বিনোদন ডেস্ক
সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় তিনটি ছবিতে অভিনয় করে তিনটি ফিল্মফেয়ার জিতেছিলেন দীপিকা পাড়ুকোন। ফিল্মফেয়ার ছাড়াও এই তিন ছবির জন্য শোকেজ ভর্তি পুরস্কার পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। দীপিকার পাশাপাশি এই তিনটি ছবিতে অভিনয় করেছিলেন রণবীর সিংও। দর্শকদের কাছেও দারুণভাবে প্রশংসিত হয়েছে রণবীর-দীপিকার রসায়ন। বানশালির ‘বৈজু বাওরা’-তে ফের তাদের জুটি হওয়ার খবর বেড়িয়েছিল।
রণবীর তো বটেই, ‘বৈজু বাওরা’-তে দীপিকার অভিনয় করার কথা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল। কিন্তু তা আর হলো না। ভারতীয় গণমাধ্যমের মতে, এই ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা।
শোনা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে জটিলতা হয়েছে প্রিয় পরিচালক বানশালীর সঙ্গে। নিজের অন্যান্য ছবির মতোই এই ছবিরও অন্যতম প্রযোজক বানশালি। তাই তাঁর কাছে নাকি ছবির নায়ক রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। এক টাকা বেশিও নয়, কমও নয়।
স্বাভাবিকভাবেই রণবীর সিংয়ের পারিশ্রমিকের অঙ্কটা বেশ চড়া। দীপিকারও কম কিছু নয়। তবে রণবীরের কাছাকছি নয়। তাই এখন যদি প্রযোজককে ছবির নায়িকাকেও ছবির নায়কের সমান পারিশ্রমিকের অঙ্ক দিতে হয় তাহলে ছবির বাজেট কী হবে তা বলার অপেক্ষা রাখে না। তা নিয়ে কয়েকদফা আলোচনাও হয়েছে প্রযোজকদের মধ্যে। বানশালি চেষ্টাও করেছিলেন।
কিন্তু দীপিকাকে নাকি তাঁর সিদ্ধান্তের থেকে সরানো যায়নি। শেষপর্যন্ত অন্য কোনও উপায় না থাকায় দীপিকাকে বাদ দিতে হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় তিনটি ছবিতে অভিনয় করে তিনটি ফিল্মফেয়ার জিতেছিলেন দীপিকা পাড়ুকোন। ফিল্মফেয়ার ছাড়াও এই তিন ছবির জন্য শোকেজ ভর্তি পুরস্কার পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। দীপিকার পাশাপাশি এই তিনটি ছবিতে অভিনয় করেছিলেন রণবীর সিংও। দর্শকদের কাছেও দারুণভাবে প্রশংসিত হয়েছে রণবীর-দীপিকার রসায়ন। বানশালির ‘বৈজু বাওরা’-তে ফের তাদের জুটি হওয়ার খবর বেড়িয়েছিল।
রণবীর তো বটেই, ‘বৈজু বাওরা’-তে দীপিকার অভিনয় করার কথা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল। কিন্তু তা আর হলো না। ভারতীয় গণমাধ্যমের মতে, এই ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা।
শোনা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে জটিলতা হয়েছে প্রিয় পরিচালক বানশালীর সঙ্গে। নিজের অন্যান্য ছবির মতোই এই ছবিরও অন্যতম প্রযোজক বানশালি। তাই তাঁর কাছে নাকি ছবির নায়ক রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। এক টাকা বেশিও নয়, কমও নয়।
স্বাভাবিকভাবেই রণবীর সিংয়ের পারিশ্রমিকের অঙ্কটা বেশ চড়া। দীপিকারও কম কিছু নয়। তবে রণবীরের কাছাকছি নয়। তাই এখন যদি প্রযোজককে ছবির নায়িকাকেও ছবির নায়কের সমান পারিশ্রমিকের অঙ্ক দিতে হয় তাহলে ছবির বাজেট কী হবে তা বলার অপেক্ষা রাখে না। তা নিয়ে কয়েকদফা আলোচনাও হয়েছে প্রযোজকদের মধ্যে। বানশালি চেষ্টাও করেছিলেন।
কিন্তু দীপিকাকে নাকি তাঁর সিদ্ধান্তের থেকে সরানো যায়নি। শেষপর্যন্ত অন্য কোনও উপায় না থাকায় দীপিকাকে বাদ দিতে হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
প্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
৭ মিনিট আগেবাংলা ভাষায় জনপ্রিয় গান ‘লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে...’ গানের লেখক, কবি অরুণ চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার গভীর রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ৮০ বছর বয়স হয়েছিল গুণী এই লেখকের...
১ ঘণ্টা আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
৫ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
৬ ঘণ্টা আগে