বিনোদন ডেস্ক
শুটিংয়ে ফিরেছে জনপ্রিয় সিনেমা সিরিজ ‘হেরা ফেরি’ এর তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩ ’। এই সিনেমার মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায় গতকাল মঙ্গলবার থেকে মুম্বাইয়ের এমপায়ার স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
দীর্ঘ ১৬ বছর পর ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল বানানো হচ্ছে—এই গুঞ্জনটা অনেক দিনের। শোনা যাচ্ছিল, বাবু রাও, রাজু ও শ্যামের চরিত্রে আবারও পর্দায় হাসির ফোয়ারা নিয়ে আসবেন পরেশ-অক্ষয়-সুনীল। কিন্তু নভেম্বরে শোনা গিয়েছিল ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার রাজি না হওয়ায় রাজুর চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল কার্তিক আরিয়ানকে। এ নিয়ে ভক্তরা প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিক্ষোভ জানাতে থাকে। এরপর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা আবারও অভিনেতার সঙ্গে মিটিং-এ বসেন। অবশেষে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির খাতিরে অক্ষয়কে রাজি করান প্রযোজক।
অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল অভিনীত ‘হেরা ফেরি’ সিরিজের নতুন ঘোষণার অপেক্ষায় ছিলেন দর্শক। প্রথম দুটি সিনেমা ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’ ছবিতে তাঁদের চমৎকার অভিনয় এবং অসাধারণ কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি।
গত নভেম্বরে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিক্যুয়ালের একটি বড় আপডেট আসে—সিনেমাটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার আর এই সিক্যুয়ালে যুক্ত হচ্ছেন তরুণ তারকা অভিনেতা কার্তিক আরিয়ান। তখন জানা গিয়েছিল চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি ৩’ ছবিতে যুক্ত হচ্ছেন না অক্ষয় কুমার। তাই বাধ্য হয়ে কার্তিক আরিয়ানকে বেছে নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। বিষয়টি নিশ্চিতও করেছিলেন ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল ওরফে পর্দার বাবু রাও।
বিনোদন ও লাইফস্টাইলবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়াল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার।
‘হেরা ফেরি’তে নতুন মুখের এন্ট্রির বিষয়ে এক ভক্ত টুইটারে পরেশ রাওয়ালের কাছে জানতে চান, ‘হেরা ফেরি ৩ ’-এ কার্তিক আরিয়ানের অভিনয়ের খবরটি কি সত্যি? জবাবে পরেশ বলেছিলেন, ‘হ্যাঁ এটা সত্যি’। যদিও প্রযোজকের পক্ষ থেকে তখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই ভক্তদের আশা ছিল প্রযোজক অবশ্যই অক্ষয়কে রাজি করানোর চেষ্টা করবেন। অবশেষে শুটিংয়ে ফেরার মাধ্যমে দর্শকেরা আবারও ‘হেরা ফেরি’ সিরিজে তাদের প্রিয় তারকাদের একসঙ্গে দেখতে পাবেন।
শুটিংয়ে ফিরেছে জনপ্রিয় সিনেমা সিরিজ ‘হেরা ফেরি’ এর তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩ ’। এই সিনেমার মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায় গতকাল মঙ্গলবার থেকে মুম্বাইয়ের এমপায়ার স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
দীর্ঘ ১৬ বছর পর ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল বানানো হচ্ছে—এই গুঞ্জনটা অনেক দিনের। শোনা যাচ্ছিল, বাবু রাও, রাজু ও শ্যামের চরিত্রে আবারও পর্দায় হাসির ফোয়ারা নিয়ে আসবেন পরেশ-অক্ষয়-সুনীল। কিন্তু নভেম্বরে শোনা গিয়েছিল ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার রাজি না হওয়ায় রাজুর চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল কার্তিক আরিয়ানকে। এ নিয়ে ভক্তরা প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিক্ষোভ জানাতে থাকে। এরপর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা আবারও অভিনেতার সঙ্গে মিটিং-এ বসেন। অবশেষে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির খাতিরে অক্ষয়কে রাজি করান প্রযোজক।
অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল অভিনীত ‘হেরা ফেরি’ সিরিজের নতুন ঘোষণার অপেক্ষায় ছিলেন দর্শক। প্রথম দুটি সিনেমা ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’ ছবিতে তাঁদের চমৎকার অভিনয় এবং অসাধারণ কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি।
গত নভেম্বরে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিক্যুয়ালের একটি বড় আপডেট আসে—সিনেমাটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার আর এই সিক্যুয়ালে যুক্ত হচ্ছেন তরুণ তারকা অভিনেতা কার্তিক আরিয়ান। তখন জানা গিয়েছিল চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি ৩’ ছবিতে যুক্ত হচ্ছেন না অক্ষয় কুমার। তাই বাধ্য হয়ে কার্তিক আরিয়ানকে বেছে নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। বিষয়টি নিশ্চিতও করেছিলেন ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল ওরফে পর্দার বাবু রাও।
বিনোদন ও লাইফস্টাইলবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়াল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার।
‘হেরা ফেরি’তে নতুন মুখের এন্ট্রির বিষয়ে এক ভক্ত টুইটারে পরেশ রাওয়ালের কাছে জানতে চান, ‘হেরা ফেরি ৩ ’-এ কার্তিক আরিয়ানের অভিনয়ের খবরটি কি সত্যি? জবাবে পরেশ বলেছিলেন, ‘হ্যাঁ এটা সত্যি’। যদিও প্রযোজকের পক্ষ থেকে তখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই ভক্তদের আশা ছিল প্রযোজক অবশ্যই অক্ষয়কে রাজি করানোর চেষ্টা করবেন। অবশেষে শুটিংয়ে ফেরার মাধ্যমে দর্শকেরা আবারও ‘হেরা ফেরি’ সিরিজে তাদের প্রিয় তারকাদের একসঙ্গে দেখতে পাবেন।
বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
১ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৩ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৩ ঘণ্টা আগেঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
৩ ঘণ্টা আগে