বিনোদন ডেস্ক
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। পর্দায় বরাবরই তাঁকে দেখা গেছে কৌতুকাভিনেতার চরিত্রে। হাস্যরসের কারণেই তিনি জনপ্রিয় দর্শকমহলে। পর্দায় সবাইকে তিনি যেমন হাসিয়ে রাখেন ঠিক এর বিপরীতে তাঁর জীবনে রয়েছে অসংখ্য কষ্টের স্মৃতি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কিছু কষ্টের দিনের স্মৃতিচারণ করেছেন তিনি।
সালটা ১৯৯১। সেই সময় প্রথম স্ত্রীকে হারান রাজপাল। পরিবারে তখন অর্থাভাব, বাড়ি থেকে দূরে অন্য শহরে গিয়ে চাকরি করতেন কাপড়ের কারখানায়। কথা ছিল, সন্তান জন্মের সময় দেখা করবেন স্ত্রীর সঙ্গে। কিন্তু তা আর হল না। সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তার স্ত্রী।
রাজপালের কথায়, ‘ওই বয়সে আবেগ নিয়ন্ত্রণে থাকে না। এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কষ্ট করে একটা চাকরি জুটিয়েছিলাম কাপড়ের কারখানায়। ভেবেছিলাম সুখের সংসার হবে। সন্তানের জন্ম দিতে স্ত্রী গিয়ে মারা গেল। এক দিন পরেই ওর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়ে উঠল না। কী কপাল!’
রাজপাল আরও বলেন, ‘নিজের কাঁধে করে স্ত্রীর মৃতদেহ নিয়ে দাহ করেছি। এখনো সেই যন্ত্রণা আমাকে কুরে কুরে খায়।’
প্রথম স্ত্রী মৃত্যুর পর শুরু হল রাজপালের অভিনেতার হয়ে ওঠার লড়াই। ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’-তে পড়াশোনা। তার পর একাধিক টিভি শো-তে কাজ করেন রাজপাল। অবশেষে ২০০০ সালে বড় পর্দায় অভিষেক ‘জঙ্গল’ ছবির মাধ্যমে। অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে সময় লেগে যায় প্রায় ১৩ বছর। প্রথম ছবি মুক্তির পর ২০০১ সালে একটি ছবির শুটিং করতে গিয়ে আলাপ হয় বর্তমান স্ত্রী রাধার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতেই ২০০৩ সালে ফের ঘর বাঁধেন তিনি।
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। পর্দায় বরাবরই তাঁকে দেখা গেছে কৌতুকাভিনেতার চরিত্রে। হাস্যরসের কারণেই তিনি জনপ্রিয় দর্শকমহলে। পর্দায় সবাইকে তিনি যেমন হাসিয়ে রাখেন ঠিক এর বিপরীতে তাঁর জীবনে রয়েছে অসংখ্য কষ্টের স্মৃতি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কিছু কষ্টের দিনের স্মৃতিচারণ করেছেন তিনি।
সালটা ১৯৯১। সেই সময় প্রথম স্ত্রীকে হারান রাজপাল। পরিবারে তখন অর্থাভাব, বাড়ি থেকে দূরে অন্য শহরে গিয়ে চাকরি করতেন কাপড়ের কারখানায়। কথা ছিল, সন্তান জন্মের সময় দেখা করবেন স্ত্রীর সঙ্গে। কিন্তু তা আর হল না। সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তার স্ত্রী।
রাজপালের কথায়, ‘ওই বয়সে আবেগ নিয়ন্ত্রণে থাকে না। এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কষ্ট করে একটা চাকরি জুটিয়েছিলাম কাপড়ের কারখানায়। ভেবেছিলাম সুখের সংসার হবে। সন্তানের জন্ম দিতে স্ত্রী গিয়ে মারা গেল। এক দিন পরেই ওর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়ে উঠল না। কী কপাল!’
রাজপাল আরও বলেন, ‘নিজের কাঁধে করে স্ত্রীর মৃতদেহ নিয়ে দাহ করেছি। এখনো সেই যন্ত্রণা আমাকে কুরে কুরে খায়।’
প্রথম স্ত্রী মৃত্যুর পর শুরু হল রাজপালের অভিনেতার হয়ে ওঠার লড়াই। ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’-তে পড়াশোনা। তার পর একাধিক টিভি শো-তে কাজ করেন রাজপাল। অবশেষে ২০০০ সালে বড় পর্দায় অভিষেক ‘জঙ্গল’ ছবির মাধ্যমে। অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে সময় লেগে যায় প্রায় ১৩ বছর। প্রথম ছবি মুক্তির পর ২০০১ সালে একটি ছবির শুটিং করতে গিয়ে আলাপ হয় বর্তমান স্ত্রী রাধার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতেই ২০০৩ সালে ফের ঘর বাঁধেন তিনি।
ঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
২ ঘণ্টা আগেশাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১৩ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১৫ ঘণ্টা আগে