বিনোদন ডেস্ক
ব্লকবাস্টার না পেলেও বছরের শুরুটা বলিউডের বেশ ভালোই কাটছে। প্রথম তিন মাস শেষের আগেই চারটি সিনেমার আয় পেরিয়েছে ১০০ কোটি রুপি। হৃতিক-দীপিকার ‘ফাইটার’ বছরের প্রথম সিনেমা হিসেবে ১০০ কোটি রুপি বেশি ব্যবসা করে। তারপর সেই তালিকায় স্থান করে নেয় শহীদ-কৃতির ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’। এবার অজয়-মাধবনের ‘শয়তান’ সিনেমা ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে।
চলতি সপ্তাহেই বিশ্বব্যাপী ব্যবসার হিসাবে শতকোটির ক্লাবে ঢুকে পড়েছে বিকাশ বহেল পরিচালিত ‘শয়তান’। চলতি বছরে শাহরুখ খান, সালমান খান ও রণবীর কাপুরের কোনো সিনেমা রিলিজ পাচ্ছে না। আমির খান চেষ্টা চালাচ্ছেন বছরের শেষে সিনেমা রিলিজের। ব্যবসার নিরিখে অজয় দেবগন ও অক্ষয় কুমারের দিকে তাকিয়ে বলিউড। বছরের প্রথম ছবিতেই ১০০ কোটির ব্যবসা টপকালেন অজয়।
সাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম সাত দিন সিনেমাটি সপ্তাহের শুরুতে ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর থেকেই বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। শুধু ভারত নয়; এর বাইরেও ভালো সাড়া ফেলেছে ‘শয়তান’। এভাবে চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহে সিনেমার আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’। এটি গুজরাটি সিনেমা ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও অভিনয় করেছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা।
ব্লকবাস্টার না পেলেও বছরের শুরুটা বলিউডের বেশ ভালোই কাটছে। প্রথম তিন মাস শেষের আগেই চারটি সিনেমার আয় পেরিয়েছে ১০০ কোটি রুপি। হৃতিক-দীপিকার ‘ফাইটার’ বছরের প্রথম সিনেমা হিসেবে ১০০ কোটি রুপি বেশি ব্যবসা করে। তারপর সেই তালিকায় স্থান করে নেয় শহীদ-কৃতির ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’। এবার অজয়-মাধবনের ‘শয়তান’ সিনেমা ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে।
চলতি সপ্তাহেই বিশ্বব্যাপী ব্যবসার হিসাবে শতকোটির ক্লাবে ঢুকে পড়েছে বিকাশ বহেল পরিচালিত ‘শয়তান’। চলতি বছরে শাহরুখ খান, সালমান খান ও রণবীর কাপুরের কোনো সিনেমা রিলিজ পাচ্ছে না। আমির খান চেষ্টা চালাচ্ছেন বছরের শেষে সিনেমা রিলিজের। ব্যবসার নিরিখে অজয় দেবগন ও অক্ষয় কুমারের দিকে তাকিয়ে বলিউড। বছরের প্রথম ছবিতেই ১০০ কোটির ব্যবসা টপকালেন অজয়।
সাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম সাত দিন সিনেমাটি সপ্তাহের শুরুতে ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর থেকেই বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। শুধু ভারত নয়; এর বাইরেও ভালো সাড়া ফেলেছে ‘শয়তান’। এভাবে চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহে সিনেমার আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’। এটি গুজরাটি সিনেমা ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও অভিনয় করেছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা।
সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মিজানুর রহমান লাবুর সিনেমা ‘আতরবিবিলেন’। ফারজানা সুমি ও গোলাম মুস্তফা প্রকাশ অভিনীত সিনেমাটি এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
১০ ঘণ্টা আগেগতকাল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসছে নির্মাতার শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’
১১ ঘণ্টা আগেগল্পটা শুরু হয়েছিল ১৩ বছর আগে। একটি শুটিং হাউসে। ২০১২ সালের ৯ এপ্রিলের কথা। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীন চৌধুরীর। একটি কাজের ব্যাপারে আলাপ করতে শুটিং স্পটে এসেছিলেন রাজীব।
১৯ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার। এবার এল জংলির বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি।
২০ ঘণ্টা আগে