বিনোদন ডেস্ক
আজ বলিউড অভিনেতা শশী কাপুরের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি। বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য শশী ছিলেন পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান। তাঁর দুই ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুরও দাপিয়ে বেড়িয়েছেন বলিউড। ঋষি কাপুর ও রণধীর কাপুররা এই পরিবারের তৃতীয় প্রজন্ম। কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন কারিশমা, কারিনা ও রণবীররা।
১৯৫৯ সালে ‘গেস্ট হাউস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান শশী। এর পরে তিনি ‘দুলহা-দুলহান’ ও ‘শ্রীমান সত্যবাদী’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর ভাই রাজ কাপুর। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শশী কাপুরের। এরপর দীর্ঘ অভিনয়জীবনে তিনি দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘সত্তম শিব সুন্দরম’, ‘ধীবর’, ‘সোহাগ’, ‘নিমক হালাল’, ‘কেভি কেভি’, ‘আওয়ারে’, ‘চোর’, ‘কালা পাত্থর’ ও ‘ত্রিশূল’ উল্লেখযোগ্য। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য পাঁচটি সিনেমা হচ্ছে ‘ধর্মপুত্র’, ‘দিওয়ার’ ‘জুনুন’, ‘কালযুগ’ ও ‘নিউ দিল্লি টাইমস’।
ধর্মপুত্র
‘ধর্মপুত্র’ সিনেমার মাধ্যমে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন শশী কাপুর। আচার্য চতুরসেনের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়। সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। ১৯৬১ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারত বিভাজনের গল্প নিয়ে এটি ছিল প্রথম নির্মিত হিন্দি চলচ্চিত্র।
দিওয়ার
‘দিওয়ার’ সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। অমিতাভ বচ্চনের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। এর মধ্যে একটি সিনেমা হলো ‘দিওয়ার’। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। সিনেমাটির জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার জেতেন শশী কাপুর।
জুনুন
‘জুনুন’ সিনেমায় অভিনয় করে শশী কাপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটির প্রযোজনাও করেছেন শশী কাপুর। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শাবানা আজমী।
কালযুগ
শশী কাপুরের আরেকটি কালজয়ী সিনেমা হচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘কালযুগ’। সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালে। ১৯৮২ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। সিনেমাটি সেরা চিত্রনাট্যের জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। এতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন রেখা।
নিউ দিল্লি টাইমস
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিউ দিল্লি টাইমস’। রমেশ শর্মা পরিচালিত সিনেমাটিতে শশী কাপুর একজন সাংবাদিক চরিত্রে অনবদ্য অভিনয় করেন। সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন শর্মীলা ঠাকুর। এই সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
আজ বলিউড অভিনেতা শশী কাপুরের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি। বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য শশী ছিলেন পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান। তাঁর দুই ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুরও দাপিয়ে বেড়িয়েছেন বলিউড। ঋষি কাপুর ও রণধীর কাপুররা এই পরিবারের তৃতীয় প্রজন্ম। কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন কারিশমা, কারিনা ও রণবীররা।
১৯৫৯ সালে ‘গেস্ট হাউস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান শশী। এর পরে তিনি ‘দুলহা-দুলহান’ ও ‘শ্রীমান সত্যবাদী’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর ভাই রাজ কাপুর। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শশী কাপুরের। এরপর দীর্ঘ অভিনয়জীবনে তিনি দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘সত্তম শিব সুন্দরম’, ‘ধীবর’, ‘সোহাগ’, ‘নিমক হালাল’, ‘কেভি কেভি’, ‘আওয়ারে’, ‘চোর’, ‘কালা পাত্থর’ ও ‘ত্রিশূল’ উল্লেখযোগ্য। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য পাঁচটি সিনেমা হচ্ছে ‘ধর্মপুত্র’, ‘দিওয়ার’ ‘জুনুন’, ‘কালযুগ’ ও ‘নিউ দিল্লি টাইমস’।
ধর্মপুত্র
‘ধর্মপুত্র’ সিনেমার মাধ্যমে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন শশী কাপুর। আচার্য চতুরসেনের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়। সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। ১৯৬১ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারত বিভাজনের গল্প নিয়ে এটি ছিল প্রথম নির্মিত হিন্দি চলচ্চিত্র।
দিওয়ার
‘দিওয়ার’ সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। অমিতাভ বচ্চনের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। এর মধ্যে একটি সিনেমা হলো ‘দিওয়ার’। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। সিনেমাটির জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার জেতেন শশী কাপুর।
জুনুন
‘জুনুন’ সিনেমায় অভিনয় করে শশী কাপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটির প্রযোজনাও করেছেন শশী কাপুর। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শাবানা আজমী।
কালযুগ
শশী কাপুরের আরেকটি কালজয়ী সিনেমা হচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘কালযুগ’। সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালে। ১৯৮২ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। সিনেমাটি সেরা চিত্রনাট্যের জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। এতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন রেখা।
নিউ দিল্লি টাইমস
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিউ দিল্লি টাইমস’। রমেশ শর্মা পরিচালিত সিনেমাটিতে শশী কাপুর একজন সাংবাদিক চরিত্রে অনবদ্য অভিনয় করেন। সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন শর্মীলা ঠাকুর। এই সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
২৮ মিনিট আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
২ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
৫ ঘণ্টা আগে