বিনোদন ডেস্ক
‘পাঠান’ সিনেমার সাফল্য উদ্যাপন শেষ হতে না হতেই এবার অস্কার মঞ্চে ডাক পেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কারের পুরস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় দীপিকা। কয়েক দিন আগেই প্রথম ভারতীয় হিসাবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন তিনি।
আগামী ১২ মার্চ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ী সিনেমাগুলোকে সম্মানিত করতে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে একই কাতারে থাকবেন দীপিকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই তালিকা শেয়ারও করেছেন অভিনেত্রী। এরপরই শুরু হয় শুভেচ্ছাবার্তার জোয়ার। মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপিকার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। এ ছাড়া অভিনন্দন ও প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত থেকে শুরু করে বলিউডের অনেক তারকা।
ভারতীয় হিসাবে দীপিকা পাড়ুকোন এই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়াও গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছরটা ভারতের জন্য অন্য সব বছর থেকে আলাদা। অস্কার দৌড়ে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দুটি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হলো শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তাই এবার ভারতীয়দের আশা অনেকটাই বেশি। দীপিকা যুক্ত হয়ে অনুষ্ঠানের আকর্ষণ ভারতীয়দের কাছে যেন আরও বাড়িয়ে তুললেন।
‘পাঠান’ সিনেমার সাফল্য উদ্যাপন শেষ হতে না হতেই এবার অস্কার মঞ্চে ডাক পেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কারের পুরস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় দীপিকা। কয়েক দিন আগেই প্রথম ভারতীয় হিসাবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন তিনি।
আগামী ১২ মার্চ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ী সিনেমাগুলোকে সম্মানিত করতে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে একই কাতারে থাকবেন দীপিকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই তালিকা শেয়ারও করেছেন অভিনেত্রী। এরপরই শুরু হয় শুভেচ্ছাবার্তার জোয়ার। মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপিকার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। এ ছাড়া অভিনন্দন ও প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত থেকে শুরু করে বলিউডের অনেক তারকা।
ভারতীয় হিসাবে দীপিকা পাড়ুকোন এই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়াও গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছরটা ভারতের জন্য অন্য সব বছর থেকে আলাদা। অস্কার দৌড়ে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দুটি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হলো শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তাই এবার ভারতীয়দের আশা অনেকটাই বেশি। দীপিকা যুক্ত হয়ে অনুষ্ঠানের আকর্ষণ ভারতীয়দের কাছে যেন আরও বাড়িয়ে তুললেন।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৩ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৪ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৭ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৯ ঘণ্টা আগে