ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্ক ভাঙন, মুখ খুললেন নিমরত

অনলাইন ডেস্ক    
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৪: ১১
Thumbnail image
ফাইল ছবি

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতিকে ঘিরে গুঞ্জন যেন কাটছেই না। ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হচ্ছেন নিমরত। যদিও দীর্ঘ চর্চায় মুখে কুলুপ এঁটে ছিলেন তাঁরা। অবশেষে সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে মুখ খুললেন নিমরত।

সংবাদমাধ্যমের কাছে নিমরত বলেন, ‘আমি যা-ই করি মানুষ তাদের ইচ্ছে মতো মন্তব্য করবেই।’ তাঁর ও অভিষেক বচ্চনের প্রেমের গুঞ্জন নিয়ে নিমরত বলেন, ‘এমন কোনো গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি।’

ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে নিমরত কথা বললেও তাঁর বিরুদ্ধে চলা ট্রোলিং নিয়েও মন্তব্য করেননি। এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত বলে সাফ জানান এই অভিনেত্রী।  

২০২২ সালে মুক্তি পায় অভিষেক ও নিমরতের অভিনীত সিনেমা ‘দসভি’। ওই সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিয়ে নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় নিমরতকে।  

সেই সাক্ষাৎকারে বিয়ে ও দাম্পত্যের প্রসঙ্গ উঠলে সঞ্চালক জানান, তাঁর (অভিষেকের) দাম্পত্যের মেয়াদ দীর্ঘ। এ কথায় অবাক হন নিমরত। মশকরা করে বলে ফেলেন, ‘এত দিন কোনো বিয়ে টেকেই না।’ নিমরতের মন্তব্যে হেসে ওঠেন অভিষেক। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ।’

সিনেমার প্রমোশনের সময় অন্য এক সাক্ষাৎকারে অভিষেক জানান তিনি আউটডোর শুটিংয়ে গেলে হোটেলে বেশির ভাগ সময় না খেয়ে থাকেন। অভিষেক বলেন, আমি আসলে লজ্জা পাই। তবে কিছু খেয়েছি কি না ঐশ্বরিয়া জানতে চাইলে বলি, ’ না খাইনি। তখন ওকে ফোন করে খাবার অর্ডার করতে হয়।’  

ওই সাক্ষাৎকারের সময় অভিষেক সঙ্গে নিমরতও উপস্থিত ছিলেন। অভিষেকের বক্তব্য শুনে নিমরত বলেন, ‘কী মিষ্টি! সৌভাগ্যবান মানুষ।’  

প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া ও অভিষেকের। ২০০৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিং এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরত। যদিও এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত