Ajker Patrika

‍শাহরুখ-সালমানের অপেক্ষায় পর্দার সেই মা

বিনোদন ডেস্ক
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৬: ০৫
‍শাহরুখ-সালমানের অপেক্ষায় পর্দার সেই মা

নব্বইয়ের দশকে শাহরুখ খান ও সালমান খানের মায়ের ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী ফরিদা জালাল। এখনো মাঝে মাঝে পর্দায় দেখা যায় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের দুই খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ফরিদা। জানান, একসময় নিয়মিত যোগাযোগ হলেও এখন আর শাহরুখ-সালমানের সঙ্গে কথাবার্তা হয় না তাঁর।

ইন্ডিয়া টুডেকে ফরিদা বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার যোগাযোগ হয় না। আর কীভাবেই বা হবে? ওরা সম্ভবত নিজেদের মোবাইল নম্বর পাল্টেছে।’

শাহরুখ-সালমানের সাফল্যে বেশ খুশি ফরিদা। মাঝে মাঝে তাঁদের সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তাঁর কথায়, ‘তাঁদের আগের নম্বরে মাঝে মাঝে কল দিই। তখন ইচ্ছে হয় তাঁদের বলি—তোমাদের সাফল্যে আমি বেশ খুশি, তোমাদের সিনেমা পছন্দ করি, তোমরা খুব ভালো করছ। কিন্তু সেই নম্বরে কাউকে পাওয়া যায় না।’

সালমান ও শাহরুখের সঙ্গে ফরিদা জালাল। ছবি: সংগৃহীততবে ফরিদা জানান, কাঁধের অস্ত্রোপচারের সময় শাহরুখ নিজে থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনেক সহায়তাও করেছিলেন সে সময়। এমনকি ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও ফরিদার সাক্ষাৎ করিয়ে দেন শাহরুখ।

শাহরুখের সঙ্গে ফরিদা জালাল। ছবি: সংগৃহীতফরিদা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি সালমানের সঙ্গে ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’-এর মতো সিনেমায় স্ক্রিন শেয়ার করেন। সবশেষ তাঁকে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত