বিনোদন ডেস্ক
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আজ ৩০ আগস্ট রাখীবন্ধন উৎসব বা রাখী পূর্ণিমা। মূলত বোন-দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখী বাঁধেন। তবে শুধু ভাই-বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখী বাঁধা যায়। এমন দিনে ভাই হারানো এক বোনের আবেগঘন পোস্ট সবার সবার হৃদয় ছুঁয়েছে।
আজ বুধবার রাখীবন্ধন উপলক্ষে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বড় বোন শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিশেষ একটি পোস্ট। অভিনেতার পুরোনো কিছু ছবি-ভিডিওর কোলাজ বানিয়ে তা তুলে ধরেছেন সবার কাছে।
ক্যাপশনে শ্বেতা লিখেছেন, ‘কখনো কখনো মনে হয় তুমি আমাদের সঙ্গেই আছ, কোথাও যাওনি। আবার কখনো এটা ভেবে কষ্ট পাই তোমাকে আর দেখতে পাব না। তোমার কণ্ঠ শুনতে পাব না, তোমার হাসি শুনতে পাব না। তোমার সঙ্গে আর কথা হবে না।’
তিনি আরও লিখেছেন, ‘চাওয়ার পরও তোমাকে হারানোর বেদনা কারও সঙ্গে ভাগ করে নিতে পারি না। কারণ এটা বলার মতো ভাষা আমাদের নেই। এই যন্ত্রণা দিন দিন গভীরতর হয়ে চলেছে। আমাদের একমাত্র সান্ত্বনা ঈশ্বর। পরপারে খুব জলদিই দেখা হবে ভাই। হয়তো আমিও তখন সকলের অনুপ্রেরণার গল্প হয়ে উঠব। তোমার কবজিতে রাখি পরিয়ে দিয়ে প্রার্থনা করছি যে তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো, আনন্দে থাকো। অনেক ভালোবাসা।–গুড়িয়া দি।’
এই পোস্টে রয়েছে শ্বেতার বিয়ের সময় সুশান্তের কিছু ফুটেজ। যেখানে সদ্য বিয়ে হওয়া দিদিকে একরাশ আবেগ নিয়ে জড়িয়ে ধরে রেখেছেন সুশান্ত।
এ ছাড়া শৈশবের রাখি পরানোর সময়কার ছবি। ছবিটিতে ভাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্বেতা। এই পোস্ট মন কেড়ে নিল সুশান্ত ভক্তদের। একজন লিখেছেন, ‘এখনো বিশ্বাস হয় না সুশান্ত নেই। মনে হয় কেউ না কেউ বলবে এসব মিথ্যে। সুশান্ত বেঁচে আছে।’ আরেকজন লিখলেন, ‘সুশান্ত কোথাও যায়নি। আমাদের সঙ্গেই আছে। সুশান্তদের মৃত্যু হয় না। ওরা থেকেই যায় আমাদের সঙ্গে।’
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আজ ৩০ আগস্ট রাখীবন্ধন উৎসব বা রাখী পূর্ণিমা। মূলত বোন-দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখী বাঁধেন। তবে শুধু ভাই-বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখী বাঁধা যায়। এমন দিনে ভাই হারানো এক বোনের আবেগঘন পোস্ট সবার সবার হৃদয় ছুঁয়েছে।
আজ বুধবার রাখীবন্ধন উপলক্ষে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বড় বোন শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিশেষ একটি পোস্ট। অভিনেতার পুরোনো কিছু ছবি-ভিডিওর কোলাজ বানিয়ে তা তুলে ধরেছেন সবার কাছে।
ক্যাপশনে শ্বেতা লিখেছেন, ‘কখনো কখনো মনে হয় তুমি আমাদের সঙ্গেই আছ, কোথাও যাওনি। আবার কখনো এটা ভেবে কষ্ট পাই তোমাকে আর দেখতে পাব না। তোমার কণ্ঠ শুনতে পাব না, তোমার হাসি শুনতে পাব না। তোমার সঙ্গে আর কথা হবে না।’
তিনি আরও লিখেছেন, ‘চাওয়ার পরও তোমাকে হারানোর বেদনা কারও সঙ্গে ভাগ করে নিতে পারি না। কারণ এটা বলার মতো ভাষা আমাদের নেই। এই যন্ত্রণা দিন দিন গভীরতর হয়ে চলেছে। আমাদের একমাত্র সান্ত্বনা ঈশ্বর। পরপারে খুব জলদিই দেখা হবে ভাই। হয়তো আমিও তখন সকলের অনুপ্রেরণার গল্প হয়ে উঠব। তোমার কবজিতে রাখি পরিয়ে দিয়ে প্রার্থনা করছি যে তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো, আনন্দে থাকো। অনেক ভালোবাসা।–গুড়িয়া দি।’
এই পোস্টে রয়েছে শ্বেতার বিয়ের সময় সুশান্তের কিছু ফুটেজ। যেখানে সদ্য বিয়ে হওয়া দিদিকে একরাশ আবেগ নিয়ে জড়িয়ে ধরে রেখেছেন সুশান্ত।
এ ছাড়া শৈশবের রাখি পরানোর সময়কার ছবি। ছবিটিতে ভাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্বেতা। এই পোস্ট মন কেড়ে নিল সুশান্ত ভক্তদের। একজন লিখেছেন, ‘এখনো বিশ্বাস হয় না সুশান্ত নেই। মনে হয় কেউ না কেউ বলবে এসব মিথ্যে। সুশান্ত বেঁচে আছে।’ আরেকজন লিখলেন, ‘সুশান্ত কোথাও যায়নি। আমাদের সঙ্গেই আছে। সুশান্তদের মৃত্যু হয় না। ওরা থেকেই যায় আমাদের সঙ্গে।’
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৯ মিনিট আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৪১ মিনিট আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৬ ঘণ্টা আগে