হত্যার হুমকি উপেক্ষা করে ‘সিংহাম অ্যাগেইন’ শুটিংয়ে সালমান, নিরাপত্তায় রোহিত শেঠির টিম

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১০: ২১
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১০: ৫২

বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি উড়িয়ে দিয়ে ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমার শুটিং শেষ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। এই সিনেমায় ‘চুলবুল পাণ্ডে’ চরিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালক রোহিত শেঠির ডাকে এতে রাজি হন বলিউড ‘ভাইজান’। আর শুটিংয়ের সময় সালমান খানের নিজস্ব নিরাপত্তা ছাড়াও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন রোহিত শেঠি। এ সময় শুটিং স্পটে উপস্থিত ছিলেন সিংহাম খ্যাত বলিউড তারকা অজয় দেবগনও। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে ভেঙে পড়েছেন সালমান। এ দিকে সুপারস্টারের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেই লরেন্স বিষ্ণোইকে হুমকি দিল ক্ষত্রিয় কর্ণি সেনা। বিষ্ণোই গ্যাংয়ের প্রধানকে খুন করলে দেওয়া হবে বিশাল পুরস্কার।

যদিও শেখাওয়াতের এই হুমকি সালমান খানের জন্য নয়। তাঁর দাবি, সমাজকর্মী তথা শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার প্রেসিডেন্ট সুখদেব সিং গোগামেডিকে খুন করেছে লরেন্স বিষ্ণোইর গ্যাং। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, যে পুলিশ কর্মকর্তা লরেন্স বিষ্ণোইকে হত্যা করবে, তাঁকে ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ রুপি পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তাঁর নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

ভিডিওতে দেওয়া বক্তব্যে রাজ শেখাওয়াত এ সময় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বাড়বাড়ন্ত ভীতি প্রদর্শনের জন্য কেন্দ্র সরকার ও গুজরাট সরকারকে এক হাত নেন। লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের সবরমতি কারাগারে বন্দী। মাদক চোরাচালানের একটি অভিযোগে তাঁকে বন্দী করে রাখা হয়েছে। এ ছাড়া, বলিউড তারকা সালমান খানের বাড়িতে হামলাসংক্রান্ত একটি মামলায়ও তাঁর নাম আছে। কিন্তু মুম্বাই পুলিশ তাঁকে সেই মামলায় নিজেদের হেফাজতে আনেনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই ভিডিওতে করণি সেনার প্রধান বলেন, লরেন্স বিষ্ণোইও একজন হত্যাকারী। সে আমাদের মহামূল্যবান রত্ন, আমাদের ঐতিহ্য অমর শহীদ সুখদেব সিং গোগামেদি জিকে হত্যা করেছে। সুখদেব সিং গোগামেদিকে রাজস্থানের জয়পুরে ২০২৩ সালের ৫ ডিসেম্বর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টা পর লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত