Ajker Patrika

বক্স অফিসে অজয়-মাধবনের শয়তানি কেমন চলছে

বিনোদন ডেস্ক
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১২: ২০
বক্স অফিসে অজয়-মাধবনের শয়তানি কেমন চলছে

চার সপ্তাহ পূর্ণ করে বক্স অফিসে পঞ্চম সপ্তাহে পা দিল ‘শয়তান’। আর দেখতে দেখতেই সিনেমাটি ১৪১ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, সিনেমাটির লাইফটাইম কালেকশন ১৫০ কোটি পার হবে। সিনেমাটি অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম বড় হিট হবে বলেই মনে করা হচ্ছে।

প্রথম সপ্তাহে সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ৭৯ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ৫৬ শতাংশ কমে হয় ৩৪ কোটি ৫৫ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে শয়তান মোট ১৯ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। ফলে এই তিন সপ্তাহে শয়তানের মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় ১৩৪ কোটি ১৫ লাখ রুপি।

চতুর্থ সপ্তাহে আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। পঞ্চম সপ্তাহের শুরুতে এটি মাত্র ৪৩ লাখ রুপি আয় করেছে। ফলে এখন ২৯ দিন পর শয়তানের বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৪১ কোটি ২০ লাখ রুপি।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ এবং অজয় দেবগনের পরের সিনেমা ‘ময়দান’। ফলে তখন ‘শয়তান’ এর আয় যে আরও কমবে সেটা বলার অপেক্ষা রাখে না। সিনেমা দুটো মুক্তির আগে মাত্র কয়েকটি দিন বাকি। এই কদিনে শয়তান বড় জোর ১৪৫ কোটি বা ১৫০ কোটি রুপি আয় করবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।

শয়তান সিনেমার দৃশ্যে আর মাধবন। ছবি: সংগৃহীতউল্লেখ্য, ‘শয়তান’ সিনেমাটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। জিও স্টুডিয়োজ, দেবগন ফিল্মস, প্যানোরমা স্টুডিওজ নিবেদন করেছে সিনেমাটি। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। সিনেমাটি আসলে একটি গুজরাটি ছবির রিমেক। কৃষ্ণদেব ইয়াগ্নিক পরিচালিত সেই ছবিটির নাম ‘ব্যাস’। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত