প্রচারমূলক কৌশল’ হিসেবে দেখছেন। তাঁদের মন্তব্য, হয়তো আগামী সিনেমা কিংবা সিরিজের নাম ঘোষণা করতেই এমন ‘পাবলিসিটি স্টান্ট’ করেছেন তিনি। তবে তাঁর এই সিদ্ধান্তে সন্দেহের চেয়েও উদ্বিগ্ন অনুরাগীরা।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাধারণত দূরে থাকতেই পছন্দ করেন কাজল। একাধিকবার সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেনও। কাজলের কথায়, ‘সব চমক যদি সোশ্যাল মিডিয়াতেই দিয়ে দিই, তাহলে মানুষ আমাদের দেখতে আর প্রেক্ষাগৃহে যাবেন কেন?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত