বিনোদন ডেস্ক
চার সপ্তাহ পূর্ণ করে বক্স অফিসে পঞ্চম সপ্তাহে পা দিল ‘শয়তান’। আর দেখতে দেখতেই সিনেমাটি ১৪১ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, সিনেমাটির লাইফটাইম কালেকশন ১৫০ কোটি পার হবে। সিনেমাটি অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম বড় হিট হবে বলেই মনে করা হচ্ছে।
প্রথম সপ্তাহে সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ৭৯ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ৫৬ শতাংশ কমে হয় ৩৪ কোটি ৫৫ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে শয়তান মোট ১৯ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। ফলে এই তিন সপ্তাহে শয়তানের মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় ১৩৪ কোটি ১৫ লাখ রুপি।
চতুর্থ সপ্তাহে আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। পঞ্চম সপ্তাহের শুরুতে এটি মাত্র ৪৩ লাখ রুপি আয় করেছে। ফলে এখন ২৯ দিন পর শয়তানের বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৪১ কোটি ২০ লাখ রুপি।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ এবং অজয় দেবগনের পরের সিনেমা ‘ময়দান’। ফলে তখন ‘শয়তান’ এর আয় যে আরও কমবে সেটা বলার অপেক্ষা রাখে না। সিনেমা দুটো মুক্তির আগে মাত্র কয়েকটি দিন বাকি। এই কদিনে শয়তান বড় জোর ১৪৫ কোটি বা ১৫০ কোটি রুপি আয় করবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ‘শয়তান’ সিনেমাটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। জিও স্টুডিয়োজ, দেবগন ফিল্মস, প্যানোরমা স্টুডিওজ নিবেদন করেছে সিনেমাটি। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। সিনেমাটি আসলে একটি গুজরাটি ছবির রিমেক। কৃষ্ণদেব ইয়াগ্নিক পরিচালিত সেই ছবিটির নাম ‘ব্যাস’। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, প্রমুখ।
চার সপ্তাহ পূর্ণ করে বক্স অফিসে পঞ্চম সপ্তাহে পা দিল ‘শয়তান’। আর দেখতে দেখতেই সিনেমাটি ১৪১ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, সিনেমাটির লাইফটাইম কালেকশন ১৫০ কোটি পার হবে। সিনেমাটি অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম বড় হিট হবে বলেই মনে করা হচ্ছে।
প্রথম সপ্তাহে সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ৭৯ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ৫৬ শতাংশ কমে হয় ৩৪ কোটি ৫৫ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে শয়তান মোট ১৯ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। ফলে এই তিন সপ্তাহে শয়তানের মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় ১৩৪ কোটি ১৫ লাখ রুপি।
চতুর্থ সপ্তাহে আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। পঞ্চম সপ্তাহের শুরুতে এটি মাত্র ৪৩ লাখ রুপি আয় করেছে। ফলে এখন ২৯ দিন পর শয়তানের বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৪১ কোটি ২০ লাখ রুপি।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ এবং অজয় দেবগনের পরের সিনেমা ‘ময়দান’। ফলে তখন ‘শয়তান’ এর আয় যে আরও কমবে সেটা বলার অপেক্ষা রাখে না। সিনেমা দুটো মুক্তির আগে মাত্র কয়েকটি দিন বাকি। এই কদিনে শয়তান বড় জোর ১৪৫ কোটি বা ১৫০ কোটি রুপি আয় করবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ‘শয়তান’ সিনেমাটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। জিও স্টুডিয়োজ, দেবগন ফিল্মস, প্যানোরমা স্টুডিওজ নিবেদন করেছে সিনেমাটি। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। সিনেমাটি আসলে একটি গুজরাটি ছবির রিমেক। কৃষ্ণদেব ইয়াগ্নিক পরিচালিত সেই ছবিটির নাম ‘ব্যাস’। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, প্রমুখ।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে