Ajker Patrika

বক্স অফিসে অজয়-মাধবনের ‘শয়তান’ সিনেমার দাপট

বিনোদন ডেস্ক
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২: ৪২
বক্স অফিসে অজয়-মাধবনের ‘শয়তান’ সিনেমার দাপট

ব্লকবাস্টার না পেলেও বছরের শুরুটা বলিউডের বেশ ভালোই কাটছে। প্রথম তিন মাস শেষের আগেই চারটি সিনেমার আয় পেরিয়েছে ১০০ কোটি রুপি। হৃতিক-দীপিকার ‘ফাইটার’ বছরের প্রথম সিনেমা হিসেবে ১০০ কোটি রুপি বেশি ব্যবসা করে। তারপর সেই তালিকায় স্থান করে নেয় শহীদ-কৃতির ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’। এবার অজয়-মাধবনের ‘শয়তান’ সিনেমা ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে।

চলতি সপ্তাহেই বিশ্বব্যাপী ব্যবসার হিসাবে শতকোটির ক্লাবে ঢুকে পড়েছে বিকাশ বহেল পরিচালিত ‘শয়তান’। চলতি বছরে শাহরুখ খান, সালমান খান ও রণবীর কাপুরের কোনো সিনেমা রিলিজ পাচ্ছে না। আমির খান চেষ্টা চালাচ্ছেন বছরের শেষে সিনেমা রিলিজের। ব্যবসার নিরিখে অজয় দেবগন ও অক্ষয় কুমারের দিকে তাকিয়ে বলিউড। বছরের প্রথম ছবিতেই ১০০ কোটির ব্যবসা টপকালেন অজয়।

সাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম সাত দিন সিনেমাটি সপ্তাহের শুরুতে ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর থেকেই বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। শুধু ভারত নয়; এর বাইরেও ভালো সাড়া ফেলেছে ‘শয়তান’। এভাবে চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহে সিনেমার আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’। এটি গুজরাটি সিনেমা ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও অভিনয় করেছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত