অনন্যার সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝেই সারার সঙ্গে পার্টিতে আদিত্য

বিনোদন ডেস্ক
আপডেট : ১০ মে ২০২৪, ১৪: ৩২
Thumbnail image

দীর্ঘ দুই বছরের সম্পর্কে ইতি টেনেছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে—বলিউডে এমনই গুঞ্জন। বিচ্ছেদে নাকি মন ভেঙেছে অনন্যার। বাড়িতে পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। আর এর মাঝেই আদিত্যকে দেখা গেছে সারা আলি খানের সঙ্গে পার্টি করতে। পার্টিতে পাশাপাশি দাঁড়িয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আদিত্য-সারা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই হয়েছে ভাইরাল।

একসঙ্গে ‘মেট্রো ইন দিনো’ ছবির শুটিং করছেন আদিত্য আর সারা। পরিচালক অনুরাগ বসুর জন্মদিন পালন করতে সেটেই বার্থডে পার্টির আয়োজন করা হয়েছিল।

এর আগে এক ফ্যাশন শোতেও একসঙ্গে হেঁটেছিলেন আদিত্য-সারা। তাঁদের রসায়ন পছন্দ হয়েছিল অনেকেরই। বাস্তবে কি এবার সারার সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়ছে? সময়ই তার উত্তর দিতে পারবে।

‘মেট্রো ইন দিনো’ ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল, ফাতিমা সানা শেখ। বর্তমানে সম্পর্কের নানা রকমের সমীকরণ নিয়ে তৈরি এই ছবি। অনুরাগ ছবি সম্পর্কে বলেছিলেন, ‘মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি ‘‘মেট্রো ইন দিনো’’।’

অন্যদিকে, অনন্যার সঙ্গে সম্পর্কের ইতি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি আদিত্য। দুজনেরই এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, প্রায় এক মাস আগে সম্পর্ক ভেঙেছে তাঁদের। দুজনের মধ্যে সব ভালোই চলছিল। তাই সম্পর্ক ভাঙায় অনেকেই অবাক। তবে বিচ্ছেদ হলেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন তাঁরা।

আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীতএদিকে সম্প্রতি মাঝরাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? সেই উত্তর অবশ্য মেলেনি এখনো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত