বিনোদন ডেস্ক
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান আছেন বেশ বিপাকে। কিছুদিন আগেই ভারতের পুণেতে মাঝপথে তাঁর কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনলেন দিল্লির শিল্পী উস্তাদ ওয়াসিফুদ্দিন থাগর। ওয়াসিফুদ্দিনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওয়াসিফুদ্দিনের বাবা-চাচার সুর নকল করেছেন এ আর রহমান।
সম্প্রতি মুক্তি পাওয়া ঐশ্বরিয়া রায় অভিনীত ‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমার সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন এ আর রহমান। সিনেমার ‘বীরা রাজা বীরা’ গানের সুর নিয়ে অভিযোগ ওয়াসিফুদ্দিনের। তিনি জানান, এই গানের সুর তাঁর চাচা ওস্তাদ জহিরুদ্দিন ডাগর ও বাবা ওস্তাদ ফইয়াজউদ্দিন ডাগরের। বছরের পর বছর ধরে তাঁরা সুরটি করেছিলেন। শুধু পরিবর্তন আনা হয়েছে গানের পরিবেশনে।
তবে তার এই অভিযোগের জবাব দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজ। তাদের আইনজীবীরা জানিয়েছেন, ওয়াসিফুদ্দিনের করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তিনি সস্তা প্রচার ও টাকার জন্য এ ধরনের অপপ্রচার করছেন। তাঁরা আরও জানান, ‘বীরা বীরা’ গানটি ত্রয়োদশ শতাব্দীর নারায়ণ পণ্ডিতাচারিয়ানের কম্পোজিশন থেকে নেওয়া হয়েছে।
গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে মণি রত্নম পরিচালিত ‘পন্নিয়িন সেলভান ২ ’। মুক্তির পর এ পর্যন্ত সিনেমাটি ঘরে তুলেছে প্রায় ২৫০ কোটি রুপিরও বেশি। ‘পন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যখন শাসক পরিবারে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ভাঙন দেখা দেয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণসহ আরও অনেকে।
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান আছেন বেশ বিপাকে। কিছুদিন আগেই ভারতের পুণেতে মাঝপথে তাঁর কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনলেন দিল্লির শিল্পী উস্তাদ ওয়াসিফুদ্দিন থাগর। ওয়াসিফুদ্দিনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওয়াসিফুদ্দিনের বাবা-চাচার সুর নকল করেছেন এ আর রহমান।
সম্প্রতি মুক্তি পাওয়া ঐশ্বরিয়া রায় অভিনীত ‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমার সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন এ আর রহমান। সিনেমার ‘বীরা রাজা বীরা’ গানের সুর নিয়ে অভিযোগ ওয়াসিফুদ্দিনের। তিনি জানান, এই গানের সুর তাঁর চাচা ওস্তাদ জহিরুদ্দিন ডাগর ও বাবা ওস্তাদ ফইয়াজউদ্দিন ডাগরের। বছরের পর বছর ধরে তাঁরা সুরটি করেছিলেন। শুধু পরিবর্তন আনা হয়েছে গানের পরিবেশনে।
তবে তার এই অভিযোগের জবাব দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজ। তাদের আইনজীবীরা জানিয়েছেন, ওয়াসিফুদ্দিনের করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তিনি সস্তা প্রচার ও টাকার জন্য এ ধরনের অপপ্রচার করছেন। তাঁরা আরও জানান, ‘বীরা বীরা’ গানটি ত্রয়োদশ শতাব্দীর নারায়ণ পণ্ডিতাচারিয়ানের কম্পোজিশন থেকে নেওয়া হয়েছে।
গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে মণি রত্নম পরিচালিত ‘পন্নিয়িন সেলভান ২ ’। মুক্তির পর এ পর্যন্ত সিনেমাটি ঘরে তুলেছে প্রায় ২৫০ কোটি রুপিরও বেশি। ‘পন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যখন শাসক পরিবারে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ভাঙন দেখা দেয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণসহ আরও অনেকে।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৪ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৫ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৯ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৯ ঘণ্টা আগে