Ajker Patrika

সন্তানদের স্বার্থে সংসারে ফিরছেন নওয়াজুদ্দিন-আলিয়া

বিনোদন ডেস্ক
সন্তানদের স্বার্থে সংসারে ফিরছেন নওয়াজুদ্দিন-আলিয়া

সন্তানদের স্বার্থে সংসারে ফিরছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকী। গত সোমবার সন্তানদের নিয়ে নিজেদের ১৪তম বিবাহবার্ষিকী পালন করেছেন একসঙ্গে। নওয়াজ পত্নী আলিয়ার ইনস্টাগ্রামে সে পোস্টে যেন নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। সন্তানদের স্বার্থে অতীত ভুলে নিজের সংসারকে আগলে ধরতে চাইছেন তাঁরা।

ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি আলিয়া বলেন, ‘তৃতীয় ব্যক্তির কারণে আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু, এখন সেই ভুল বোঝাবুঝি আমাদের জীবন থেকে চলে গেছে। আমাদের সন্তানদের স্বার্থে আমরা নিজেদের ঝামেলা মিটিয়েছে। এখন জীবনে একসঙ্গে থাকার কোনও বিকল্প নেই, কারণ ওরা বড় হচ্ছে। এ ছাড়া, আমাদের কন্যা শোরা নওয়াজের খুব আদরের, এসব নিয়ে ও খুবই বিরক্ত। ও এটা সহ্য করতে পারেনি। তাই আমরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

ইতিমধ্যেই মুম্বাই ফিরেছেন নওয়াজুদ্দিন। আলিয়া জানিয়েছেন, ছুটি শুরু হওয়ায় তিনি সন্তানদের নিয়ে দুবাই থেকে ভারতে আসবেন।

উল্লেখ্য, নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং আলিয়া আনন্দ পাণ্ডে ২০১০ সালে বিয়ে করেছিলেন। এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে সুখে সংসার করছিলেন দুজনে। এরই মধ্যে ২০২০ সালে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। যা আদালত পর্যন্তও গড়ায়। নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছিলেন আলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত