কারিনা কাপুরের নতুন ছবির ঘোষণা

বিনোদন ডেস্ক
Thumbnail image

কারিনা কাপুর খান নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অনেক দিন ধরেই ভাল থ্রিলারের খোঁজে ছিলেন কারিনা। এত দিনে মনের মতো রহস্যগল্পের চিত্রনাট্য পেয়েছেন অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় একটি থ্রিলারে অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। ছবির প্রযোজনায় রয়েছেন জয় শেওয়াক্রমনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। কালিম্পং ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় শুটিং হবে। রহস্যগল্পের জন্য এমন জায়গা বেছে নিয়েছেন সুজয়। আপাতত দু’মাসের শুটিং শিডিউলের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যেই ছবির পুরো শুটিং শেষ করার কথা রয়েছে। টানা দু’মাসের শিডিউল থাকায়, তৈমুর ও জেহ হয়তো কারিনার সঙ্গেই থাকবে।

সুজয় ঘোষশোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতাদেরও দেখা যাবে এই ছবিতে। তবে তাঁদের নাম এখনও ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে। সুজয়ের ছবির কাজ শেষ করে হানসাল মেহতার পরবর্তী ছবির কাজ শুরু করবেন কারিনা।

আমির খানের ‘লাল সিংহ চাড্ডা’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। এছাড়াও এই মুহূর্তে কারিনা কাপুর খানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। বলিউডের বেবোকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে করণ জোহরের ‘তখত’ ছবিতে। যেখানে কারিনা কাপুরের সঙ্গে দেখা যাবে রণবীর সিং, ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত