বিনোদন ডেস্ক
পরিচালক হিসেবেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যায়’, ‘ডন’, ‘লক্ষ্য’-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। এরপর ‘রক অন’ ছবিতে অভিনেতা হিসেবে নতুন সফর শুরু হয় তাঁর। গত দুই দশকে বলিউডে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা গেছে ফারহান আখতারকে। আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘তুফান’-এর। এই ছবির কিছু জানা-অজানা।
মিলখা সিং হয়ে দৌড়েছেন ফারহান আখতার, এবার পাওয়া গেল বক্সিং রিংয়ে। আট বছর পর ফের স্পোর্টস ড্রামা নিয়ে হাজির হয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ জুটি ফারহান আখতার ও পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা।
পরিচালক রাকেশ জানালেন, ‘ভাগ মিলখা ভাগ’-এর প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিলেন ফারহানের কাছে, কিন্তু ‘তুফান’-এর ভাবনা ফারহানের। পরিচালক জানালেন, ‘ফারহান ফোনে আমাকে এই ছবির কথা বলে। আর ২০ মিনিটের মধ্যে ছবিটা করব বলে ঠিক করে ফেলি।’
রাকেশ ছবিটা চার বছর আগে বানানোর প্ল্যান করেন। এরপর প্রায় এক বছর বিভিন্ন বক্সারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের কাছ থেকে শুনেছেন কেমন হয় বক্সারদের জীবন। এরপর সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন।
ফারহান বলেন, ‘এটা জীবনের গল্প। সম্পর্কের গল্প, তার ওঠানামা, জীবন-সমাজের সঙ্গে লড়াইয়ের গল্প, নিজের সঙ্গে দ্বন্দ্ব, নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে দ্বন্দ্ব। এমন নয় যে ছবিটা দেখে গ্লাভস পরে বক্সিং রিংয়ে নামতে উৎসাহী করবে আপনাকে, বরং এই ছবির চরিত্রগুলো আপনাকে অনুপ্রেরণা দেবে নিজের পেশায় সেরা হতে।’
ফারহান এই সিনেমার আগে বক্সিং সম্পর্কে কিছুই জানতেন না। প্রস্তুতির জন্য মাসখানেক সময় দৈনিক পাঁচ ঘণ্টা বক্সিং দেখেছেন, তা নিয়ে পড়াশোনা করেছেন।
ছবির জন্য বক্সিং ট্রেনিং নিতে হয়েছে ফারহান আখতারের। তবে বক্সিং শেখার থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল গল্পের স্বার্থে মোটা হওয়া। ফারহান বলেন, ‘ছবিতে একটা অংশ আছে, যেখানে আমাকে একদম আউট অব শেপে দেখানো হয়েছে। সেটাই আমার শরীরের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেখান থেকে ফিট হওয়াও চ্যালেঞ্জের। ফিট থাকলেই আপনি ভালো থাকবেন এবং আপনার আশপাশের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে পারবেন।’
ছবিতে আজিজ আলির (ফারহান খান) সঙ্গে হিন্দু মেয়ের প্রেম ঠিক মেনে নিতে পারেননি অনেকে। তাই তো সোশ্যাল মিডিয়ায় তুফান উঠেছে ‘বয়কট তুফান’।
পরিচালক হিসেবেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যায়’, ‘ডন’, ‘লক্ষ্য’-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। এরপর ‘রক অন’ ছবিতে অভিনেতা হিসেবে নতুন সফর শুরু হয় তাঁর। গত দুই দশকে বলিউডে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা গেছে ফারহান আখতারকে। আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘তুফান’-এর। এই ছবির কিছু জানা-অজানা।
মিলখা সিং হয়ে দৌড়েছেন ফারহান আখতার, এবার পাওয়া গেল বক্সিং রিংয়ে। আট বছর পর ফের স্পোর্টস ড্রামা নিয়ে হাজির হয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ জুটি ফারহান আখতার ও পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা।
পরিচালক রাকেশ জানালেন, ‘ভাগ মিলখা ভাগ’-এর প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিলেন ফারহানের কাছে, কিন্তু ‘তুফান’-এর ভাবনা ফারহানের। পরিচালক জানালেন, ‘ফারহান ফোনে আমাকে এই ছবির কথা বলে। আর ২০ মিনিটের মধ্যে ছবিটা করব বলে ঠিক করে ফেলি।’
রাকেশ ছবিটা চার বছর আগে বানানোর প্ল্যান করেন। এরপর প্রায় এক বছর বিভিন্ন বক্সারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের কাছ থেকে শুনেছেন কেমন হয় বক্সারদের জীবন। এরপর সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন।
ফারহান বলেন, ‘এটা জীবনের গল্প। সম্পর্কের গল্প, তার ওঠানামা, জীবন-সমাজের সঙ্গে লড়াইয়ের গল্প, নিজের সঙ্গে দ্বন্দ্ব, নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে দ্বন্দ্ব। এমন নয় যে ছবিটা দেখে গ্লাভস পরে বক্সিং রিংয়ে নামতে উৎসাহী করবে আপনাকে, বরং এই ছবির চরিত্রগুলো আপনাকে অনুপ্রেরণা দেবে নিজের পেশায় সেরা হতে।’
ফারহান এই সিনেমার আগে বক্সিং সম্পর্কে কিছুই জানতেন না। প্রস্তুতির জন্য মাসখানেক সময় দৈনিক পাঁচ ঘণ্টা বক্সিং দেখেছেন, তা নিয়ে পড়াশোনা করেছেন।
ছবির জন্য বক্সিং ট্রেনিং নিতে হয়েছে ফারহান আখতারের। তবে বক্সিং শেখার থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল গল্পের স্বার্থে মোটা হওয়া। ফারহান বলেন, ‘ছবিতে একটা অংশ আছে, যেখানে আমাকে একদম আউট অব শেপে দেখানো হয়েছে। সেটাই আমার শরীরের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেখান থেকে ফিট হওয়াও চ্যালেঞ্জের। ফিট থাকলেই আপনি ভালো থাকবেন এবং আপনার আশপাশের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে পারবেন।’
ছবিতে আজিজ আলির (ফারহান খান) সঙ্গে হিন্দু মেয়ের প্রেম ঠিক মেনে নিতে পারেননি অনেকে। তাই তো সোশ্যাল মিডিয়ায় তুফান উঠেছে ‘বয়কট তুফান’।
শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
২ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৩ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৩ ঘণ্টা আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
৪ ঘণ্টা আগে