বিনোদন ডেস্ক
বলিউডের ছেয়ে হলিউডে বেশি ব্যস্ত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসকে বিয়ের পর স্থায়ীভাবেই থাকছেন যুক্তরাষ্ট্রে। তবে হলিউডে শুরুর পথটা কঠিন ছিল তাঁর জন্য। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন, শুরুর সময়টা মসৃণ ছিল না তাঁর জন্য। সে সময় একাকিত্বে ভুগতে হতো অভিনেত্রীকে।
প্রিয়াঙ্কা চোপড়া সব সময়ই খোলাখুলি কথা বলতে পছন্দ করেন। ক্যাভানাফ জেমসের সঙ্গে একটি সাম্প্রতিক পডকাস্টে হলিউডের শুরুর দিনগুলো নিয়ে অকপটে কথা বলেছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রির কাউকে চিনতাম না। হলিউডে কেউ আমাকে চিনতেন না। একা থাকতাম। খুব কষ্ট হতো, ভয় করত। এমন কোনো বন্ধু ছিল না, যাকে রাত ২টায় ফোন করে কথা বলতে পারি। শুধু মাথায় রেখেছিলাম, ভেঙে পড়লে চলবে না।’
অভিনেত্রী আরও বলেন, ‘খুব শান্তভাবে সিদ্ধান্ত নিই, আমি কোথায় নায়িকার চরিত্রে অভিনয় করতাম সেটা ভুলে যেতে হবে। বরং হলিউডে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পারি সেদিকে মন দিতে হবে। অতীত ভুলে সবাইকে কাজের জন্য অ্যাপ্রোচ করা সহজ ছিল না। তবে এই পজিটিভ মানসিকতাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এখন হলিউডে আমার পরিচিতি আছে। তবে শুরুর সময়ের কথা ভাবলে এখনো ভয় করে।’
পাশাপাশি প্রিয়াঙ্কা জানিয়েছেন তাঁর পেপার কাটিংয়ের গল্পও। ঐশ্বরিয়া রাইয়ের মিস ওয়ার্ল্ড জেতা এবং সুস্মিতা সেনের মিস ইউনিভার্স খেতাব জেতার খবরের পেপার কাটিং নিজের ঘরে লাগিয়ে রেখেছিলেন বলেই জানিয়েছেন দেশি গার্ল।
উল্লেখ্য, ১৯৯৪ সালে দুজনে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন। আর ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া পেয়েছিলেন মিস ওয়ার্ল্ডের শিরোপা।
প্রসঙ্গত, কাজ থেকে বেশ কিছুদিন বিরতি নেওয়ার পর প্রিয়াঙ্কা এখন শুটিং করছেন ‘হেডস অব স্টেট’ সিনেমার। শুটিংয়ের সময়ের নানা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বলিউডের ছেয়ে হলিউডে বেশি ব্যস্ত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসকে বিয়ের পর স্থায়ীভাবেই থাকছেন যুক্তরাষ্ট্রে। তবে হলিউডে শুরুর পথটা কঠিন ছিল তাঁর জন্য। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন, শুরুর সময়টা মসৃণ ছিল না তাঁর জন্য। সে সময় একাকিত্বে ভুগতে হতো অভিনেত্রীকে।
প্রিয়াঙ্কা চোপড়া সব সময়ই খোলাখুলি কথা বলতে পছন্দ করেন। ক্যাভানাফ জেমসের সঙ্গে একটি সাম্প্রতিক পডকাস্টে হলিউডের শুরুর দিনগুলো নিয়ে অকপটে কথা বলেছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রির কাউকে চিনতাম না। হলিউডে কেউ আমাকে চিনতেন না। একা থাকতাম। খুব কষ্ট হতো, ভয় করত। এমন কোনো বন্ধু ছিল না, যাকে রাত ২টায় ফোন করে কথা বলতে পারি। শুধু মাথায় রেখেছিলাম, ভেঙে পড়লে চলবে না।’
অভিনেত্রী আরও বলেন, ‘খুব শান্তভাবে সিদ্ধান্ত নিই, আমি কোথায় নায়িকার চরিত্রে অভিনয় করতাম সেটা ভুলে যেতে হবে। বরং হলিউডে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পারি সেদিকে মন দিতে হবে। অতীত ভুলে সবাইকে কাজের জন্য অ্যাপ্রোচ করা সহজ ছিল না। তবে এই পজিটিভ মানসিকতাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এখন হলিউডে আমার পরিচিতি আছে। তবে শুরুর সময়ের কথা ভাবলে এখনো ভয় করে।’
পাশাপাশি প্রিয়াঙ্কা জানিয়েছেন তাঁর পেপার কাটিংয়ের গল্পও। ঐশ্বরিয়া রাইয়ের মিস ওয়ার্ল্ড জেতা এবং সুস্মিতা সেনের মিস ইউনিভার্স খেতাব জেতার খবরের পেপার কাটিং নিজের ঘরে লাগিয়ে রেখেছিলেন বলেই জানিয়েছেন দেশি গার্ল।
উল্লেখ্য, ১৯৯৪ সালে দুজনে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন। আর ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া পেয়েছিলেন মিস ওয়ার্ল্ডের শিরোপা।
প্রসঙ্গত, কাজ থেকে বেশ কিছুদিন বিরতি নেওয়ার পর প্রিয়াঙ্কা এখন শুটিং করছেন ‘হেডস অব স্টেট’ সিনেমার। শুটিংয়ের সময়ের নানা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
১ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
২ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
২ ঘণ্টা আগেঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
৩ ঘণ্টা আগে