বিনোদন ডেস্ক
‘থ্রি ইডিয়টস’-খ্যাত ভারতীয় অভিনেতা অখিল মিশ্র গত মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল রক্তচাপ সংক্রান্ত সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে তিনি কিছু করার চেষ্টার সময় ওপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর সেখানেই মারা যান অখিল।
অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সেই সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ সিনেমায় গ্রন্থাগারিক দুবে-এর চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।
২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। সুজানকে শেষ দেখা গিয়েছে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায়। এ ছাড়া ‘কসৌটি জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়’, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’-এর মতো প্রোজেক্টেও দেখা গিয়েছে সুজানকে।
‘থ্রি ইডিয়টস’-খ্যাত ভারতীয় অভিনেতা অখিল মিশ্র গত মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল রক্তচাপ সংক্রান্ত সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে তিনি কিছু করার চেষ্টার সময় ওপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর সেখানেই মারা যান অখিল।
অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সেই সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ সিনেমায় গ্রন্থাগারিক দুবে-এর চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।
২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। সুজানকে শেষ দেখা গিয়েছে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায়। এ ছাড়া ‘কসৌটি জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়’, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’-এর মতো প্রোজেক্টেও দেখা গিয়েছে সুজানকে।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
২ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
৪ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
৬ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
৮ ঘণ্টা আগে