বিনোদন ডেস্ক
মারাঠি সিনেমা ‘সাইরাত’ ২০১৬ সালে তুমুল সাড়া ফেলেছিল ভারতে। নতুন অভিনয়শিল্পী নিয়ে নাগরাজ মাঞ্জুলে মাত্র ৪ কোটি রুপিতে বানিয়েছিলেন সিনেমাটি, আয় করেছিল শত কোটির বেশি। প্রত্যন্ত এক গ্রামের স্কুলপড়ুয়া দুই কিশোর–কিশোরীর প্রেমের গল্প নিয়ে তৈরি সাইরাত বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিতে রিমেক হয়েছে।
একই গল্পে ২০১৮ সালে বলিউডে মুক্তি পায় ‘ধাড়াক’। এ সিনেমা দিয়েই অভিনয় শুরু হয় শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। তাঁর সঙ্গে ছিলেন ইশান খাট্টার। ছয় বছর পর আসছে ধাড়াকের সিক্যুয়েল। তবে এতে জাহ্নবী কিংবা ইশান—দেখা যাবে না কাউকে। এমনকি পরিচালকও বদল হচ্ছে।
ধাড়াক টু–তে জাহ্নবীর বদলে এসেছেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তাঁর নায়ক হিসেবে ইশানের জায়গায় দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। ধাড়াক পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতন। ধাড়াক টু বানাবেন সাজিয়া ইকবাল। এটি নির্মাতার প্রথম সিনেমা। আগামী ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ধাড়াক টু। আজ সোমবার সিনেমার মোশন পোস্টার প্রকাশ করে এমনটি জানিয়েছেন প্রযোজক করণ জোহর।
তবে ধাড়াকের মতো ধাড়াক টু অন্য কোনো সিনেমার রিমেক নাকি মৌলিক গল্প, তা জানা যায়নি। ধাড়াকের গল্পে নায়ক–নায়িকার সংকট ছিল— তাদের ভিন্ন আর্থিক অবস্থা। নায়ক দরিদ্র পরিবারের, আর নায়িকার পরিবার অর্থ ও ক্ষমতা—দুই দিক থেকেই এগিয়ে। তাই তাদের সম্পর্ক মেনে নিতে চায় না নায়িকার বাবা।
তবে সিক্যুয়েলে ভিন্ন ধরনের গল্প থাকবে বলে জানিয়েছেন করণ জোহর। ইনস্টাগ্রামে ধাড়াক টু–এর মোশন পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই গল্পটা একটু আলাদা, কারণ এখানে একজন রাজা আছেন, একজন রানি আছেন, যাদের ধর্মও আলাদা।’
মারাঠি সিনেমা ‘সাইরাত’ ২০১৬ সালে তুমুল সাড়া ফেলেছিল ভারতে। নতুন অভিনয়শিল্পী নিয়ে নাগরাজ মাঞ্জুলে মাত্র ৪ কোটি রুপিতে বানিয়েছিলেন সিনেমাটি, আয় করেছিল শত কোটির বেশি। প্রত্যন্ত এক গ্রামের স্কুলপড়ুয়া দুই কিশোর–কিশোরীর প্রেমের গল্প নিয়ে তৈরি সাইরাত বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিতে রিমেক হয়েছে।
একই গল্পে ২০১৮ সালে বলিউডে মুক্তি পায় ‘ধাড়াক’। এ সিনেমা দিয়েই অভিনয় শুরু হয় শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। তাঁর সঙ্গে ছিলেন ইশান খাট্টার। ছয় বছর পর আসছে ধাড়াকের সিক্যুয়েল। তবে এতে জাহ্নবী কিংবা ইশান—দেখা যাবে না কাউকে। এমনকি পরিচালকও বদল হচ্ছে।
ধাড়াক টু–তে জাহ্নবীর বদলে এসেছেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তাঁর নায়ক হিসেবে ইশানের জায়গায় দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। ধাড়াক পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতন। ধাড়াক টু বানাবেন সাজিয়া ইকবাল। এটি নির্মাতার প্রথম সিনেমা। আগামী ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ধাড়াক টু। আজ সোমবার সিনেমার মোশন পোস্টার প্রকাশ করে এমনটি জানিয়েছেন প্রযোজক করণ জোহর।
তবে ধাড়াকের মতো ধাড়াক টু অন্য কোনো সিনেমার রিমেক নাকি মৌলিক গল্প, তা জানা যায়নি। ধাড়াকের গল্পে নায়ক–নায়িকার সংকট ছিল— তাদের ভিন্ন আর্থিক অবস্থা। নায়ক দরিদ্র পরিবারের, আর নায়িকার পরিবার অর্থ ও ক্ষমতা—দুই দিক থেকেই এগিয়ে। তাই তাদের সম্পর্ক মেনে নিতে চায় না নায়িকার বাবা।
তবে সিক্যুয়েলে ভিন্ন ধরনের গল্প থাকবে বলে জানিয়েছেন করণ জোহর। ইনস্টাগ্রামে ধাড়াক টু–এর মোশন পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই গল্পটা একটু আলাদা, কারণ এখানে একজন রাজা আছেন, একজন রানি আছেন, যাদের ধর্মও আলাদা।’
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৫ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৬ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৯ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১১ ঘণ্টা আগে