বিনোদন ডেস্ক
কান চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সেখানে সিনেমার প্রদর্শন মানেই সেটি উৎসবে মনোনীত হয়েছে—এমনটা ভাবা উচিত নয় বলে জানান নওয়াজ। তাঁর কথায় যে কেউ চাইলে অডিটরিয়াম ভাড়া করে নিজেদের লোকজনকে কানে ডেকে সিনেমা দেখাতে পারেন। সম্প্রতি ‘দ্য লল্লনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
‘দ্য লল্লনটপ’কে নওয়াজ বলেন, ‘আসলে ব্যাপারটা হলো, আপনি চাইলেই নিজের সিনেমাকে কানে নিয়ে যেতে পারেন। সেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমা না হলেও হবে। সেখানে অডিটরিয়াম রয়েছে, যা আপনি ভাড়া করতে পারেন। মালিককে টাকা দিন, আর নিজে লালগালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান, ছবি তুলুন আর লোকজনকে সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, আমাদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’
অভিনেতা আরও বলেন, ‘আমি সত্যিই জানি না, অর্ধেক মানুষজন কী করতে ওই চলচ্চিত্র উৎসবে যায়। আর কানে কোনো সিনেমা সমাদৃত হলে দর্শক মহলেও তা সাড়া ফেলবে—এটা ভুল ধারণা।’ নিজের সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, ‘মিস লাভ কানে প্রশংসা কুড়িয়েছিল, সমালোচকেরা ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।’
কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত ৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে নওয়াজের। ২০১২ সালে নওয়াজের ‘মিস লাভলি’র স্ক্রিনিং হয়েছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর একে একে ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’-এর মতো সিনেমা কানের অফিশিয়াল সিলেকশনে কানে অংশ নিয়েছে।
আজ শুক্রবার মুক্তি পেয়েছে নওয়াজুদ্দিনের নতুন সিনেমা ‘যোগী সারা রা রা’তে। এই ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা।
কান চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সেখানে সিনেমার প্রদর্শন মানেই সেটি উৎসবে মনোনীত হয়েছে—এমনটা ভাবা উচিত নয় বলে জানান নওয়াজ। তাঁর কথায় যে কেউ চাইলে অডিটরিয়াম ভাড়া করে নিজেদের লোকজনকে কানে ডেকে সিনেমা দেখাতে পারেন। সম্প্রতি ‘দ্য লল্লনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
‘দ্য লল্লনটপ’কে নওয়াজ বলেন, ‘আসলে ব্যাপারটা হলো, আপনি চাইলেই নিজের সিনেমাকে কানে নিয়ে যেতে পারেন। সেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমা না হলেও হবে। সেখানে অডিটরিয়াম রয়েছে, যা আপনি ভাড়া করতে পারেন। মালিককে টাকা দিন, আর নিজে লালগালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান, ছবি তুলুন আর লোকজনকে সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, আমাদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’
অভিনেতা আরও বলেন, ‘আমি সত্যিই জানি না, অর্ধেক মানুষজন কী করতে ওই চলচ্চিত্র উৎসবে যায়। আর কানে কোনো সিনেমা সমাদৃত হলে দর্শক মহলেও তা সাড়া ফেলবে—এটা ভুল ধারণা।’ নিজের সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, ‘মিস লাভ কানে প্রশংসা কুড়িয়েছিল, সমালোচকেরা ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।’
কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত ৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে নওয়াজের। ২০১২ সালে নওয়াজের ‘মিস লাভলি’র স্ক্রিনিং হয়েছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর একে একে ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’-এর মতো সিনেমা কানের অফিশিয়াল সিলেকশনে কানে অংশ নিয়েছে।
আজ শুক্রবার মুক্তি পেয়েছে নওয়াজুদ্দিনের নতুন সিনেমা ‘যোগী সারা রা রা’তে। এই ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১১ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১১ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১১ ঘণ্টা আগে