বিনোদন ডেস্ক
‘দিল চাহতা হ্যায়’ ছবি মুক্তির ২০ বছর পূর্তির দিনই বড় ঘোষণা দিলেন ফারহান আখতার। ১০ বছর পর পরিচালনায় ফিরেছেন ক্যারিয়ারের পঞ্চম ছবি নিয়ে, ঘোষণাতেই চমকে দিলেন সবাইকে! এক ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ছবির নাম ‘জি লে জারা’। ছবির নায়ক চূড়ান্ত না হলেও চিত্রনাট্য এগিয়েছে অনেকদুর। চিত্রনাট্য লিখছেন জয়া আখতার, রিমা কাগতি ও ফারহান আখতার। ছবিটি প্রযোজনাও করছেন এই তিনজন, সঙ্গে আরও যোগ দিয়েছেন রীতেশ সিধওয়ানি।
‘লাক বাই চান্স’ কিংবা ‘গাল্লি বয়’-এর মতো ছবির পরিচালক জয়া। অন্যদিকে ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘তালাশ’, ‘গোল্ড’ ছবির পরিচালক রিমা। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘বোম্বে টকিজ’, ‘দিল ধারকানে দো’র মতো ছবির গল্পও লিখেছেন রিমা। প্রত্যেকেই নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে বলিউডে এ বছরের সবচেয়ে বড় ছবির ঘোষণাই দিলেন ফারহান। ছবিটি ২০২৩ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।
প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া এক ছবিতে মানেই বাড়তি আকর্ষণ। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনেতা ও প্রযোজক হিসেবে কাজ করেছেন ফারহান। অন্যদিকে ক্যাটরিনা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’তে তাঁর প্রযোজনায় অভিনয় করেছেন। জয়া আখতার পরিচালিত সে ছবিও ছিল রোড মুভি। জয়ার পরিচালনায় ‘গাল্লি বয়’ ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। সে ছবিরও অন্যতম প্রযোজক ছিলেন ফারহান। অর্থাৎ তিন নায়িকাই পরিচালক-প্রযোজকদের বেশ কাছের।
এদিকে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের পরিকল্পনা নাকি বেশ এগিয়েছে। তাতে দুই নায়িকার বন্ধুত্বে ভাঙন ধরেনি বলেই মনে হচ্ছে। কারণ ২০২২ সাল থেকে ‘জি লে জারা’র শুটিং করার সম্মতি জানিয়েছেন দুজনেই।
২০০১ সালে বলিউডে মুক্তি পেয়েছিল ফারহান আখতারের পরিচালনায় ‘দিল চাহতা হ্যায়’। বলিউডে ইতিহাস তৈরি করেছিল সেই ছবি। আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্নার বন্ধুত্বের গল্প মন ছুঁয়েছিল ছবিপ্রেমীদের। দেখতে দেখতে দুই দশক পার। ২০ বছর পূর্তি হলো ফারহান আখতার পরিচালিত এই ছবির। সেই ছবির ২০ বছর পূর্তিতেই নতুন ছবির ঘোষণা দিলেন তিনি।
এই আগস্ট মাসটা নাকি ফারহান আখতারের কাছে আরও একটি কারণে স্পেশাল। তাঁর মেয়ে শাক্য আখতারের জন্মদিন এই মাসে। ৭ আগস্ট, ২১ বছরে পা দিলেন শাক্য। ফারহান আখতার ও তাঁর সাবেক স্ত্রী অধূনা ভবানীর সন্তান শাক্য আখতার।
‘দিল চাহতা হ্যায়’ ছবি মুক্তির ২০ বছর পূর্তির দিনই বড় ঘোষণা দিলেন ফারহান আখতার। ১০ বছর পর পরিচালনায় ফিরেছেন ক্যারিয়ারের পঞ্চম ছবি নিয়ে, ঘোষণাতেই চমকে দিলেন সবাইকে! এক ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ছবির নাম ‘জি লে জারা’। ছবির নায়ক চূড়ান্ত না হলেও চিত্রনাট্য এগিয়েছে অনেকদুর। চিত্রনাট্য লিখছেন জয়া আখতার, রিমা কাগতি ও ফারহান আখতার। ছবিটি প্রযোজনাও করছেন এই তিনজন, সঙ্গে আরও যোগ দিয়েছেন রীতেশ সিধওয়ানি।
‘লাক বাই চান্স’ কিংবা ‘গাল্লি বয়’-এর মতো ছবির পরিচালক জয়া। অন্যদিকে ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘তালাশ’, ‘গোল্ড’ ছবির পরিচালক রিমা। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘বোম্বে টকিজ’, ‘দিল ধারকানে দো’র মতো ছবির গল্পও লিখেছেন রিমা। প্রত্যেকেই নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে বলিউডে এ বছরের সবচেয়ে বড় ছবির ঘোষণাই দিলেন ফারহান। ছবিটি ২০২৩ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।
প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া এক ছবিতে মানেই বাড়তি আকর্ষণ। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনেতা ও প্রযোজক হিসেবে কাজ করেছেন ফারহান। অন্যদিকে ক্যাটরিনা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’তে তাঁর প্রযোজনায় অভিনয় করেছেন। জয়া আখতার পরিচালিত সে ছবিও ছিল রোড মুভি। জয়ার পরিচালনায় ‘গাল্লি বয়’ ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। সে ছবিরও অন্যতম প্রযোজক ছিলেন ফারহান। অর্থাৎ তিন নায়িকাই পরিচালক-প্রযোজকদের বেশ কাছের।
এদিকে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের পরিকল্পনা নাকি বেশ এগিয়েছে। তাতে দুই নায়িকার বন্ধুত্বে ভাঙন ধরেনি বলেই মনে হচ্ছে। কারণ ২০২২ সাল থেকে ‘জি লে জারা’র শুটিং করার সম্মতি জানিয়েছেন দুজনেই।
২০০১ সালে বলিউডে মুক্তি পেয়েছিল ফারহান আখতারের পরিচালনায় ‘দিল চাহতা হ্যায়’। বলিউডে ইতিহাস তৈরি করেছিল সেই ছবি। আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্নার বন্ধুত্বের গল্প মন ছুঁয়েছিল ছবিপ্রেমীদের। দেখতে দেখতে দুই দশক পার। ২০ বছর পূর্তি হলো ফারহান আখতার পরিচালিত এই ছবির। সেই ছবির ২০ বছর পূর্তিতেই নতুন ছবির ঘোষণা দিলেন তিনি।
এই আগস্ট মাসটা নাকি ফারহান আখতারের কাছে আরও একটি কারণে স্পেশাল। তাঁর মেয়ে শাক্য আখতারের জন্মদিন এই মাসে। ৭ আগস্ট, ২১ বছরে পা দিলেন শাক্য। ফারহান আখতার ও তাঁর সাবেক স্ত্রী অধূনা ভবানীর সন্তান শাক্য আখতার।
শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
২ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৩ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৩ ঘণ্টা আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
৪ ঘণ্টা আগে