Ajker Patrika

সালমান খানকে নিয়ে চিন্তিত পরিবার

বিনোদন ডেস্ক
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২২: ৪৩
সালমান খানকে নিয়ে চিন্তিত পরিবার

অনেক আগে থেকে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সালমানের বাড়ির সামনে গুলি করা হয়েছে, আক্রমণ করা হয়েছে তাঁর ফার্মহাউসেও। এসব হুমকিতে কখনো নত হননি সালমান। তবে সম্প্রতি বাবা সিদ্দিকিকে হত্যার ঘটনায় সালমানকে নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিবারও তাঁকে নিয়ে চিন্তিত। 

লরেন্স বিষ্ণোই গ্যাং হুমকি দিয়েছে, কৃষ্ণসার হরিণ হত্যার বিষয়টি স্বীকার করে সালমানকে ক্ষমা চাইতে হবে। নয়তো বাবা সিদ্দিকির চেয়েও ভয়ংকর পরিণতি হবে তাঁর। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন সালমানের বাবা সেলিম খান। প্রখ্যাত চিত্রনাট্যকারের দাবি, তাঁর ছেলে কখনো কোনো পশুর ক্ষতি করেননি। এমনকি কৃষ্ণসার হরিণ হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না সালমান। 

সেলিম বলেন, ‘সালমান আমাকে কখনো মিথ্যা বলে না। পশুদের ও খুব ভালোবাসে। ক্ষমা চাওয়ার অর্থ এটা মেনে নেওয়া যে সে-ই হরিণ হত্যা করেছে। অথচ আমরা একটা তেলাপোকাও কোনো দিন মারিনি। সালমান কার কাছে ক্ষমা চাইবে? সে কি অন্যায় করেছে? আপনারা নিজের চোখে দেখেছেন? তদন্ত করে দেখেছেন? আমরা তো জীবনে কোনো দিন বন্দুক স্পর্শ করেও দেখিনি।’ 

সালমানকে নিয়ে প্রতি মুহূর্ত দুশ্চিন্তায় কাটে বলে জানিয়েছেন সেলিম খান। অভিনেতার ভাই আরবাজ খান জ়ুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি বলব না যে আমরা একেবারে ঠিক আছি। কারণ, পরিবারের সবাই দুশ্চিন্তায়। তবে সরকার ও পুলিশ বিষয়টি দেখছে। সবাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’ 

আরবাজ আরও বলেন, ‘মা খুব চিন্তিত। কিন্তু এটা এমন একটি বিষয়, যেখানে আমরা কিছুই করতে পারব না। সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব চেষ্টা করছি। সতর্কতা অবলম্বন করছি, নিরাপত্তার দিকে নজর রাখছি। সালমানের সঙ্গে যা হয়েছে, তা এক দিনের বিষয় নয়। বছরের পর বছর ধরে চলে আসছে। তাই আমরা যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করেছি। কারণ, আমাদের পক্ষে সবকিছু ছেড়ে চলে যাওয়াও সম্ভব নয়। সিনেমা আমাদের জীবন। এখানেই আমাদের সবকিছু।’ 

2fsfতাঁর পরিবার যে চিন্তিত, যেটা বিগ বসের মঞ্চে স্বীকার করেছেন সালমানও। বাবা সিদ্দিকি হত্যার পর কয়েক দিন শুটিং করেননি তিনি। গত শুক্রবার ৬০ জনের বেশি নিরাপত্তারক্ষী নিয়ে বিগ বসের শুটিংয়ে ফেরেন বলিউড ভাইজান। অনুষ্ঠানের একপর্যায়ে বলেন, ‘আমার বিরুদ্ধেও অনেক মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি জানি, আমার পরিবার এখন কোন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে।’ 

প্রাণনাশের হুমকির মুখেও কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। বিগ বসের শুটিংয়ের পাশাপাশি শিগগির ফিরবেন ‘সিকান্দার’ সিনেমার সেটে। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালমানের ওয়াই প্লাস নিরাপত্তায় আরও আট-দশজনকে যোগ করা হয়েছে। তাঁর বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ও ফার্মহাউসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে কয়েক গুণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত