বলিউডে আসছেন আরেক বিশ্বসুন্দরী

বিনোদন ডেস্ক
Thumbnail image

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেলে পড়ছিলেন এক ছাত্রী। ২০১৭ সালে বদলে গেল তাঁর পৃথিবী। সাধারণ থেকে অসাধারণ একজনে পরিণত হলেন তিনি বিশ্বসুন্দরীর মুকুট জয় করে। সারা বিশ্বকে তাক লাগিয়ে ভারতের হরিয়ানা রাজ্যের মেয়ে মানুষি ছিল্লার হয়েছিলেন মিস ওয়ার্ল্ড ২০১৭। ভারতে ১৭ বছর পর এই অর্জন আসে মানুষির হাত ধরে। এরপর থেকেই তাঁকে নিয়ে আগ্রহ বাড়ে বলিউডে। নাম লেখান যশরাজ ফিল্মসের ‘পৃথ্বীরাজ’ ছবিতে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২১ জানুয়ারি।

 মানুষি ছিল্লারমানুষির বিপরীতে পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। মানুষিকে দেখা যাবে রাজকুমারী সংযোগিতার চরিত্রে। রাজা পৃথ্বীরাজ তাঁকে বিয়ে করেন। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করছেন ড. চন্দ্রপ্রকাশ দ্বিভেদি। তিনি টেলিভিশনের সবচেয়ে বড় মহাকাব্যিক ধারাবাহিক ‘চাণক্য’ পরিচালনা করেছেন। যশরাজ ফিল্মসের অন্যতম বড় বাজেটের ছবি ‘পৃথ্বীরাজ’-এর জন্য ৩৫টি ভিন্ন ভিন্ন সেট নির্মাণ করা হয়েছিল।

 মানুষি ছিল্লারদ্বাদশ শতাব্দীতে পৃথ্বীরাজ চৌহানের বীরত্ব ও প্রেমের গল্প উঠে আসবে এ ছবিতে। তিনি সে সময় আজমির ও দিল্লি শাসন করছিলেন। তিনি ছিলেন দ্বাদশ শতাব্দীর অন্যতম শক্তিশালী যোদ্ধা। কনৌজের রাজা জয়চন্দ্রের কন্যা সংযোগিতা আর পৃথ্বীরাজের প্রেম ও বিয়ের ঘটনাটি ভারতে একটি জনপ্রিয় প্রেম উপাখ্যান হিসেবে প্রচলিত। দর্শকেরা মুখিয়ে আছেন ‘পৃথ্বীরাজ’ ছবিটির জন্য। করোনার সময় মুক্তি আটকে ছিল এই ছবির।

মানুষির হাতে রয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’। যশরাজ ফিল্মসের এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ভিকি কৌশল। অজয় দেবগনের সঙ্গে নাম ঠিক না হওয়া নতুন আরও এক ছবিতে অভিনয়ের বিষয়টিও প্রায় চূড়ান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত