‘ওয়েলকাম ৩’ ছাড়লেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক
আপডেট : ২২ মে ২০২৪, ১১: ৪৫
Thumbnail image

বছরের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিক্যুয়েল ‘ওয়েলকাম-৩’। আইকনিক কমেডি ছবির তৃতীয় অংশের নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। তারকানির্ভর সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল অভিনেতা সঞ্জয় দত্তের। এবার বলিউড হাঙ্গামার খবর, অব্যবস্থাপনার কারণে সিনেমাটি থেকে সরে গেছেন সঞ্জয়।

বলিউড হাঙ্গামার একটি সূত্র অনুসারে, সিনেমাটি ছেড়ে দেওয়ার প্রধান কারণ হিসেবে শিডিউলের সমস্যাকেই দায়ী করেছেন সঞ্জয় দত্ত। শুটের সঠিক সময় বা তারিখ ঠিক না হওয়ায় অভিনেতার সমস্যা হচ্ছিল, তাই তিনি প্রোজেক্ট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

ইতিমধ্যে অক্ষয়কে সমস্ত বিষয় জানিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি মনে করেন, সিনেমাটির শুটিং অপরিকল্পিত উপায়ে ঘটছে, এর সঙ্গে চিত্রনাট্যেও ঘন ঘন পরিবর্তন এসেছে।

তবে বলিউড হাঙ্গামার সঙ্গে একমত নয় পিঙ্কভিলা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্বাস্থ্যগত কারণে সিনেমাটি ছেড়েছেন সঞ্জয় দত্ত। সিনেমাটিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকায় অভিনেতা রিস্ক নিতে চাননি। তাই তাঁর এই সিদ্ধান্ত।

সঞ্জয় দত্তের এ ফ্র্যাঞ্চাইজিতে যোগদানের ঝলক শেয়ার করে ওয়েলকামের ১৬ বছর উদ্‌যাপন করেছিলেন অক্ষয়‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেঠি, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, রাভিনা ট্যান্ডন ও লারা দত্ত। ছবিটি এ বছরের বড়দিনে মুক্তির কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত