বিনোদন ডেস্ক
রোড ট্রিপ বরাবরই ফারহান আখতারের প্রিয় বিষয়। এ নিয়ে আগেও ছবি বানিয়েছেন তিনি। আগামীতে যে ছবিটি বানাচ্ছেন, সেটিও রোড ট্রিপের ওপর। নাম ‘জি লে জারা’। এ ছবির মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন বলিউড অভিনেতা ফারহান আখতার।
ছবির গল্পের স্টিয়ারিং থাকবে তিন নায়িকার হাতে। নারীপ্রধান গল্পের ছবি তো! তাই অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছেন বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।
ছবির গল্প লিখেছেন জোয়া আখতার, রিমা কাগতি ও স্বয়ং ফারহান। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তিন নায়িকাকে নিয়ে আগামী বছরের শেষ দিকে শুরু হবে ‘জি লে জারা’র শুটিং। সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে ছবিটি।
‘জি লে জারা’ দিয়ে অনেকদিন পর হিন্দি ছবিতে ফিরবেন প্রিয়াংকা। ইদানীং হলিউড তারকা বনে যাওয়া প্রিয়াংকা এ ছবিতে অভিনয়ের জন্য পরিচালক ফারহানের কাছে একটি শর্ত রেখেছেন। ভুল ভাবার কোনো কারণ নেই। মোটা অংকের পারিশ্রমিক কিংবা অন্য কোনো সুবিধা দাবি করেননি। চেয়েছেন, নাচ-গানে ভরপুর একটি গান!
প্রিয়াংকা এখন ব্যস্ত আছেন ‘ম্যাট্রিক্স ৪’ ছবির প্রচারণায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে প্রিয়াংকা কথা বলছেন ‘জি লে জারা’ নিয়ে। সেখানেই এই শর্তের কথা খোলাসা করেছেন অভিনেত্রী।
প্রিয়াংকা বক্তব্য, ‘ফারহানকে কাটা কাটা ভাষায়, স্পষ্ট করে জানিয়ে দিয়েছি— বহুবছর পর হিন্দি ছবি করছি। অনেকদিন পর্দায় কোনো গানের সঙ্গে জমিয়ে নাচতে পারিনি। তাই যদি এই ছবিতে আমার নাচের কোনো সিকোয়েন্স না রাখা হয়, তাহলে খুব খারাপ হয়ে যাবে!’
রোড ট্রিপ বরাবরই ফারহান আখতারের প্রিয় বিষয়। এ নিয়ে আগেও ছবি বানিয়েছেন তিনি। আগামীতে যে ছবিটি বানাচ্ছেন, সেটিও রোড ট্রিপের ওপর। নাম ‘জি লে জারা’। এ ছবির মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন বলিউড অভিনেতা ফারহান আখতার।
ছবির গল্পের স্টিয়ারিং থাকবে তিন নায়িকার হাতে। নারীপ্রধান গল্পের ছবি তো! তাই অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছেন বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।
ছবির গল্প লিখেছেন জোয়া আখতার, রিমা কাগতি ও স্বয়ং ফারহান। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তিন নায়িকাকে নিয়ে আগামী বছরের শেষ দিকে শুরু হবে ‘জি লে জারা’র শুটিং। সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে ছবিটি।
‘জি লে জারা’ দিয়ে অনেকদিন পর হিন্দি ছবিতে ফিরবেন প্রিয়াংকা। ইদানীং হলিউড তারকা বনে যাওয়া প্রিয়াংকা এ ছবিতে অভিনয়ের জন্য পরিচালক ফারহানের কাছে একটি শর্ত রেখেছেন। ভুল ভাবার কোনো কারণ নেই। মোটা অংকের পারিশ্রমিক কিংবা অন্য কোনো সুবিধা দাবি করেননি। চেয়েছেন, নাচ-গানে ভরপুর একটি গান!
প্রিয়াংকা এখন ব্যস্ত আছেন ‘ম্যাট্রিক্স ৪’ ছবির প্রচারণায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে প্রিয়াংকা কথা বলছেন ‘জি লে জারা’ নিয়ে। সেখানেই এই শর্তের কথা খোলাসা করেছেন অভিনেত্রী।
প্রিয়াংকা বক্তব্য, ‘ফারহানকে কাটা কাটা ভাষায়, স্পষ্ট করে জানিয়ে দিয়েছি— বহুবছর পর হিন্দি ছবি করছি। অনেকদিন পর্দায় কোনো গানের সঙ্গে জমিয়ে নাচতে পারিনি। তাই যদি এই ছবিতে আমার নাচের কোনো সিকোয়েন্স না রাখা হয়, তাহলে খুব খারাপ হয়ে যাবে!’
২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে সিনেমার মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’।
৩ ঘণ্টা আগেইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃত
৩ ঘণ্টা আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৮ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৯ ঘণ্টা আগে