বিনোদন ডেস্ক
মুক্তির অপেক্ষায় আছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা গান ও ট্রেলার প্রশংসা কুড়িয়েছে সবার। এতে মুখ্য ভূমিকায় রণবীর থাকলেও ট্রেলারে অল্প সময়ে দেখা দিয়ে নজর কেড়েছেন ববি দেওল। তবে তাঁকে যে লুকে দেখা গেছে, তা পাওয়ার জন্য যথেষ্ট কষ্ট করেছেন ববি। এবার সে কথাই প্রকাশ্যে আনলেন তাঁর ট্রেনার প্রজ্বল শেঠি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে ট্রেনার প্রজ্বল শেঠি জানিয়েছেন, সন্দীপ রেড্ডি ভাঙার এই সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছেন এই অভিনেতা।
‘রেস’ সিনেমার সময় থেকে প্রজ্বল ববিকে ট্রেনিং দিচ্ছেন। ২০১৭ সাল থেকেই তিনি অভিনেতার শরীরচর্চার দিকে নজর রেখেছেন। এবার তিনিই জানালেন, ববি গত চার মাস কোনো মিষ্টি বা চিনি খাননি, সঙ্গে ছেড়েছেন প্রিয় অনেক খাবার।
তিনি আরও জানান, নিজেকে রণবীরের থেকে চওড়া এবং বড় দেখাতে চেয়েছিলেন ববি। এমনটাই পরিচালকের নির্দেশনা ছিল। সেটার জন্য শরীরকে সেভাবেই গড়েন ববি। আর তা করতে গিয়েই অভিনেতার শরীরে ফ্যাটের পরিমাণ কমে গিয়ে হয় মাত্র ১২। আর তাঁর ওজন ৮৫ থেকে ৯০-এর মধ্যেই থেকেছে সে সময়।
ট্রেনার জানান, ববির এই চেষ্টা দেখে মুগ্ধ হয়েছেন ‘অ্যানিমেল’-এর পরিচালক। তাঁর কথায়, ‘পরিচালক ববির দেহের গঠনের বদল দেখে ভীষণ খুশি হয়েছিলেন। উনি আমাকে ফোন করে জানিয়েছিলেন যে আমি দারুণ একটা কাজ করেছি। বর্তমানে ববি স্যার যে প্রশংসা পাচ্ছেন, সেটা দেখেও আমি ভীষণ খুশি।’
উল্লেখ্য, ‘অ্যানিমেল’ রণবীর ও ববির সঙ্গে আরও দেখা যাবে অনিল কাপুর ও ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। আগামী ১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নিয়ে ভারতীয় সেন্সর বোর্ড জানিয়েছে তা কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। ‘এ’ সার্টিফিকেট পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি।
মুক্তির অপেক্ষায় আছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা গান ও ট্রেলার প্রশংসা কুড়িয়েছে সবার। এতে মুখ্য ভূমিকায় রণবীর থাকলেও ট্রেলারে অল্প সময়ে দেখা দিয়ে নজর কেড়েছেন ববি দেওল। তবে তাঁকে যে লুকে দেখা গেছে, তা পাওয়ার জন্য যথেষ্ট কষ্ট করেছেন ববি। এবার সে কথাই প্রকাশ্যে আনলেন তাঁর ট্রেনার প্রজ্বল শেঠি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে ট্রেনার প্রজ্বল শেঠি জানিয়েছেন, সন্দীপ রেড্ডি ভাঙার এই সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছেন এই অভিনেতা।
‘রেস’ সিনেমার সময় থেকে প্রজ্বল ববিকে ট্রেনিং দিচ্ছেন। ২০১৭ সাল থেকেই তিনি অভিনেতার শরীরচর্চার দিকে নজর রেখেছেন। এবার তিনিই জানালেন, ববি গত চার মাস কোনো মিষ্টি বা চিনি খাননি, সঙ্গে ছেড়েছেন প্রিয় অনেক খাবার।
তিনি আরও জানান, নিজেকে রণবীরের থেকে চওড়া এবং বড় দেখাতে চেয়েছিলেন ববি। এমনটাই পরিচালকের নির্দেশনা ছিল। সেটার জন্য শরীরকে সেভাবেই গড়েন ববি। আর তা করতে গিয়েই অভিনেতার শরীরে ফ্যাটের পরিমাণ কমে গিয়ে হয় মাত্র ১২। আর তাঁর ওজন ৮৫ থেকে ৯০-এর মধ্যেই থেকেছে সে সময়।
ট্রেনার জানান, ববির এই চেষ্টা দেখে মুগ্ধ হয়েছেন ‘অ্যানিমেল’-এর পরিচালক। তাঁর কথায়, ‘পরিচালক ববির দেহের গঠনের বদল দেখে ভীষণ খুশি হয়েছিলেন। উনি আমাকে ফোন করে জানিয়েছিলেন যে আমি দারুণ একটা কাজ করেছি। বর্তমানে ববি স্যার যে প্রশংসা পাচ্ছেন, সেটা দেখেও আমি ভীষণ খুশি।’
উল্লেখ্য, ‘অ্যানিমেল’ রণবীর ও ববির সঙ্গে আরও দেখা যাবে অনিল কাপুর ও ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। আগামী ১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নিয়ে ভারতীয় সেন্সর বোর্ড জানিয়েছে তা কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। ‘এ’ সার্টিফিকেট পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি।
ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৩৩ মিনিট আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৩৬ মিনিট আগেদীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বেতন না পেয়ে প্রায়ই আন্দোলন করতে দেখা যায় এফডিসির কর্মচারীদের। এফডিসিকে আবারও চাঙা করতে সম্প্রতি কমানো হয়েছে শুটিং ফ্লোর ও যন্ত্রপাতির ভাড়া। এবার নজর দেওয়া হচ্ছে এফডিসির পাওনা টাকা আদায়ে। গতকাল নবনিযুক্ত ব্যবস্থাপনা...
৪১ মিনিট আগে‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’—বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরোনো রোমান্টিক...
১ ঘণ্টা আগে