বিনোদন ডেস্ক
চার বছরের বিরতির পর বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ দিয়ে বক্স অফিস মাতাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রথমবার একসঙ্গে শাহরুখ-হিরানি জুটি, তাই মুক্তির আগে থেকেই উন্মাদনার পারদ ছিল চরমে। তবে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ব্যবসাসফল সিনেমার পর ‘ডানকি’র আয়ের গতি অনেকটাই মন্থর। তবে ‘ডানকি’র সাফল্যে সন্তুষ্ট নির্মাতা রাজ কুমার হিরানি। জানিয়েছেন, বক্স অফিসের কথা মাথা রেখে তিনি সিনেমা বানান না।
সিনেমাটির বাণিজ্যিক সফলতা নিয়ে এবার মন্তব্য করেছেন পরিচালক রাজ কুমার হিরানি। নির্মাতা জানিয়েছেন, বাণিজ্যিক সাফল্যকে বড় করে দেখেন না তিনি। তিনি বলেন, ‘অবশ্যই বাণিজ্যিক সাফল্য আমার কাছেও জরুরি, কিন্তু আমি সেটার ওপর ফোকাস করি না। কারণ যদি তুমি সেটার ওপর জোর দাও তাহলে যে গল্প তুমি বলতে চাইছ সেটার সঙ্গে সুবিচার করতে পারবে না।’
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক আরও বলেন, ‘একটা সিনেমা বানাতে আমার ৩ থেকে ৪ বছর সময় লাগে। এইবার তো ৫ বছর লেগে গেল! আমি ভাগ্যের হাতেই সিনেমার ভবিষ্যৎ ছেড়ে দিই। কখনো তোমার সিনেমা সবার ভালো লাগবে, কখনো একটা নির্দিষ্ট শ্রেণির দর্শকের।’
‘ডানকি’ নিয়ে নির্মাতা হিরানির ভাষ্য, ‘এটা এমন একটি ভারতীয় গল্প, যা হিন্দি সিনেমায় আগে কখনো বলা হয়নি। আমি এটি নিয়ে যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে সন্তুষ্ট। কখনো বাঁধভাঙা সাফল্য আসবে, কখনো একটু অন্যরকম। সিনেমা হিসেবে আমি এটিকে সফল ভাবছি, কারণ অনেক দর্শক এটি দেখতে যাচ্ছে এবং তাঁদের ভালো লাগছে। বক্স অফিস নম্বর নিয়ে মাথাব্যথার কারণ নেই।’
দর্শকদের নিয়ে হিরানির মন্তব্য, ‘লোকজন ভাবে আগে যেমনটা বানিয়েছিল, এবারও তেমন কিছু দেখব। আমি সব সময় অন্য জনরার ছবি বানানোর চেষ্টা করি। আলাদারকম কিছু।’
উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের প্রেক্ষাপটে সাজানো ‘ডানকি’ সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করেছে—তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি। গতকাল শুক্রবার পর্যন্ত মুক্তির ৮ দিন শেষে বিশ্বব্যাপী ‘ডানকি’ সিনেমার আয় ৩২৩ কোটি রুপি পেরিয়েছে।
চার বছরের বিরতির পর বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ দিয়ে বক্স অফিস মাতাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রথমবার একসঙ্গে শাহরুখ-হিরানি জুটি, তাই মুক্তির আগে থেকেই উন্মাদনার পারদ ছিল চরমে। তবে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ব্যবসাসফল সিনেমার পর ‘ডানকি’র আয়ের গতি অনেকটাই মন্থর। তবে ‘ডানকি’র সাফল্যে সন্তুষ্ট নির্মাতা রাজ কুমার হিরানি। জানিয়েছেন, বক্স অফিসের কথা মাথা রেখে তিনি সিনেমা বানান না।
সিনেমাটির বাণিজ্যিক সফলতা নিয়ে এবার মন্তব্য করেছেন পরিচালক রাজ কুমার হিরানি। নির্মাতা জানিয়েছেন, বাণিজ্যিক সাফল্যকে বড় করে দেখেন না তিনি। তিনি বলেন, ‘অবশ্যই বাণিজ্যিক সাফল্য আমার কাছেও জরুরি, কিন্তু আমি সেটার ওপর ফোকাস করি না। কারণ যদি তুমি সেটার ওপর জোর দাও তাহলে যে গল্প তুমি বলতে চাইছ সেটার সঙ্গে সুবিচার করতে পারবে না।’
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক আরও বলেন, ‘একটা সিনেমা বানাতে আমার ৩ থেকে ৪ বছর সময় লাগে। এইবার তো ৫ বছর লেগে গেল! আমি ভাগ্যের হাতেই সিনেমার ভবিষ্যৎ ছেড়ে দিই। কখনো তোমার সিনেমা সবার ভালো লাগবে, কখনো একটা নির্দিষ্ট শ্রেণির দর্শকের।’
‘ডানকি’ নিয়ে নির্মাতা হিরানির ভাষ্য, ‘এটা এমন একটি ভারতীয় গল্প, যা হিন্দি সিনেমায় আগে কখনো বলা হয়নি। আমি এটি নিয়ে যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে সন্তুষ্ট। কখনো বাঁধভাঙা সাফল্য আসবে, কখনো একটু অন্যরকম। সিনেমা হিসেবে আমি এটিকে সফল ভাবছি, কারণ অনেক দর্শক এটি দেখতে যাচ্ছে এবং তাঁদের ভালো লাগছে। বক্স অফিস নম্বর নিয়ে মাথাব্যথার কারণ নেই।’
দর্শকদের নিয়ে হিরানির মন্তব্য, ‘লোকজন ভাবে আগে যেমনটা বানিয়েছিল, এবারও তেমন কিছু দেখব। আমি সব সময় অন্য জনরার ছবি বানানোর চেষ্টা করি। আলাদারকম কিছু।’
উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের প্রেক্ষাপটে সাজানো ‘ডানকি’ সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করেছে—তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি। গতকাল শুক্রবার পর্যন্ত মুক্তির ৮ দিন শেষে বিশ্বব্যাপী ‘ডানকি’ সিনেমার আয় ৩২৩ কোটি রুপি পেরিয়েছে।
সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মিজানুর রহমান লাবুর সিনেমা ‘আতরবিবিলেন’। ফারজানা সুমি ও গোলাম মুস্তফা প্রকাশ অভিনীত সিনেমাটি এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
১০ ঘণ্টা আগেগতকাল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসছে নির্মাতার শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’
১১ ঘণ্টা আগেগল্পটা শুরু হয়েছিল ১৩ বছর আগে। একটি শুটিং হাউসে। ২০১২ সালের ৯ এপ্রিলের কথা। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীন চৌধুরীর। একটি কাজের ব্যাপারে আলাপ করতে শুটিং স্পটে এসেছিলেন রাজীব।
১৯ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার। এবার এল জংলির বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি।
২০ ঘণ্টা আগে