Ajker Patrika

উল্টো মাস্ক পরে হাসির খোরাক সালমান খান

অনলাইন ডেস্ক
উল্টো মাস্ক পরে হাসির খোরাক সালমান খান

রাশিয়া এবং তুরস্কে ‘টাইগার ৩’ ছবির কাজ সেরে দেশে ফিরেছেন বলিউড তারকা সালমান খান। যথারীতি মুম্বাই বিমানবন্দরে তাঁকে একঝলক দেখতে ও ছবি তুলতে অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু একি! সালমান খান মাস্ক পরেছেন উল্টো! বিষয়টি হাসির খোরাক হয়ে উঠছে অনুরাগী, ভক্তদের কাছে। কেউ কেউ নাকি ব্যঙ্গ করে বলেছেন, মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক।

উল্টো মাস্ক পড়ার ছবি ও একটি ভিডিও parulkhanna 01 একটি ইনস্টাগ্রামে আইডিতে দেখা যায়। এ ছাড়া ভারতীয় একটি গণমাধ্যমের সংবাদ হয়ে ওঠে বিষয়টি। 
কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান খান। মাথায় টুপি। মুখে পরেছিলেন কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তাঁর নামের প্রথম অক্ষর দুটি ‘এস কে’। কিন্তু তিনি মাস্কটি উল্টো পরার ফলে সেই অক্ষর দুটিও উল্টো দেখাচ্ছিল।

মুম্বাই বিমানবন্দরে উল্টো মাস্ক পরে বলিউড তারকা সালমান খানসেই অবস্থাতেই চিত্রগ্রাহকদের ক্যামেরায় দৃশ্যবন্দী হন এই বলিউড তারকা।  এ দৃশ্য দেখে হাসি চেপে রাখতে পারলেন না তাঁর একনিষ্ঠ অনুরাগীরাও। কেউ কেউ ব্যঙ্গ করেছেন, কেউ তাঁকে ঠিক করে মাস্ক পরার উপদেশ দিয়েছেন। জানা গেছে, ‘বিগ বস’-এর পনেরোতম পর্যায় সঞ্চালনার দায়িত্ব তাঁরই কাঁধে। শিঘ্রই শুরু হবে এই শো তাই দেশে ফিরে এসেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত