পুষ্পা-২ ঝড়ের শঙ্কাতেই কি পেছাচ্ছে ‘সিংহাম অ্যাগেইন’

বিনোদন ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২৪, ১৬: ৪৫
Thumbnail image

‘সিংহাম রিটার্নস’-এর মুক্তির ১০ বছর পর পরিচালক রোহিত শেঠি আনছেন ‘সিংহাম অ্যাগেইন’। রোহিতের কপ ইউনিভার্সে একসঙ্গে দেখা যাবে সিংহাম অজয় দেবগন, সিম্বা রণবীর সিং আর সূর্যবংশী অক্ষয় কুমারকে। ছবিটিতে আরও দেখা যাবে দীপিকা, টাইগার শ্রফ, কারিনা কাপুর ও অর্জুন কাপুরকে। তারকায় ঠাসা সিনেমাটি বড় পর্দায় মুক্তির কথা ছিল আগামী ১৫ আগস্ট। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সিনেমাটির মুক্তি তারিখ পেছাচ্ছে। ওটিটিপ্লে এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন তারিখে সিনেমাটি মুক্তি পাবে নভেম্বরের ১৫ তারিখ।

চলতি বছরে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’। রোহিত শেঠির সিনেমা মানেই বড় আয়োজন, সঙ্গে তারকাদের মেলা। সিনেমাটির অপেক্ষায় ছিলেন দর্শকেরা। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একই দিনে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতের ব্যবসাসফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। তাই ‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না প্রযোজকেরা। চলতি বছরের শেষে, ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পিছিয়ে যাবে।

পুষ্পারাজ আল্লু অর্জুন। ছবি: সংগৃহীতএদিকে নভেম্বরের ১৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগন অভিনীত আরেক ছবি ‘রেইড ২’। তবে কি বক্স অফিসে অজয় বনাম অজয়ের লড়াই হতে যাচ্ছে? নাকি পিছিয়ে যাবে ‘রেইড ২’ এর মুক্তি, তা সময় বলে দেবে।

প্রসঙ্গত, ‘সিংহাম’ ফ্র‍্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’। ২০১১ সালে মুক্তি পায় এই ফ্র‍্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘সিংহাম’। ২০১৪ সালে মুক্তি পায় কপ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘সিংহাম রিটার্নস’।

ওই দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মাধ্যমে পুলিশ ইউনিভার্সকে আরও এগিয়েছেন নির্মাতা রোহিত শেঠি। এবার ‘সিংহাম’-এর ফেরার পালা। তৃতীয় কিস্তির নাম ‘সিংহাম অ্যাগেইন’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত