দেশে আসছে হৃতিকের ফাইটার, দেখা যাবে থ্রিডি ভার্সন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ২০: ০১

গত বছর থেকে দেশের প্রেক্ষাগৃহে নিয়মিত মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা। নতুন বছরও শুরু হয়েছে দেশি দুই সিনেমার সঙ্গে টালিউডের ‘হুব্বা’ দিয়ে। এবার প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকের সামনে আসছেন হৃতিক রোশান। ২৫ জানুয়ারি ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে হৃতিকের নতুন সিনেমা ‘ফাইটার’। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন।

মামুন বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে ফাইটার আমদানির অনুমতি পেয়েছি আমরা। মঙ্গলবার সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা আছে। সবকিছু ঠিক থাকলে বিশ্বব্যাপী মুক্তির দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের দর্শক দেখতে পারবে সিনেমাটি।’

‘ফাইটার’ এর দৃশ্যে হৃতিক–দীপিকা। ছবি: সংগৃহীতবলিউডের প্রথম এরিয়াল অ্যাকশন সিনেমা ফাইটার। টিজার ও ট্রেলারে দেখা গেছে দুর্দান্ত অ্যাকশন ও জেট ফাইটের ঝলক। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এতে হৃতিকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। ধুন্ধুমার অ্যাকশনের ফাঁকে দেখা গেছে হৃতিক-দীপিকার রোমান্সের ঝলক। তাঁদের সঙ্গে আরও আছেন হালের ক্রেজ অনিল কাপুর।

প্রথমবার বলিউডের থ্রিডি সিনেমা
সিনেমা হলে হলিউডের থ্রিডি সিনেমা দেখার অভিজ্ঞতা আছে বাংলাদেশের দর্শকের। এবার তারা সুযোগ পাচ্ছেন বলিউডের থ্রিডি ভার্সন দেখার। সিনেপ্লেক্সে মুক্তি পাবে ফাইটারের থ্রিডি ভার্সন। অনন্য মামুন বলেন, ‘এর আগে ভারতীয় সিনেমাগুলো টুডি ভার্সনে মুক্তি পেলেও প্রথমবার টুডি ভার্সনের পাশাপাশি থ্রিডি ভার্সনে দেখা যাবে ফাইটার।’

‘ফাইটার’-এর টিজারে হৃতিক-দীপিকা। ছবি: ভিডিও থেকেএক সপ্তাহে চার সিনেমা 
সাধারণত উৎসব ছাড়া একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া হয় না দেশের প্রেক্ষাগৃহে। তবে গত শুক্রবার দেশের হলে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এ নিয়ে এখনো চলছে বিতর্ক। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন নিয়ম অমান্য করেই এক সপ্তাহে তিনটি সিনেমা মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছিলেন অনন্য মামুন। বৃহস্পতিবার যদি ফাইটার মুক্তি পায় তাহলে এক সপ্তাহে সিনেমার সংখ্যা দাঁড়াবে চার। এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘আমরা কিন্তু ২৪ জানুয়ারি বৃহস্পতিবার সিংগেল স্ক্রিনে সিনেমা মুক্তি দিচ্ছি না। সিনেপ্লেক্সগুলোতে দেশের সিনেমার পাশাপাশি আগেও হলিউড সিনেমা বা বিদেশি সিনেমা মুক্তি পেয়েছে। ফাইটারের বেলায়ও তাই হবে। আর সিঙ্গেল স্ক্রিনে শুক্রবার থেকে চলবে ফাইটার। সে হিসেবে কোনোভাবেই এক সপ্তাহে সিনেমার সংখ্যা চার হয় না। আমরা এখন পর্যন্ত কোনো নিয়ম ভাঙ্গিনি। এর আগে যতগুলো সিনেমা আমদানি করা হয়েছে তার সব কটি নিয়ম অনুযায়ী রিলিজ করা হয়েছে। আমরা যখন জওয়ান রিলিজ করেছি তখন অনুরোধ করে “দুঃসাহসী খোকা” সিনেমাটি পিছিয়ে নিয়েছি। নিয়মের বাইরে আমরা কিছুই করব না।’

সেন্সর বোর্ডে পরিমার্জন 
ভারতীয় সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ফাইটার। সেখানে চারটি জায়গায় পরিমার্জন করার কথা উল্লেখ করা হয়েছে। মাদকদ্রব্যের দৃশ্যে সতর্কীকরণ বার্তা হিন্দি ভাষায় দিতে হবে। ৫৩ মিনিট ও ১ ঘণ্টা ১৮ মিনিটের সময় দুটি সংলাপ মিউট অথবা সরিয়ে ফেলতে হবে। ৮ সেকেন্ডের অন্তরঙ্গ একটি দৃশ্য কেটে ফেলতে হবে। সর্বশেষ ২৫ সেকেন্ডের একটি টিভি নিউজের অডিও ফেলে দিতে হবে। জানা গেছে ফাইটার সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৬ মিনিট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত