বিনোদন ডেস্ক
বিতর্কে ভারতের দক্ষিণী অভিনেতা সূরিয়ার ‘জয় ভীম’। ছবির নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছে ‘ভন্নিয়ার সঙ্গম’ নামে একটি সংগঠন। ভারতের তামিলনাড়ু ও পদুচেরিতে ভন্নিয়ার সম্প্রদায়ের বসবাস। নোটিশে বলা হয়েছে, ছবিতে সব চরিত্রই আসল রাখা হয়েছে। অথচ বদল হয়েছে খল চরিত্রের নাম। বাস্তবে পুলিশ হেফাজতে বন্দিমৃত্যুর ঘটনায় পুলিশের সাব ইন্সপেক্টরের নাম ছিল অ্যান্থনিসামি। যিনি একজন খ্রিষ্টান। অথচ ছবিতে ইচ্ছাকৃতভাবে খল চরিত্রের নাম দেওয়া হয়েছে গুরুমূর্তি।
ভন্নিয়ার সঙ্গমের দাবি, অসৎ উদ্দেশ্যে ভন্নিয়ার সম্প্রদায়ের গুরুমূর্তিকে খলনায়ক করা হয়েছে ছবিতে। ইচ্ছাকৃতভাবে ভন্নিয়ার সম্প্রদায়ের নানা প্রতীক দেখানো হয়েছে। এতে কালিমালিপ্ত হয়েছে সম্প্রদায়ের ভাবমূর্তি। নির্যাতিতের মৃত্যু বোঝাতে খল চরিত্রের বাড়ির একটি ক্যালেন্ডার দেখানো হয়েছে। ওই ক্যালেন্ডারে ভন্নিয়ার সঙ্গমের প্রতীক ‘পবিত্র পাত্রে জ্বলন্ত আগুন’ আঁকা ছিল। এটা স্বাভাবিক, অনিচ্ছাকৃত ভুল বা কাকতালীয় হতে পারে না। পাশাপাশি একাধিক দৃশ্য ও সংলাপ রয়েছে যেগুলি বোঝাচ্ছে পিছিয়ে পড়া শ্রেণির মানুষের ওপর অত্যাচার করে ভন্নিয়ার সম্প্রদায়।
নোটিশে এ-ও বলা হয়েছে, বাক্স্বাধীনতার নামে একটা সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে অপমানিত করা হয়েছে। এর ফলে ভন্নিয়ার ও অন্য সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক অস্থিরতা দেখা যেতে পারে। সংগঠনের দাবি, যখন সমাজের নানা ঘটনায় আওয়াজ তুলছে ভন্নিয়ার সম্প্রদায় তখন ইচ্ছাকৃতভাবে ছবিতে তাদের নেতিবাচক ছবি তুলে ধরা হয়েছে।
ছবির নায়ক সূরিয়া ও পরিচালককে আপত্তিকর দৃশ্য সরিয়ে নেওয়ার দাবি করেছে ভন্নিয়ার সঙ্গম। তাদের দাবি, ভন্নিয়ার সম্প্রদায়ের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নোটিশপ্রাপ্তির ৭ দিনের মধ্যে ৫ কোটি টাকা ক্ষতিপূরণও চেয়েছে তারা।
‘জয় ভীম’ ছবিটি প্রশংসিত হয়েছে সর্বত্র। কিন্তু একই সঙ্গে সৃষ্টি হয়েছে বিতর্কও। ছবির সঙ্গে বাস্তব ঘটনার সব নাম অপরিবর্তিত থাকলেও ভিলেনের নাম কেন বদল হয়েছে, সেই প্রশ্ন উঠেছে। এ নিয়ে আপত্তি তুলেছেন ভন্নিয়ার সম্প্রদায়ভুক্ত রাজ্যসভার সাংসদ অনবুমানি রামাডোসও। ছবির নায়ক সূরিয়া জবাব দিয়েছিলেন, ভন্নিয়ার সম্প্রদায়-সংক্রান্ত চিহ্ন ডিজিটালি ছবি থেকে মুছে দেওয়া হয়েছে। এটা ইচ্ছাকৃত কোনো বিষয় ছিলো না। কাউকে হেয় করার জন্য এই ছবি তৈরি হয়নি। সত্য ঘটনার নির্মমতাই বোঝাতে চেয়েছেন পরিচালক।
বিতর্কে ভারতের দক্ষিণী অভিনেতা সূরিয়ার ‘জয় ভীম’। ছবির নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছে ‘ভন্নিয়ার সঙ্গম’ নামে একটি সংগঠন। ভারতের তামিলনাড়ু ও পদুচেরিতে ভন্নিয়ার সম্প্রদায়ের বসবাস। নোটিশে বলা হয়েছে, ছবিতে সব চরিত্রই আসল রাখা হয়েছে। অথচ বদল হয়েছে খল চরিত্রের নাম। বাস্তবে পুলিশ হেফাজতে বন্দিমৃত্যুর ঘটনায় পুলিশের সাব ইন্সপেক্টরের নাম ছিল অ্যান্থনিসামি। যিনি একজন খ্রিষ্টান। অথচ ছবিতে ইচ্ছাকৃতভাবে খল চরিত্রের নাম দেওয়া হয়েছে গুরুমূর্তি।
ভন্নিয়ার সঙ্গমের দাবি, অসৎ উদ্দেশ্যে ভন্নিয়ার সম্প্রদায়ের গুরুমূর্তিকে খলনায়ক করা হয়েছে ছবিতে। ইচ্ছাকৃতভাবে ভন্নিয়ার সম্প্রদায়ের নানা প্রতীক দেখানো হয়েছে। এতে কালিমালিপ্ত হয়েছে সম্প্রদায়ের ভাবমূর্তি। নির্যাতিতের মৃত্যু বোঝাতে খল চরিত্রের বাড়ির একটি ক্যালেন্ডার দেখানো হয়েছে। ওই ক্যালেন্ডারে ভন্নিয়ার সঙ্গমের প্রতীক ‘পবিত্র পাত্রে জ্বলন্ত আগুন’ আঁকা ছিল। এটা স্বাভাবিক, অনিচ্ছাকৃত ভুল বা কাকতালীয় হতে পারে না। পাশাপাশি একাধিক দৃশ্য ও সংলাপ রয়েছে যেগুলি বোঝাচ্ছে পিছিয়ে পড়া শ্রেণির মানুষের ওপর অত্যাচার করে ভন্নিয়ার সম্প্রদায়।
নোটিশে এ-ও বলা হয়েছে, বাক্স্বাধীনতার নামে একটা সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে অপমানিত করা হয়েছে। এর ফলে ভন্নিয়ার ও অন্য সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক অস্থিরতা দেখা যেতে পারে। সংগঠনের দাবি, যখন সমাজের নানা ঘটনায় আওয়াজ তুলছে ভন্নিয়ার সম্প্রদায় তখন ইচ্ছাকৃতভাবে ছবিতে তাদের নেতিবাচক ছবি তুলে ধরা হয়েছে।
ছবির নায়ক সূরিয়া ও পরিচালককে আপত্তিকর দৃশ্য সরিয়ে নেওয়ার দাবি করেছে ভন্নিয়ার সঙ্গম। তাদের দাবি, ভন্নিয়ার সম্প্রদায়ের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নোটিশপ্রাপ্তির ৭ দিনের মধ্যে ৫ কোটি টাকা ক্ষতিপূরণও চেয়েছে তারা।
‘জয় ভীম’ ছবিটি প্রশংসিত হয়েছে সর্বত্র। কিন্তু একই সঙ্গে সৃষ্টি হয়েছে বিতর্কও। ছবির সঙ্গে বাস্তব ঘটনার সব নাম অপরিবর্তিত থাকলেও ভিলেনের নাম কেন বদল হয়েছে, সেই প্রশ্ন উঠেছে। এ নিয়ে আপত্তি তুলেছেন ভন্নিয়ার সম্প্রদায়ভুক্ত রাজ্যসভার সাংসদ অনবুমানি রামাডোসও। ছবির নায়ক সূরিয়া জবাব দিয়েছিলেন, ভন্নিয়ার সম্প্রদায়-সংক্রান্ত চিহ্ন ডিজিটালি ছবি থেকে মুছে দেওয়া হয়েছে। এটা ইচ্ছাকৃত কোনো বিষয় ছিলো না। কাউকে হেয় করার জন্য এই ছবি তৈরি হয়নি। সত্য ঘটনার নির্মমতাই বোঝাতে চেয়েছেন পরিচালক।
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
৩ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
৩ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৪ ঘণ্টা আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
৪ ঘণ্টা আগে