হলিউডে যাত্রা শুরুর দিনগুলো নিয়ে যা জানালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৩: ০১
Thumbnail image

বলিউডের ছেয়ে হলিউডে বেশি ব্যস্ত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসকে বিয়ের পর স্থায়ীভাবেই থাকছেন যুক্তরাষ্ট্রে। তবে হলিউডে শুরুর পথটা কঠিন ছিল তাঁর জন্য। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন, শুরুর সময়টা মসৃণ ছিল না তাঁর জন্য। সে সময় একাকিত্বে ভুগতে হতো অভিনেত্রীকে।

প্রিয়াঙ্কা চোপড়া সব সময়ই খোলাখুলি কথা বলতে পছন্দ করেন। ক্যাভানাফ জেমসের সঙ্গে একটি সাম্প্রতিক পডকাস্টে হলিউডের শুরুর দিনগুলো নিয়ে অকপটে কথা বলেছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রির কাউকে চিনতাম না। হলিউডে কেউ আমাকে চিনতেন না। একা থাকতাম। খুব কষ্ট হতো, ভয় করত। এমন কোনো বন্ধু ছিল না, যাকে রাত ২টায় ফোন করে কথা বলতে পারি। শুধু মাথায় রেখেছিলাম, ভেঙে পড়লে চলবে না।’

অভিনেত্রী আরও বলেন, ‘খুব শান্তভাবে সিদ্ধান্ত নিই, আমি কোথায় নায়িকার চরিত্রে অভিনয় করতাম সেটা ভুলে যেতে হবে। বরং হলিউডে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পারি সেদিকে মন দিতে হবে। অতীত ভুলে সবাইকে কাজের জন্য অ্যাপ্রোচ করা সহজ ছিল না। তবে এই পজিটিভ মানসিকতাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এখন হলিউডে আমার পরিচিতি আছে। তবে শুরুর সময়ের কথা ভাবলে এখনো ভয় করে।’

প্রিয়াঙ্কা চোপড়াপাশাপাশি প্রিয়াঙ্কা জানিয়েছেন তাঁর পেপার কাটিংয়ের গল্পও। ঐশ্বরিয়া রাইয়ের মিস ওয়ার্ল্ড জেতা এবং সুস্মিতা সেনের মিস ইউনিভার্স খেতাব জেতার খবরের পেপার কাটিং নিজের ঘরে লাগিয়ে রেখেছিলেন বলেই জানিয়েছেন দেশি গার্ল।

উল্লেখ্য, ১৯৯৪ সালে দুজনে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন। আর ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া পেয়েছিলেন মিস ওয়ার্ল্ডের শিরোপা।

প্রসঙ্গত, কাজ থেকে বেশ কিছুদিন বিরতি নেওয়ার পর প্রিয়াঙ্কা এখন শুটিং করছেন ‘হেডস অব স্টেট’ সিনেমার। শুটিংয়ের সময়ের নানা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত