অনলাইন ডেস্ক
বয়স ছাপিয়ে এখনো পর্দা কাঁপিয়ে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ বছর ২ নভেম্বর ৫৯ তম জন্মদিন উদ্যাপন করলেন তিনি। নিজের এই খ্যাতি ধরে রাখতে এখনো নিজের শরীরকে ফিট ও আকর্ষণীয় করে তোলার প্রবল ইচ্ছে ও আগ্রহ রয়েছে তাঁর। আর এ বিষয়ে পরামর্শ চাইলেন এক অনুজের কাছে। সে আর কেউ নয়, টাইগার শ্রফের কাছে।
সম্প্রতি কোনো রকম জড়তা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফের কাছে জানতে চাইলেন সঠিক ব্যায়ামের নিয়মকানুন। যে শাহরুখ দিনে ১০০টা সিগারেট খেতেন, সেই শাহরুখ দূরছাই করেছেন ধূমপানকে। তবে এখানেই আটকে নেই তিনি। নিজেকে ফিট রাখতে ফের রোজ জিম করছেন বলিউড বাদশা। বদলেছেন ডায়েটও।
২ নভেম্বর শাহরুখের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে শুভেচ্ছা জানান জ্যাকি শ্রফের ছেলে অভিনেতা টাইগার শ্রফ। টাইগারকে ধন্যবাদ জানিয়ে, শাহরুখ লিখলেন, ‘আমি আমার পেশির দিকে নজর রেখেছি। খুব শিগগিরই তোমার সঙ্গে যোগাযোগ করব। ব্যায়াম নিয়ে তোমার কাছ থেকে টিপস নিতে হবে।’
প্রসঙ্গত, শাহরুখ খানের জন্মদিন মানেই তার বাড়ি মান্নাতের বাইরে ভক্তদের ঢল। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে ভক্তদের আরাধনা। ৫৯ তম জন্মদিনেও একই দৃশ্য। শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে করোনা মহামারির সময়টা ছাড়া একবারও বাদ পড়েনি!
তবে এবারের জন্মদিনে প্রথা ভেঙেছেন তিনি। মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষা করা ভক্তরা যেন প্রাণ সুধা পান করে স্বস্তি পেলেন। সেই অনুষ্ঠানে তিনি নেচেছেনও।
কিং খানের ওই ফ্যান ক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চিন থেকে মুম্বাই আসেন তাঁর সঙ্গে দেখা করতে। জানা গিয়েছে, এবার মেয়ে সুহানা নাকি বাবার জন্য বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেছেন।
বয়স ছাপিয়ে এখনো পর্দা কাঁপিয়ে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ বছর ২ নভেম্বর ৫৯ তম জন্মদিন উদ্যাপন করলেন তিনি। নিজের এই খ্যাতি ধরে রাখতে এখনো নিজের শরীরকে ফিট ও আকর্ষণীয় করে তোলার প্রবল ইচ্ছে ও আগ্রহ রয়েছে তাঁর। আর এ বিষয়ে পরামর্শ চাইলেন এক অনুজের কাছে। সে আর কেউ নয়, টাইগার শ্রফের কাছে।
সম্প্রতি কোনো রকম জড়তা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফের কাছে জানতে চাইলেন সঠিক ব্যায়ামের নিয়মকানুন। যে শাহরুখ দিনে ১০০টা সিগারেট খেতেন, সেই শাহরুখ দূরছাই করেছেন ধূমপানকে। তবে এখানেই আটকে নেই তিনি। নিজেকে ফিট রাখতে ফের রোজ জিম করছেন বলিউড বাদশা। বদলেছেন ডায়েটও।
২ নভেম্বর শাহরুখের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে শুভেচ্ছা জানান জ্যাকি শ্রফের ছেলে অভিনেতা টাইগার শ্রফ। টাইগারকে ধন্যবাদ জানিয়ে, শাহরুখ লিখলেন, ‘আমি আমার পেশির দিকে নজর রেখেছি। খুব শিগগিরই তোমার সঙ্গে যোগাযোগ করব। ব্যায়াম নিয়ে তোমার কাছ থেকে টিপস নিতে হবে।’
প্রসঙ্গত, শাহরুখ খানের জন্মদিন মানেই তার বাড়ি মান্নাতের বাইরে ভক্তদের ঢল। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে ভক্তদের আরাধনা। ৫৯ তম জন্মদিনেও একই দৃশ্য। শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে করোনা মহামারির সময়টা ছাড়া একবারও বাদ পড়েনি!
তবে এবারের জন্মদিনে প্রথা ভেঙেছেন তিনি। মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষা করা ভক্তরা যেন প্রাণ সুধা পান করে স্বস্তি পেলেন। সেই অনুষ্ঠানে তিনি নেচেছেনও।
কিং খানের ওই ফ্যান ক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চিন থেকে মুম্বাই আসেন তাঁর সঙ্গে দেখা করতে। জানা গিয়েছে, এবার মেয়ে সুহানা নাকি বাবার জন্য বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেছেন।
তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু। এবার সেলেনা গোমেজকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
১০ ঘণ্টা আগে১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্তি। এ উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। সেই চলচ্চিত্র উৎসবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পৌঁছে গিয়েছিল কাপুর পরিবার।
১১ ঘণ্টা আগেএকের পর এক ‘শনি’ লেগেছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমায়। তাও আবার যে সে ব্যাপার নয়, সিনেমাকে কেন্দ্র করে এবার আরেক মৃত্যুর খবর। এই সিনেমার প্রিমিয়ারে নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর স্মৃতি এখনো টাটকা। এর মধ্যেই এবার অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাগৃহে এই সিনেমা চলাকালীন ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে...
১২ ঘণ্টা আগেপাপিয়া সারোয়ার ১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। ষষ্ঠ শ্রেণিতে ছায়ানটে ভর্তি হওয়ার পর তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে গান শিখতে শুরু করেন। ১৯৬৭ সাল থেকে বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান গাইছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যা
১৩ ঘণ্টা আগে