বিনোদন প্রতিবেদক
আল্লু অর্জুনের নতুন ছবি ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। ভারতের সবগুলো অঞ্চলে সমানতালে ব্যবসায়িক সফলতা পাচ্ছে এই ছবি। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি কলকাতায়ও নাকি ব্যবসাসফল হচ্ছে। আর তা নিয়ে কলকাতা সিনেমা সংশ্লিষ্টরা চিন্তিত, নতুন প্রতিযোগি কি আসলো তাদের উঠানে!
শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই নতুন ছবি। বক্স অফিসের হিসেব বলছে, প্রথম দিনেই বিশ্বজুড়ে ৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনি।
মুক্তির দিনে কলকাতায় কতটা শোরগোল ফেলল ‘পুষ্পা: দ্য রাইজ’? ছবির টিকিট কাটার অ্যাপ ‘বুক মাই শো’র হিসেব বলছে প্রথম দিনেই ৮৪ শতাংশ দর্শকের পছন্দের তালিকায় রয়েছে আল্লু অর্জুনের ছবি। কলকাতায় ৩০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি।
বলা হচ্ছে ‘বাহুবলী’র পরে ফের দক্ষিণের ছবি কলকাতায় এতটা মাত করেছে। ‘স্পাইডার: ম্যান নো ওয়ে হোম’-এর সঙ্গে এক দিনে মুক্তি পেয়েছে ‘পুষ্পা দ্য রাইজ’। তার পরেও কলকাতায় ছবিটি এ ভাবে আধিপত্য বিস্তার করবে, ভাবতে পারেননি কোনও হল মালিক। কলকাতায় এই ছবির জন্য আলাদা কোনো প্রচারণাও ছিলো না। তবু প্রথমদিনে ভালো ব্যবসা করেছেন। কলকাতায় শহরে আলোচনায় এখন এই ছবি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হল মালিকরা আশা করছে আরও হল বাড়বে এই ছবির। দর্শক সংখ্যা ক্রমশ বাড়বে।
তবে দক্ষিণী ছবির এই দৌড়াত্নে ভয় পাচ্ছেন না পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘সিনেমার কোনও ভাষা হয় না। পশ্চিমবঙ্গের বাইরেও ‘বেলাশেষে’, ‘পোস্ত’ তুমুল জনপ্রিয় হয়েছিল। আসলে বর্তমান ভারতে আঞ্চলিক বলে আর কিছু হয় না। আল্লু অর্জুনকে এই মুহূর্তে আমি ভারতের সেরা স্টাইলিশ তারকা বলে মনে করি। এ ছাড়াও ওই ছবিতে রাশ্মিকা মান্দনা, ফাহাদ ফসিল, সামান্থা প্রভুর মতো অভিনেতারা রয়েছেন। এখন তাঁরা প্রত্যেকের পুরো ভারতে ফ্যান ফলোয়ার আছে। তাঁদের দেখতে মানুষ নিশ্চয়ই আসবেন। আর সব শেষে বলব ছবির গল্পের কথা। সেটা ভাল হলে, ছবি যে ভাষারই হোক, মানুষ তা পছন্দ করবেন।’
আল্লু অর্জুনের নতুন ছবি ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। ভারতের সবগুলো অঞ্চলে সমানতালে ব্যবসায়িক সফলতা পাচ্ছে এই ছবি। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি কলকাতায়ও নাকি ব্যবসাসফল হচ্ছে। আর তা নিয়ে কলকাতা সিনেমা সংশ্লিষ্টরা চিন্তিত, নতুন প্রতিযোগি কি আসলো তাদের উঠানে!
শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই নতুন ছবি। বক্স অফিসের হিসেব বলছে, প্রথম দিনেই বিশ্বজুড়ে ৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনি।
মুক্তির দিনে কলকাতায় কতটা শোরগোল ফেলল ‘পুষ্পা: দ্য রাইজ’? ছবির টিকিট কাটার অ্যাপ ‘বুক মাই শো’র হিসেব বলছে প্রথম দিনেই ৮৪ শতাংশ দর্শকের পছন্দের তালিকায় রয়েছে আল্লু অর্জুনের ছবি। কলকাতায় ৩০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি।
বলা হচ্ছে ‘বাহুবলী’র পরে ফের দক্ষিণের ছবি কলকাতায় এতটা মাত করেছে। ‘স্পাইডার: ম্যান নো ওয়ে হোম’-এর সঙ্গে এক দিনে মুক্তি পেয়েছে ‘পুষ্পা দ্য রাইজ’। তার পরেও কলকাতায় ছবিটি এ ভাবে আধিপত্য বিস্তার করবে, ভাবতে পারেননি কোনও হল মালিক। কলকাতায় এই ছবির জন্য আলাদা কোনো প্রচারণাও ছিলো না। তবু প্রথমদিনে ভালো ব্যবসা করেছেন। কলকাতায় শহরে আলোচনায় এখন এই ছবি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হল মালিকরা আশা করছে আরও হল বাড়বে এই ছবির। দর্শক সংখ্যা ক্রমশ বাড়বে।
তবে দক্ষিণী ছবির এই দৌড়াত্নে ভয় পাচ্ছেন না পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘সিনেমার কোনও ভাষা হয় না। পশ্চিমবঙ্গের বাইরেও ‘বেলাশেষে’, ‘পোস্ত’ তুমুল জনপ্রিয় হয়েছিল। আসলে বর্তমান ভারতে আঞ্চলিক বলে আর কিছু হয় না। আল্লু অর্জুনকে এই মুহূর্তে আমি ভারতের সেরা স্টাইলিশ তারকা বলে মনে করি। এ ছাড়াও ওই ছবিতে রাশ্মিকা মান্দনা, ফাহাদ ফসিল, সামান্থা প্রভুর মতো অভিনেতারা রয়েছেন। এখন তাঁরা প্রত্যেকের পুরো ভারতে ফ্যান ফলোয়ার আছে। তাঁদের দেখতে মানুষ নিশ্চয়ই আসবেন। আর সব শেষে বলব ছবির গল্পের কথা। সেটা ভাল হলে, ছবি যে ভাষারই হোক, মানুষ তা পছন্দ করবেন।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৪ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৮ ঘণ্টা আগে