বিনোদন ডেস্ক
একটা ডাব, ছাতার নিচেই হালকা ‘সান বাথ’ নিয়ে হয়তো সদ্য উঠেছেন, সামনে দেখতে পেলেন আলিয়া ভাট নীল রঙের বিকিনি পরে চুলের পানি ঝাড়তে ঝাড়তে আপনার দিকে এগিয়ে আসছেন। আপনি ভাবলেন স্বপ্ন নাকি? চোখ কচলে দেখলেন হ্যাঁ, আলিয়াই বটে। আর সে পায়ে পায়ে এগিয়ে আসছে। আলিয়া আপনার চোখের সামনে যতই বড় হচ্ছে আপনার মুখের হাঁ-টিও পাল্লা দিয়ে বড় হচ্ছে! কিন্তু ‘কাহানি মে ট্যুইস্ট’। আপনাকে পাশ কাটিয়ে আলিয়া চলে গেলেন আপনার পেছনের দিকের এক পুরুষের কাছে। সেখানেও চমকাবার পালা। তিনি আর কেউ নন স্বয়ং রণবীর কাপুর। দুবার চোখ কচলে দেখলেন যে নেশার ঘোরে আপনি ভুল দেখেননি। আলিয়া আর রণবীর সত্যিই আপনার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। আলিয়া ও রণবীর করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেরে উঠেই পাড়ি জমিয়েছেন মালদ্বীপে। বর্তমাসে তাঁরা সেখানেই অবস্থান করছেন।
প্রথম দিন আলিয়াকে দেখে যেমন চমকে গিয়েছিলেন দ্বিতীয় দিন হয়তো ক্যাটরিনাকে দেখে চমকাতে পারেন।
সেদিনই আবার চমকে যেতে পারেন টাইগার শ্রফ আর দিশা পাটানিকে দেখে। বলিউড তারকাদের এখন হারহামেশাই দেখা মিলছে মালদ্বীপে।
বলিউডের এই মালদ্বীপপ্রীতির ছবি ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাবেন। গত বছর করোনা মহামারির কারণে ঘরে বসে কাটলেও সুযোগ মিললেই গোটা বলিউড হাজির হয়েছিল ভারতের দক্ষিণ পূর্বে ভারত মহাসাগরের ভেসে থাকা এই ছোট্ট দ্বীপে।
কিন্তু আচমকা সবাই মিলে মালদ্বীপে ছুটেছিলেন কেন? শুধুই কি সস্তা প্যাকেজ আর প্রাকৃতিক সৌন্দর্যের লোভে? না। মালদ্বীপে ঘুরতে যাওয়ার আরও অনেক কারণ আছে।
কোয়ারেন্টিন ছাড়াই ঘোরাঘুরি
কর্মসংস্থান, পর্যটন এবং চিকিৎসার আদান–প্রদানের উদ্দেশ্যে ভারত এবং মালদ্বীপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, দুই দেশের নাগরিক সহজেই একে অপরের দেশে যাতায়াত করতে পারবেন। টিকিট কিংবা ভিসা মিলবে নির্ঝঞ্ঝাটে। করোনা সংক্রমণের কারণে কয়েক মাস সেই যাতায়াত বন্ধ ছিল। এর ফলে দুই দেশেরই আর্থিক ক্ষতি হচ্ছিল ব্যাপক। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই দুই দেশের মধ্যে চুক্তির মাধ্যমে বিমান চলাচল শুরু হয়। করোনা সতর্কতায় বিশ্বের অনেক দেশে এখনো ভারতীয়দের প্রবেশ নিষেধ। কিংবা প্রবেশ করলেও কোয়ারেন্টিনে থাকতে হয়। কিন্তু মালদ্বীপে যেতে করোনামুক্ত থাকার ভারতীয় সার্টিফিকেট হলেই
চলে।
দারুণ আবহাওয়া
নভেম্বর থেকে এপ্রিল মালদ্বীপ ঘোরার আদর্শ সময়। এই কয়েক মাস সেখানকার আবহাওয়া মনোরম থাকে। বৃষ্টিও কম হয়। বলিউড তারকাদের যে আবার কোনো মুহূর্তেরই ফটোশুট করা দরকার। তাই হালকা রোদ গায়ে মেখে ছবি তুলতে সুবিধা হয়। মেকআপও নষ্ট হয় না। একই অজুহাত সবার ক্ষেত্রে খাটে। ফটোশুট না হলেও সেলফি তো তোলাই যায়। এই জন্য মনোরম আবহাওয়াও খুব কাজে
দেয়।
যেতে পারি, কিন্তু কেন যাব?
অবশ্য শুধু সেলফি তুলতে কেউ পয়সা খরচ করে মালদ্বীপে যান না। মালদ্বীপে আছে প্রায় বারো শটি ছোট–বড় দ্বীপ। নিজের ইচ্ছেমতো দ্বীপ বেছে একান্তে ছুটি কাটানোর আদর্শ জায়গা এটি। এক একটি দ্বীপ হলো এক একটি রিসোর্ট। আর পাঁচটা দ্বীপের সমুদ্রসৈকতের মতো ভিড় নেই সেখানে। তারকারা শান্ত পরিবেশে একান্তে সময় কাটাতে চান। তাই কোনো ফাঁকা দ্বীপে গিয়ে আস্তানা নেন। তা ছাড়া, সেখানকার প্রতিটি হোটেল এবং রিসোর্টের নিরাপত্তা খুবই কড়া। সঙ্গে কঠোরভাবে মেনে চলা হয় কোভিড গাইডলাইন। তাই সেখানে ছুটি কাটাতে যাওয়াটাও অনেক নিরাপদ। ভারতীয় পাসপোর্ট থাকলে কোয়ারেন্টিনে থাকতে তো হয়ই না, পাশাপাশি ৩০ দিনের ফ্রি ভিসাও মেলে।
ছোট্ট শর্ত
চুক্তি অনুযায়ী মালদ্বীপে ঘুরে বেড়ানোর সুযোগ সব তারকার কাছে থাকে একেবারে বিনা মূল্যে। অর্থাৎ প্রত্যেক তারকা মালদ্বীপে থাকতে পারেন বিনা মূল্যে। তবে তারকাদের শর্ত দেওয়া হয় যে শুধু ঘুরে বেড়ালে চলবে না। মালদ্বীপে থাকাকালীন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে।
তাই আমরা প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকে দেখতে পাই মালদ্বীপে ছুটি কাটানোর ছবি পোস্ট করতে। এটি করার কারণ হলো, অভিনেতা অথবা অভিনেত্রীদের দেখলে অনেকেই মালদ্বীপের বিভিন্ন হোটেলে ছুটি কাটাতে যাওয়ার জন্য আগ্রহী হবেন। এটি প্রচারের বিনিময়ে বেড়াতে দেওয়ার সুযোগ–সুবিধাযুক্ত একটি চুক্তি।
আপনিও যেতে পারেন
পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে, এমন যে কেউ মালদ্বীপ ভ্রমণ করতে পারেন। দেশটিতে যেতে আগে থেকে ভিসা করা লাগে না। কাগজপত্র ঠিক থাকলে মালদ্বীপ এয়ারপোর্টে আসার পর অন- অ্যারাইভাল ভিসা পাবেন। এ জন্য লাগবে বিমানের রিটার্ন টিকিট, হোটেল বুকিং, পর্যাপ্ত ডলার (এক হাজার ডলার বা তার বেশি), চাকরি বা ব্যবসায়ের প্রয়োজনীয় কাগজপত্র।
করোনায় দমবন্ধ পরিবেশ থেকে কিছুটা মুক্তি পেতে মালদ্বীপ ভ্রমণ খুব ভালো অপশন। বিভিন্ন পর্যটন সংস্থা মালদ্বীপ ভ্রমণে সম্প্রতি বেশ ছাড়ও দিচ্ছে। যাঁরা বিদেশ ভ্রমণে অভ্যস্ত, তাঁদের কাছে এই প্যাকেজগুলো বেশ পকেট ফ্রেন্ডলি।
১৯৭৮ সালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে দুই দেশ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করে যাচ্ছে। বন্ধুপ্রতিম দেশ হিসেবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশ সর্বদা মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে। এই ক্ষুদ্র দেশে প্রায় এক লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে, যা দেশটিতে কর্মরত মোট প্রবাসী কর্মীর ৭০ শতাংশ। প্রবাসী বাংলাদেশিরা এখানে নির্মাণ, পর্যটন, বিপণন, যোগাযোগ, স্বাস্থ্য খাতসহ প্রায় সব ক্ষেত্রেই কাজ করেন।
একটা ডাব, ছাতার নিচেই হালকা ‘সান বাথ’ নিয়ে হয়তো সদ্য উঠেছেন, সামনে দেখতে পেলেন আলিয়া ভাট নীল রঙের বিকিনি পরে চুলের পানি ঝাড়তে ঝাড়তে আপনার দিকে এগিয়ে আসছেন। আপনি ভাবলেন স্বপ্ন নাকি? চোখ কচলে দেখলেন হ্যাঁ, আলিয়াই বটে। আর সে পায়ে পায়ে এগিয়ে আসছে। আলিয়া আপনার চোখের সামনে যতই বড় হচ্ছে আপনার মুখের হাঁ-টিও পাল্লা দিয়ে বড় হচ্ছে! কিন্তু ‘কাহানি মে ট্যুইস্ট’। আপনাকে পাশ কাটিয়ে আলিয়া চলে গেলেন আপনার পেছনের দিকের এক পুরুষের কাছে। সেখানেও চমকাবার পালা। তিনি আর কেউ নন স্বয়ং রণবীর কাপুর। দুবার চোখ কচলে দেখলেন যে নেশার ঘোরে আপনি ভুল দেখেননি। আলিয়া আর রণবীর সত্যিই আপনার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। আলিয়া ও রণবীর করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেরে উঠেই পাড়ি জমিয়েছেন মালদ্বীপে। বর্তমাসে তাঁরা সেখানেই অবস্থান করছেন।
প্রথম দিন আলিয়াকে দেখে যেমন চমকে গিয়েছিলেন দ্বিতীয় দিন হয়তো ক্যাটরিনাকে দেখে চমকাতে পারেন।
সেদিনই আবার চমকে যেতে পারেন টাইগার শ্রফ আর দিশা পাটানিকে দেখে। বলিউড তারকাদের এখন হারহামেশাই দেখা মিলছে মালদ্বীপে।
বলিউডের এই মালদ্বীপপ্রীতির ছবি ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাবেন। গত বছর করোনা মহামারির কারণে ঘরে বসে কাটলেও সুযোগ মিললেই গোটা বলিউড হাজির হয়েছিল ভারতের দক্ষিণ পূর্বে ভারত মহাসাগরের ভেসে থাকা এই ছোট্ট দ্বীপে।
কিন্তু আচমকা সবাই মিলে মালদ্বীপে ছুটেছিলেন কেন? শুধুই কি সস্তা প্যাকেজ আর প্রাকৃতিক সৌন্দর্যের লোভে? না। মালদ্বীপে ঘুরতে যাওয়ার আরও অনেক কারণ আছে।
কোয়ারেন্টিন ছাড়াই ঘোরাঘুরি
কর্মসংস্থান, পর্যটন এবং চিকিৎসার আদান–প্রদানের উদ্দেশ্যে ভারত এবং মালদ্বীপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, দুই দেশের নাগরিক সহজেই একে অপরের দেশে যাতায়াত করতে পারবেন। টিকিট কিংবা ভিসা মিলবে নির্ঝঞ্ঝাটে। করোনা সংক্রমণের কারণে কয়েক মাস সেই যাতায়াত বন্ধ ছিল। এর ফলে দুই দেশেরই আর্থিক ক্ষতি হচ্ছিল ব্যাপক। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই দুই দেশের মধ্যে চুক্তির মাধ্যমে বিমান চলাচল শুরু হয়। করোনা সতর্কতায় বিশ্বের অনেক দেশে এখনো ভারতীয়দের প্রবেশ নিষেধ। কিংবা প্রবেশ করলেও কোয়ারেন্টিনে থাকতে হয়। কিন্তু মালদ্বীপে যেতে করোনামুক্ত থাকার ভারতীয় সার্টিফিকেট হলেই
চলে।
দারুণ আবহাওয়া
নভেম্বর থেকে এপ্রিল মালদ্বীপ ঘোরার আদর্শ সময়। এই কয়েক মাস সেখানকার আবহাওয়া মনোরম থাকে। বৃষ্টিও কম হয়। বলিউড তারকাদের যে আবার কোনো মুহূর্তেরই ফটোশুট করা দরকার। তাই হালকা রোদ গায়ে মেখে ছবি তুলতে সুবিধা হয়। মেকআপও নষ্ট হয় না। একই অজুহাত সবার ক্ষেত্রে খাটে। ফটোশুট না হলেও সেলফি তো তোলাই যায়। এই জন্য মনোরম আবহাওয়াও খুব কাজে
দেয়।
যেতে পারি, কিন্তু কেন যাব?
অবশ্য শুধু সেলফি তুলতে কেউ পয়সা খরচ করে মালদ্বীপে যান না। মালদ্বীপে আছে প্রায় বারো শটি ছোট–বড় দ্বীপ। নিজের ইচ্ছেমতো দ্বীপ বেছে একান্তে ছুটি কাটানোর আদর্শ জায়গা এটি। এক একটি দ্বীপ হলো এক একটি রিসোর্ট। আর পাঁচটা দ্বীপের সমুদ্রসৈকতের মতো ভিড় নেই সেখানে। তারকারা শান্ত পরিবেশে একান্তে সময় কাটাতে চান। তাই কোনো ফাঁকা দ্বীপে গিয়ে আস্তানা নেন। তা ছাড়া, সেখানকার প্রতিটি হোটেল এবং রিসোর্টের নিরাপত্তা খুবই কড়া। সঙ্গে কঠোরভাবে মেনে চলা হয় কোভিড গাইডলাইন। তাই সেখানে ছুটি কাটাতে যাওয়াটাও অনেক নিরাপদ। ভারতীয় পাসপোর্ট থাকলে কোয়ারেন্টিনে থাকতে তো হয়ই না, পাশাপাশি ৩০ দিনের ফ্রি ভিসাও মেলে।
ছোট্ট শর্ত
চুক্তি অনুযায়ী মালদ্বীপে ঘুরে বেড়ানোর সুযোগ সব তারকার কাছে থাকে একেবারে বিনা মূল্যে। অর্থাৎ প্রত্যেক তারকা মালদ্বীপে থাকতে পারেন বিনা মূল্যে। তবে তারকাদের শর্ত দেওয়া হয় যে শুধু ঘুরে বেড়ালে চলবে না। মালদ্বীপে থাকাকালীন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে।
তাই আমরা প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকে দেখতে পাই মালদ্বীপে ছুটি কাটানোর ছবি পোস্ট করতে। এটি করার কারণ হলো, অভিনেতা অথবা অভিনেত্রীদের দেখলে অনেকেই মালদ্বীপের বিভিন্ন হোটেলে ছুটি কাটাতে যাওয়ার জন্য আগ্রহী হবেন। এটি প্রচারের বিনিময়ে বেড়াতে দেওয়ার সুযোগ–সুবিধাযুক্ত একটি চুক্তি।
আপনিও যেতে পারেন
পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে, এমন যে কেউ মালদ্বীপ ভ্রমণ করতে পারেন। দেশটিতে যেতে আগে থেকে ভিসা করা লাগে না। কাগজপত্র ঠিক থাকলে মালদ্বীপ এয়ারপোর্টে আসার পর অন- অ্যারাইভাল ভিসা পাবেন। এ জন্য লাগবে বিমানের রিটার্ন টিকিট, হোটেল বুকিং, পর্যাপ্ত ডলার (এক হাজার ডলার বা তার বেশি), চাকরি বা ব্যবসায়ের প্রয়োজনীয় কাগজপত্র।
করোনায় দমবন্ধ পরিবেশ থেকে কিছুটা মুক্তি পেতে মালদ্বীপ ভ্রমণ খুব ভালো অপশন। বিভিন্ন পর্যটন সংস্থা মালদ্বীপ ভ্রমণে সম্প্রতি বেশ ছাড়ও দিচ্ছে। যাঁরা বিদেশ ভ্রমণে অভ্যস্ত, তাঁদের কাছে এই প্যাকেজগুলো বেশ পকেট ফ্রেন্ডলি।
১৯৭৮ সালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে দুই দেশ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করে যাচ্ছে। বন্ধুপ্রতিম দেশ হিসেবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশ সর্বদা মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে। এই ক্ষুদ্র দেশে প্রায় এক লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে, যা দেশটিতে কর্মরত মোট প্রবাসী কর্মীর ৭০ শতাংশ। প্রবাসী বাংলাদেশিরা এখানে নির্মাণ, পর্যটন, বিপণন, যোগাযোগ, স্বাস্থ্য খাতসহ প্রায় সব ক্ষেত্রেই কাজ করেন।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৭ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৮ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৩ ঘণ্টা আগে