বিনোদন ডেস্ক
গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। সিনেমাটির মাধ্যমে একটানা ফ্লপের তকমা ঘোচাতে চলেছেন অক্ষয়। সিনেমাটির এই সাফল্যের মধ্যে নতুন এক তথ্য সামনে আনলেন প্রযোজক অজিত আধার। ‘ওএমজি ২’-এর জন্য এক রুপিও পারিশ্রমিক নেননি অক্ষয়, এমনটাই জানিয়েছেন তিনি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজিত আধার জানিয়েছেন, ‘অক্ষয় বরাবরই এ ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি কোনো পারিশ্রমিক নেননি এই ছবির জন্য।’
প্রযোজক আরও জানিয়েছেন তাঁর এবং অক্ষয়ের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা একসঙ্গে এর আগে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন। অজিতের কথায়, ‘অক্ষয়ের সঙ্গে আমার বারবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। আমরা দুজনই অর্থবহুল কিছু করতে চেয়েছি সব সময়। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়া যেত না। এই সিনেমার সঙ্গে অর্থনৈতিক ও ক্রিয়েটিভ দুভাবেই যুক্ত ছিলেন তিনি।’
‘ওএমজি ২’-এর প্রতি দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গদর ২’ সিনেমাকেও শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘‘ওহ মাই গদর’’কে ভালোবাসা দেওয়ার জন্য এবং অবশ্যই ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ‘ওএমজি ২’-এর আয় ৭৯.৪৭ কোটি রুপি। অন্যদিকে ‘গদর ২’ বক্স অফিস থেকে আয় করেছে ২৬১.৩৫ কোটি রুপি।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ‘ওহ মাই গড’-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। সিনেমাটির মাধ্যমে একটানা ফ্লপের তকমা ঘোচাতে চলেছেন অক্ষয়। সিনেমাটির এই সাফল্যের মধ্যে নতুন এক তথ্য সামনে আনলেন প্রযোজক অজিত আধার। ‘ওএমজি ২’-এর জন্য এক রুপিও পারিশ্রমিক নেননি অক্ষয়, এমনটাই জানিয়েছেন তিনি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজিত আধার জানিয়েছেন, ‘অক্ষয় বরাবরই এ ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি কোনো পারিশ্রমিক নেননি এই ছবির জন্য।’
প্রযোজক আরও জানিয়েছেন তাঁর এবং অক্ষয়ের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা একসঙ্গে এর আগে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন। অজিতের কথায়, ‘অক্ষয়ের সঙ্গে আমার বারবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। আমরা দুজনই অর্থবহুল কিছু করতে চেয়েছি সব সময়। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়া যেত না। এই সিনেমার সঙ্গে অর্থনৈতিক ও ক্রিয়েটিভ দুভাবেই যুক্ত ছিলেন তিনি।’
‘ওএমজি ২’-এর প্রতি দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গদর ২’ সিনেমাকেও শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘‘ওহ মাই গদর’’কে ভালোবাসা দেওয়ার জন্য এবং অবশ্যই ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ‘ওএমজি ২’-এর আয় ৭৯.৪৭ কোটি রুপি। অন্যদিকে ‘গদর ২’ বক্স অফিস থেকে আয় করেছে ২৬১.৩৫ কোটি রুপি।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ‘ওহ মাই গড’-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৪ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৮ ঘণ্টা আগে