অনলাইন ডেস্ক
ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের দাম্পত্য নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই! আম্বানির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত না হওয়া, আরব আমিরাতের একটি শোতে নাম থেকে বচ্চন পদবি বাদ—এভাবে চলছে বিচ্ছেদের গুঞ্জন। মাঝেমধ্যে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে।
এত এত গুঞ্জনের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান–এন–স্যান্ড হোটেলে একটি বিয়ের সংবর্ধনায় ঐশ্বরিয়া–অভিষেককে একই ফ্রেমে দেখা গেল! সাধারণত জনসমক্ষে কম দেখা দেওয়া এই দম্পতি ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রাইয়ের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন।
চলচ্চিত্র প্রযোজক অনু রঞ্জন সামাজিক মাধ্যমে তাঁদের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এতটা ভালোবাসা আর উষ্ণতা!’
ঐশ্বরিয়া এবং অভিষেক হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন। চলচ্চিত্র প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, এই দম্পতি অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। অভিনেত্রী আয়েশা জুলকাও অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন।
গ্রুপ ছবিগুলোতে ঐশ্বরিয়াকে ঐতিহ্যবাহী কালো পোশাকে অসাধারণ দেখাচ্ছে। আর অভিষেক পরেছিলেন ক্লাসিক স্যুট। ক্রিকেটার শচীন টেন্ডুলকারও এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন।
১৭ বছরের বেশি সময় একসঙ্গে পার করেছেন এই দম্পতি। তাঁদের একমাত্র সন্তান আরাধ্য।
সম্প্রতি, অভিষেক তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার চালিয়ে যেতে পারার জন্য আরাধ্যাকে সামলানোর দায়িত্ব নেওয়ায় ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্য হিন্দুকে তিনি বলেন, ‘আমার বাড়িতে, আমি ভাগ্যবান যে, আমি বাইরে গিয়ে সিনেমায় কাজ করতে পারি। কিন্তু আমি জানি ঐশ্বরিয়া আরাধ্যর সঙ্গে বাড়িতে থাকে এবং আমি তার প্রতি এ জন্য অসীম কৃতজ্ঞ। তবে বাচ্চারা এটা ওইভাবে দেখে না। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখে না, বরং প্রথম ব্যক্তি হিসেবে দেখে।’
চলচ্চিত্র ক্যারিয়ারে ঐশ্বরিয়াকে সর্বশেষ মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান: পার্ট ২–এ দেখা গিয়েছিল। আর অভিষেক সম্প্রতি সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ চলচ্চিত্রে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের দাম্পত্য নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই! আম্বানির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত না হওয়া, আরব আমিরাতের একটি শোতে নাম থেকে বচ্চন পদবি বাদ—এভাবে চলছে বিচ্ছেদের গুঞ্জন। মাঝেমধ্যে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে।
এত এত গুঞ্জনের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান–এন–স্যান্ড হোটেলে একটি বিয়ের সংবর্ধনায় ঐশ্বরিয়া–অভিষেককে একই ফ্রেমে দেখা গেল! সাধারণত জনসমক্ষে কম দেখা দেওয়া এই দম্পতি ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রাইয়ের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন।
চলচ্চিত্র প্রযোজক অনু রঞ্জন সামাজিক মাধ্যমে তাঁদের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এতটা ভালোবাসা আর উষ্ণতা!’
ঐশ্বরিয়া এবং অভিষেক হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন। চলচ্চিত্র প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, এই দম্পতি অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। অভিনেত্রী আয়েশা জুলকাও অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন।
গ্রুপ ছবিগুলোতে ঐশ্বরিয়াকে ঐতিহ্যবাহী কালো পোশাকে অসাধারণ দেখাচ্ছে। আর অভিষেক পরেছিলেন ক্লাসিক স্যুট। ক্রিকেটার শচীন টেন্ডুলকারও এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন।
১৭ বছরের বেশি সময় একসঙ্গে পার করেছেন এই দম্পতি। তাঁদের একমাত্র সন্তান আরাধ্য।
সম্প্রতি, অভিষেক তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার চালিয়ে যেতে পারার জন্য আরাধ্যাকে সামলানোর দায়িত্ব নেওয়ায় ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্য হিন্দুকে তিনি বলেন, ‘আমার বাড়িতে, আমি ভাগ্যবান যে, আমি বাইরে গিয়ে সিনেমায় কাজ করতে পারি। কিন্তু আমি জানি ঐশ্বরিয়া আরাধ্যর সঙ্গে বাড়িতে থাকে এবং আমি তার প্রতি এ জন্য অসীম কৃতজ্ঞ। তবে বাচ্চারা এটা ওইভাবে দেখে না। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখে না, বরং প্রথম ব্যক্তি হিসেবে দেখে।’
চলচ্চিত্র ক্যারিয়ারে ঐশ্বরিয়াকে সর্বশেষ মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান: পার্ট ২–এ দেখা গিয়েছিল। আর অভিষেক সম্প্রতি সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ চলচ্চিত্রে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
গিটার বাজাতে বাজাতেই চলে গেলেন গিটারিস্ট পিকলু। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে গিটার হাতে জ্যামিং করেন।
৬ ঘণ্টা আগেছাত্র-জনতার জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ এই চ্যারিটি কনসার্টের প্রধান আকর্ষণ জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টটি আয়োজন করেছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিট অব জুলাই।
১৪ ঘণ্টা আগেরামায়ণ নিয়ে যেন একেবারে কুরুক্ষেত্র। একদিকে ‘মহাভারত’ সিরিয়ালের ভীষ্ম অর্থাৎ ছোট পর্দার শক্তিমান মুকেশ খান্না, অন্যদিকে বলিউডের ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, রামায়ণে হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন? সোনাক্ষী এ প্রশ্নের উত্তর দিতে
১৪ ঘণ্টা আগেমা-বাবা, অভিভাবকেরা সব সময় সন্তানের মঙ্গল কামনা করেন। তাই জীবন চলার পথে তাঁদের পরামর্শ ও মতকে প্রাধান্য দিতে শিখতে হবে। সংসারজীবনে কল্পনাকে প্রশ্রয় দিলে চলবে না। জীবনে ঘাত-প্রতিঘাত আসবে, তা ধৈর্য ও সাহস নিয়ে মোকাবিলা করতে হবে।
১৫ ঘণ্টা আগে