বিনোদন ডেস্ক
চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পার করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ১৯৯২ সালে দিওয়ানা-সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। আর পরিচালক কেতন মেহতার পরিচালনায় ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘মায়া মেমসাব’। এবার সিনেমাটির দৃশ্যধারণের সময়কার কথা স্মরণ করলেন পরিচালক। কেতন জানান, ছবির দৃশ্যধারণ যখন চলছে তখন বেশ অসুস্থ ছিল তাঁর মা। কিন্তু আগে থেকে দিয়ে রাখা ‘প্রতিশ্রুতি’র কারণে মা-কে ‘সংকটজনক’ অবস্থায় রেখেই চলে যান সিমলায় শুটিং করতে। এর মাধ্যমেই বোঝা যায় কতটা পেশাদার মানসিকতার ছিলেন শাহরুখ।
কেতন বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাটস অফ টু শাহরুখ খান। সেই সময় তাঁর মা সংকটজনক অবস্থায় ছিলেন। পুরো ইউনিট সিমলায় পৌঁছে গিয়েছে। দৃশ্যধারণে যাতে দেরি না হয় তাই তিনিও পৌঁছে যান সেখানে। আমি তাঁর এই ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, মায়া মেমসাব মুক্তির আগেই ১৯৯১ সালে দিল্লিতে মারা যান শাহরুখ খান মা।
কেতন জানান শাহরুখ খানকে নেওয়ার সুপারিশ করেছিলেন আজিজ মির্জা, আর সইদ মির্জা। দুজনেই তরুণ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন টেলিভিশন শো ‘সার্কাস’-এ। এ বিষয়ে কেতন বলেন, ‘আমরা একটা নতুন মুখ খুঁজছিলাম। ও এল, আমরা বুঝলাম ওর এনার্জি ছোঁয়াচে। দেখেই যেন পছন্দ হয়ে গেল। সঙ্গেসঙ্গে কাস্ট করে নেই। প্রথম দৃশ্যটাই ছিল একটা তুষার ঝড়ের।’
শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করে কেতন জানান, ‘ওর মধ্যে ছিল ভরপুর এনার্জি আর নিজেকে প্রমাণ করার তাগিদ।’
মায়া মেমসাবে সিনেমায় আরও অভিনয় করেছিলেন–দীপা সাহি, ফারুক শেখ এবং রাজ বাব্বর। যদিও এটি শাহরুখের দৃশ্যধারণ করা প্রথম চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল, তবে তা মুক্তি পায় ‘দিওয়ানা’, ‘চমৎকার’, ‘রাজু বান গয়া জেন্টেলম্যান’ এবং ‘দিল আশনা হ্যায়’-এর পরে।
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে পাঠান সিনেমায়। যা চলতি বছরের সবচেয়ে উপার্জিত বলিউড সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের ‘জওয়ান’ আর ‘ডানকি’। যা মুক্তি পাওয়ার কথা যথাক্রমে সেপ্টেম্বর ও ডিসেম্বরে। সঙ্গে সালমান খানের টাইগার থ্রি-তেও ক্যামিও করবেন কিং খান।
চলতি সপ্তাহ হঠাৎ রটে যায় আমেরিকায় শুটিং চলাকালীন নাকে চোট পেয়েছেন শাহরুখ। রক্তপাত বন্ধ না হওয়ায় করতে হয়েছে অস্ত্রোপচারও। মঙ্গলবার, গৌরী ও আব্রামের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে লেন্সবন্দি হোন তিনি।
চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পার করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ১৯৯২ সালে দিওয়ানা-সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। আর পরিচালক কেতন মেহতার পরিচালনায় ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘মায়া মেমসাব’। এবার সিনেমাটির দৃশ্যধারণের সময়কার কথা স্মরণ করলেন পরিচালক। কেতন জানান, ছবির দৃশ্যধারণ যখন চলছে তখন বেশ অসুস্থ ছিল তাঁর মা। কিন্তু আগে থেকে দিয়ে রাখা ‘প্রতিশ্রুতি’র কারণে মা-কে ‘সংকটজনক’ অবস্থায় রেখেই চলে যান সিমলায় শুটিং করতে। এর মাধ্যমেই বোঝা যায় কতটা পেশাদার মানসিকতার ছিলেন শাহরুখ।
কেতন বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাটস অফ টু শাহরুখ খান। সেই সময় তাঁর মা সংকটজনক অবস্থায় ছিলেন। পুরো ইউনিট সিমলায় পৌঁছে গিয়েছে। দৃশ্যধারণে যাতে দেরি না হয় তাই তিনিও পৌঁছে যান সেখানে। আমি তাঁর এই ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, মায়া মেমসাব মুক্তির আগেই ১৯৯১ সালে দিল্লিতে মারা যান শাহরুখ খান মা।
কেতন জানান শাহরুখ খানকে নেওয়ার সুপারিশ করেছিলেন আজিজ মির্জা, আর সইদ মির্জা। দুজনেই তরুণ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন টেলিভিশন শো ‘সার্কাস’-এ। এ বিষয়ে কেতন বলেন, ‘আমরা একটা নতুন মুখ খুঁজছিলাম। ও এল, আমরা বুঝলাম ওর এনার্জি ছোঁয়াচে। দেখেই যেন পছন্দ হয়ে গেল। সঙ্গেসঙ্গে কাস্ট করে নেই। প্রথম দৃশ্যটাই ছিল একটা তুষার ঝড়ের।’
শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করে কেতন জানান, ‘ওর মধ্যে ছিল ভরপুর এনার্জি আর নিজেকে প্রমাণ করার তাগিদ।’
মায়া মেমসাবে সিনেমায় আরও অভিনয় করেছিলেন–দীপা সাহি, ফারুক শেখ এবং রাজ বাব্বর। যদিও এটি শাহরুখের দৃশ্যধারণ করা প্রথম চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল, তবে তা মুক্তি পায় ‘দিওয়ানা’, ‘চমৎকার’, ‘রাজু বান গয়া জেন্টেলম্যান’ এবং ‘দিল আশনা হ্যায়’-এর পরে।
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে পাঠান সিনেমায়। যা চলতি বছরের সবচেয়ে উপার্জিত বলিউড সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের ‘জওয়ান’ আর ‘ডানকি’। যা মুক্তি পাওয়ার কথা যথাক্রমে সেপ্টেম্বর ও ডিসেম্বরে। সঙ্গে সালমান খানের টাইগার থ্রি-তেও ক্যামিও করবেন কিং খান।
চলতি সপ্তাহ হঠাৎ রটে যায় আমেরিকায় শুটিং চলাকালীন নাকে চোট পেয়েছেন শাহরুখ। রক্তপাত বন্ধ না হওয়ায় করতে হয়েছে অস্ত্রোপচারও। মঙ্গলবার, গৌরী ও আব্রামের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে লেন্সবন্দি হোন তিনি।
ঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
২ ঘণ্টা আগেশাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১৩ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১৬ ঘণ্টা আগে