Ajker Patrika

হেসে খুন অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক
হেসে খুন অভিষেক বচ্চন

‘বব বিশ্বাস’ ছবির প্রচারের জন্য দ্য কপিল শর্মা শো-তে হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন এবং চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানের ‘পোস্ট কা পোস্টমর্টেম’ সেকশন নিজের পোস্ট করা একটি ছবিতে এক ভক্তের মন্তব্য দেখে হেসে খুন বচ্চন পুত্র। ২০১৮ সালে অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’ ছবির শুটিং চলার সময় এই ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন অভিষেক।

একজন শিখের সাজপোশাকেই ওই ছবিতে দেখা যাচ্ছে অভিষেককে। সেই ছবি দেখেই বচ্চন-পুত্রের উদ্দেশে এক ভক্তের মন্তব্য, ‘আপনাকে বলেছিলাম কাজ করো না অনুরাগের সঙ্গে। একেবারে গরিব বানিয়ে ছেড়ে দেবে। দিলো তো!’ কমেন্টটি কপিল পড়ে ওঠামাত্রই হেসে ওঠেন অভিষেক। কমেন্টটি শুনে যে তিনি বেশ মজা পেয়েছেন,তা বলিউড তারকার হাসিই জানান দিচ্ছিল। সেই হাসিতে যোগ দেন অর্চনা পূরণ সিং থেকে শুরু করে শো-তে উপস্থিত থাকা দর্শকের দলও। ‘মনমর্জিয়া’ ছবিটি ব্যবসাসফল হয়। প্রশংসিত হয় অভিষেক বচ্চনের অভিনয়ও।

‘মনমর্জিয়া’ ছবির ‘চোঁচ লড়িয়া’ গানের শুটিংয়ে তোলা ওই ছবি পোস্ট করে অভিষেক জানিয়েছেন, মাত্র ঘন্টাখানেকের মধ্যেই এই গানের শুটিং করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

অভিষেক বচ্চনআগামী ৩রা ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে ‘বব বিশ্বাস’। এই ছবি পরিচালনা করছেন সুজয় ঘোষ কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। ছবিতে এক কন্ট্রাক্ট কিলারের কাহিনি উঠে আসবে, যার সঙ্গে ‘কাহানি’ ছবিতেই পরিচয় হয়েছে দর্শকদের। এখানে অবশ্য বব বিশ্বাস পরিবর্তন হয়েছে। শাশ্বতর জুতায় পা গলিয়েছেন অভিষেক।

অভিষেক বচ্চন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত