বিনোদন ডেস্ক
নব্বইয়ের দশকে শাহরুখ খান ও সালমান খানের মায়ের ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী ফরিদা জালাল। এখনো মাঝে মাঝে পর্দায় দেখা যায় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের দুই খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ফরিদা। জানান, একসময় নিয়মিত যোগাযোগ হলেও এখন আর শাহরুখ-সালমানের সঙ্গে কথাবার্তা হয় না তাঁর।
ইন্ডিয়া টুডেকে ফরিদা বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার যোগাযোগ হয় না। আর কীভাবেই বা হবে? ওরা সম্ভবত নিজেদের মোবাইল নম্বর পাল্টেছে।’
শাহরুখ-সালমানের সাফল্যে বেশ খুশি ফরিদা। মাঝে মাঝে তাঁদের সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তাঁর কথায়, ‘তাঁদের আগের নম্বরে মাঝে মাঝে কল দিই। তখন ইচ্ছে হয় তাঁদের বলি—তোমাদের সাফল্যে আমি বেশ খুশি, তোমাদের সিনেমা পছন্দ করি, তোমরা খুব ভালো করছ। কিন্তু সেই নম্বরে কাউকে পাওয়া যায় না।’
তবে ফরিদা জানান, কাঁধের অস্ত্রোপচারের সময় শাহরুখ নিজে থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনেক সহায়তাও করেছিলেন সে সময়। এমনকি ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও ফরিদার সাক্ষাৎ করিয়ে দেন শাহরুখ।
ফরিদা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি সালমানের সঙ্গে ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’-এর মতো সিনেমায় স্ক্রিন শেয়ার করেন। সবশেষ তাঁকে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে দেখা গেছে।
নব্বইয়ের দশকে শাহরুখ খান ও সালমান খানের মায়ের ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী ফরিদা জালাল। এখনো মাঝে মাঝে পর্দায় দেখা যায় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের দুই খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ফরিদা। জানান, একসময় নিয়মিত যোগাযোগ হলেও এখন আর শাহরুখ-সালমানের সঙ্গে কথাবার্তা হয় না তাঁর।
ইন্ডিয়া টুডেকে ফরিদা বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার যোগাযোগ হয় না। আর কীভাবেই বা হবে? ওরা সম্ভবত নিজেদের মোবাইল নম্বর পাল্টেছে।’
শাহরুখ-সালমানের সাফল্যে বেশ খুশি ফরিদা। মাঝে মাঝে তাঁদের সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তাঁর কথায়, ‘তাঁদের আগের নম্বরে মাঝে মাঝে কল দিই। তখন ইচ্ছে হয় তাঁদের বলি—তোমাদের সাফল্যে আমি বেশ খুশি, তোমাদের সিনেমা পছন্দ করি, তোমরা খুব ভালো করছ। কিন্তু সেই নম্বরে কাউকে পাওয়া যায় না।’
তবে ফরিদা জানান, কাঁধের অস্ত্রোপচারের সময় শাহরুখ নিজে থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনেক সহায়তাও করেছিলেন সে সময়। এমনকি ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও ফরিদার সাক্ষাৎ করিয়ে দেন শাহরুখ।
ফরিদা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি সালমানের সঙ্গে ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’-এর মতো সিনেমায় স্ক্রিন শেয়ার করেন। সবশেষ তাঁকে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে দেখা গেছে।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
৭ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
৮ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে