বিনোদন ডেস্ক
গত বছর ঘোষণা দেওয়া হয়েছিল সুরিয়া অভিনীত ও সিরুথাই শিবা পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি দক্ষিণী সিনেমার। প্রাথমিকভাবে এটির নাম রাখা হয়েছিল ‘সুরিয়া ৪২’। অবশেষে নাম চূড়ান্ত হলো আসন্ন বিগ বাজেটের এই সিনেমাটির। আজ রোববার গ্রিন স্টুডিওর টুইটারে আসন্ন সিনেমাটির একটি মোশন টিজার প্রকাশের মাধ্যমে জানানো হয় সিনেমাটির নাম ‘কানগুভা’। শুধু তাই নয়, আসন্ন সর্বশেষ আপডেট অনুযায়ী সিনেমাটি টুডি ও থ্রিডি সংস্করণে মোট ১০টি ভাষায় মুক্তি পাবে।
ক্যারিয়ারের ৪২তম সিনেমায় তামিল পরিচালক শিবার সঙ্গে জুটি বেঁধেছেন তামিল তারকা সুরিয়া। করোনাকালের পরে ‘সোররাই পতরু’ এবং ‘জয় ভীম’-এর মতো আলোড়ন সৃষ্টিকারী সিনেমায় অভিনয় করেছেন তিনি।
দুর্দান্ত কিছু গান কানগুভা-র অন্যতম আকর্ষণ হতে চলেছে। কারণ, সিনেমাটির গানে সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। যিনি দক্ষিণী মিউজিক ইন্ডাস্ট্রিতে ডিএসপি নামেই খ্যাত।২০২৪সালের শুরুর দিকেই ‘কানগুভা’ মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে।
সিনেমাটি এখন পর্যন্ত সুরিয়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রযোজনার একটি হতে চলেছে। গত বছরের আগস্ট থেকে শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। সুরিয়ার বিপরীতে যেখানে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। এ ছাড়া এই ছবিতে আরও আছেন– যোগি বাবু, রেডিন কিংসলে, কোভাই সারালা ও আনন্দ রাহ। আগামী ২০২৪ সালের প্রথম দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গত বছর ঘোষণা দেওয়া হয়েছিল সুরিয়া অভিনীত ও সিরুথাই শিবা পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি দক্ষিণী সিনেমার। প্রাথমিকভাবে এটির নাম রাখা হয়েছিল ‘সুরিয়া ৪২’। অবশেষে নাম চূড়ান্ত হলো আসন্ন বিগ বাজেটের এই সিনেমাটির। আজ রোববার গ্রিন স্টুডিওর টুইটারে আসন্ন সিনেমাটির একটি মোশন টিজার প্রকাশের মাধ্যমে জানানো হয় সিনেমাটির নাম ‘কানগুভা’। শুধু তাই নয়, আসন্ন সর্বশেষ আপডেট অনুযায়ী সিনেমাটি টুডি ও থ্রিডি সংস্করণে মোট ১০টি ভাষায় মুক্তি পাবে।
ক্যারিয়ারের ৪২তম সিনেমায় তামিল পরিচালক শিবার সঙ্গে জুটি বেঁধেছেন তামিল তারকা সুরিয়া। করোনাকালের পরে ‘সোররাই পতরু’ এবং ‘জয় ভীম’-এর মতো আলোড়ন সৃষ্টিকারী সিনেমায় অভিনয় করেছেন তিনি।
দুর্দান্ত কিছু গান কানগুভা-র অন্যতম আকর্ষণ হতে চলেছে। কারণ, সিনেমাটির গানে সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। যিনি দক্ষিণী মিউজিক ইন্ডাস্ট্রিতে ডিএসপি নামেই খ্যাত।২০২৪সালের শুরুর দিকেই ‘কানগুভা’ মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে।
সিনেমাটি এখন পর্যন্ত সুরিয়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রযোজনার একটি হতে চলেছে। গত বছরের আগস্ট থেকে শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। সুরিয়ার বিপরীতে যেখানে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। এ ছাড়া এই ছবিতে আরও আছেন– যোগি বাবু, রেডিন কিংসলে, কোভাই সারালা ও আনন্দ রাহ। আগামী ২০২৪ সালের প্রথম দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
৪ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৪ ঘণ্টা আগেবিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। ভিড় ঠেকাতে হিমশিম অবস্থা আয়োজকদের। অনুষ্ঠানের শেষদিকে নগর বাউলের পারফর্ম করার কথা থাকলেও, ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই জেমসকে মঞ্চে আনা হয়।
৮ ঘণ্টা আগেপ্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
১০ ঘণ্টা আগে