অনলাইন ডেস্ক
বয়স ছাপিয়ে এখনো পর্দা কাঁপিয়ে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ বছর ২ নভেম্বর ৫৯ তম জন্মদিন উদ্যাপন করলেন তিনি। নিজের এই খ্যাতি ধরে রাখতে এখনো নিজের শরীরকে ফিট ও আকর্ষণীয় করে তোলার প্রবল ইচ্ছে ও আগ্রহ রয়েছে তাঁর। আর এ বিষয়ে পরামর্শ চাইলেন এক অনুজের কাছে। সে আর কেউ নয়, টাইগার শ্রফের কাছে।
সম্প্রতি কোনো রকম জড়তা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফের কাছে জানতে চাইলেন সঠিক ব্যায়ামের নিয়মকানুন। যে শাহরুখ দিনে ১০০টা সিগারেট খেতেন, সেই শাহরুখ দূরছাই করেছেন ধূমপানকে। তবে এখানেই আটকে নেই তিনি। নিজেকে ফিট রাখতে ফের রোজ জিম করছেন বলিউড বাদশা। বদলেছেন ডায়েটও।
২ নভেম্বর শাহরুখের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে শুভেচ্ছা জানান জ্যাকি শ্রফের ছেলে অভিনেতা টাইগার শ্রফ। টাইগারকে ধন্যবাদ জানিয়ে, শাহরুখ লিখলেন, ‘আমি আমার পেশির দিকে নজর রেখেছি। খুব শিগগিরই তোমার সঙ্গে যোগাযোগ করব। ব্যায়াম নিয়ে তোমার কাছ থেকে টিপস নিতে হবে।’
প্রসঙ্গত, শাহরুখ খানের জন্মদিন মানেই তার বাড়ি মান্নাতের বাইরে ভক্তদের ঢল। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে ভক্তদের আরাধনা। ৫৯ তম জন্মদিনেও একই দৃশ্য। শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে করোনা মহামারির সময়টা ছাড়া একবারও বাদ পড়েনি!
তবে এবারের জন্মদিনে প্রথা ভেঙেছেন তিনি। মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষা করা ভক্তরা যেন প্রাণ সুধা পান করে স্বস্তি পেলেন। সেই অনুষ্ঠানে তিনি নেচেছেনও।
কিং খানের ওই ফ্যান ক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চিন থেকে মুম্বাই আসেন তাঁর সঙ্গে দেখা করতে। জানা গিয়েছে, এবার মেয়ে সুহানা নাকি বাবার জন্য বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেছেন।
বয়স ছাপিয়ে এখনো পর্দা কাঁপিয়ে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ বছর ২ নভেম্বর ৫৯ তম জন্মদিন উদ্যাপন করলেন তিনি। নিজের এই খ্যাতি ধরে রাখতে এখনো নিজের শরীরকে ফিট ও আকর্ষণীয় করে তোলার প্রবল ইচ্ছে ও আগ্রহ রয়েছে তাঁর। আর এ বিষয়ে পরামর্শ চাইলেন এক অনুজের কাছে। সে আর কেউ নয়, টাইগার শ্রফের কাছে।
সম্প্রতি কোনো রকম জড়তা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফের কাছে জানতে চাইলেন সঠিক ব্যায়ামের নিয়মকানুন। যে শাহরুখ দিনে ১০০টা সিগারেট খেতেন, সেই শাহরুখ দূরছাই করেছেন ধূমপানকে। তবে এখানেই আটকে নেই তিনি। নিজেকে ফিট রাখতে ফের রোজ জিম করছেন বলিউড বাদশা। বদলেছেন ডায়েটও।
২ নভেম্বর শাহরুখের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে শুভেচ্ছা জানান জ্যাকি শ্রফের ছেলে অভিনেতা টাইগার শ্রফ। টাইগারকে ধন্যবাদ জানিয়ে, শাহরুখ লিখলেন, ‘আমি আমার পেশির দিকে নজর রেখেছি। খুব শিগগিরই তোমার সঙ্গে যোগাযোগ করব। ব্যায়াম নিয়ে তোমার কাছ থেকে টিপস নিতে হবে।’
প্রসঙ্গত, শাহরুখ খানের জন্মদিন মানেই তার বাড়ি মান্নাতের বাইরে ভক্তদের ঢল। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে ভক্তদের আরাধনা। ৫৯ তম জন্মদিনেও একই দৃশ্য। শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে করোনা মহামারির সময়টা ছাড়া একবারও বাদ পড়েনি!
তবে এবারের জন্মদিনে প্রথা ভেঙেছেন তিনি। মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষা করা ভক্তরা যেন প্রাণ সুধা পান করে স্বস্তি পেলেন। সেই অনুষ্ঠানে তিনি নেচেছেনও।
কিং খানের ওই ফ্যান ক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চিন থেকে মুম্বাই আসেন তাঁর সঙ্গে দেখা করতে। জানা গিয়েছে, এবার মেয়ে সুহানা নাকি বাবার জন্য বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেছেন।
এবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
৮ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
১০ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
১০ ঘণ্টা আগেরাজধানীর ছয়টি অডিটরিয়ামে ১১ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১০ ঘণ্টা আগে