বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল অনেক দিন ধরেই পর্দায় অনিয়মিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। এবার এক প্রযোজকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, জারি হয়েছে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আমিশাকে সমন পাঠালেও তিনি আদালতে এত দিন হাজির হননি।
আমিশা প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ করেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তাঁর অভিযোগ, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ শিরোনামে একটি সিনেমার জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রযোজকের দাবি, তিনি সিনেমাটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২.৫ কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।
আমিশা প্রযোজককে জানিয়েছিলেন, সিনেমাটি শেষ হওয়ার পর সুদ-আসলে সব ফেরত দেবেন। তবে ২০১৮ সালে তাকে ২.৫ কোটি রুপি ও ৫০ লাখ রুপির দুটি চেক দিলেও তা বাউন্স হয়। এ ঘটনার পরই আমিশা ও তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা দায়ের করেছেন প্রযোজক অজয় কুমার সিং।
তবে এ বিষয়ে আমিশা প্যাটেল কিংবা তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল অনেক দিন ধরেই পর্দায় অনিয়মিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। এবার এক প্রযোজকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, জারি হয়েছে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আমিশাকে সমন পাঠালেও তিনি আদালতে এত দিন হাজির হননি।
আমিশা প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ করেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তাঁর অভিযোগ, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ শিরোনামে একটি সিনেমার জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রযোজকের দাবি, তিনি সিনেমাটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২.৫ কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।
আমিশা প্রযোজককে জানিয়েছিলেন, সিনেমাটি শেষ হওয়ার পর সুদ-আসলে সব ফেরত দেবেন। তবে ২০১৮ সালে তাকে ২.৫ কোটি রুপি ও ৫০ লাখ রুপির দুটি চেক দিলেও তা বাউন্স হয়। এ ঘটনার পরই আমিশা ও তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা দায়ের করেছেন প্রযোজক অজয় কুমার সিং।
তবে এ বিষয়ে আমিশা প্যাটেল কিংবা তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
৫ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
৫ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৬ ঘণ্টা আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
৬ ঘণ্টা আগে