প্রকাশ্যে রণবীর-আলিয়ার নতুন সিনেমার টিজার

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ জুন ২০২৩, ১১: ২৭
Thumbnail image

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল মুক্তি পেল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার টিজার। সিনেমাটি দিয়ে বিরতির পর পরিচালনায় ফিরেছেন করণ জোহর।

শিফন শাড়ি পরে বরফঢাকা পাহাড়ে নায়কের সঙ্গে নায়িকার রোমান্স থেকে শুরু করে তাদের দুই পরিবারের টক-মিষ্টি সম্পর্ক, সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে বলিউডে আরেকটি রোম্যান্টিক ও পারিবারিক গল্পের সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন করণ।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই নিয়ে তাঁরা দ্বিতীয়বার জুটি বাঁধছেন বড় পর্দায়। টিজারে যা বোঝা গেল, তাতে গোটা ছবিতে সম্পর্কের নানা রং, নানা দিক ফুটে উঠবে। সিনেমাটিতে বাঙালি তরুণী চরিত্রে দেখা যাবে আলিয়াকে।

আগামী ২৮ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’বরাবরই ভালোবাসা ও পরিবারের গল্প বলতে ভালোবাসেন করণ। টিজার দেখার পর থেকেই দর্শকেরা সিনেমাটির সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’-এর তুলনা টানতে শুরু করে দিয়েছেন। তবে করণ জোহর নিজে কোনো রকম তুলনায় যেতে রাজি নন।

টিজারে অনেক কিছুর আভাস পাওয়া গেলেও সিনেমার গল্পটি পুরোপুরি বোঝা যায়নি। হয়তো এর জন্য ট্রেলার অবধি অপেক্ষা করতে হবে।

আলিয়া ও রণবীর ছাড়াও সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। আছেন টালিউডের টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। আগামী ২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটি প্রযোজনা করেছে ভায়াকম-১৮ ও ধর্মা প্রোডাকশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত