বিনোদন ডেস্ক
বলিউডে সব সময়ই বায়োপিকের কদর আছে। এই সপ্তাহেও মুক্তি পেয়েছে দুটি বায়োপিক। ছবি দুটিতে অভিনয় করে চমকে দিয়েছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু। ভিকি অভিনয় করেছেন ‘সর্দার উধম’ ছবিতে নাম ভূমিকায়। আর তাপসী অভিনয় করেছেন ‘রেশমি রকেট’ ছবিতে স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সর্দার উধম সিং। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তবে ইতিহাসের পাতায় ভগত সিং যতটা প্রাধান্য পেয়েছেন, সর্দার উধম সিং যেন থেকে গিয়েছিলেন আড়ালে। সেই আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামীর গল্পই সেলুলয়েডে নিয়ে এলেন পরিচালক সুজিত সরকার। ছবিটি মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে।
অন্যদিকে জি ফাইভে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘রেশমি রকেট’। ছবিতে ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রশংসিত হচ্ছে তাপসীর অভিনয়। বছর পাঁচেক আগে স্প্রিন্টারদের নিয়ে হরমোন বিতর্ক শুরু হয়। অনেক নারী অ্যাথলেটের শরীরে পুরুষ হরমোন বেশি পাওয়ায় তাঁদের নিষিদ্ধ করা হয়। স্প্রিন্টার দ্যুতি চাঁদও এর শিকার হয়েছিলেন।
এ ঘটনার প্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘রেশমি রকেট’। ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে তাপসী কী না করেছেন! পুষ্টিবিদ, থেরাপিস্ট থেকে ট্রেইনারের কাছে গিয়ে মাসের পর মাস পরিশ্রম করেছেন। তাপসী বলেন, ‘এই পুরুষ হরমোন পরীক্ষা কত নারীর স্বপ্ন যে শেষ করে দিয়েছে! ক্যারিয়ার তো গেছেই, শিকার হতে হয়েছে বর্ণনাতীত বিদ্রূপেরও। অথচ অনেক পুরুষের মধ্যেই এই হরমোন কম থাকে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। এই ব্যবস্থাকে পাল্টে দিতে ছবিটির খুব দরকার ছিল।’
বলিউডে সব সময়ই বায়োপিকের কদর আছে। এই সপ্তাহেও মুক্তি পেয়েছে দুটি বায়োপিক। ছবি দুটিতে অভিনয় করে চমকে দিয়েছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু। ভিকি অভিনয় করেছেন ‘সর্দার উধম’ ছবিতে নাম ভূমিকায়। আর তাপসী অভিনয় করেছেন ‘রেশমি রকেট’ ছবিতে স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সর্দার উধম সিং। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তবে ইতিহাসের পাতায় ভগত সিং যতটা প্রাধান্য পেয়েছেন, সর্দার উধম সিং যেন থেকে গিয়েছিলেন আড়ালে। সেই আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামীর গল্পই সেলুলয়েডে নিয়ে এলেন পরিচালক সুজিত সরকার। ছবিটি মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে।
অন্যদিকে জি ফাইভে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘রেশমি রকেট’। ছবিতে ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রশংসিত হচ্ছে তাপসীর অভিনয়। বছর পাঁচেক আগে স্প্রিন্টারদের নিয়ে হরমোন বিতর্ক শুরু হয়। অনেক নারী অ্যাথলেটের শরীরে পুরুষ হরমোন বেশি পাওয়ায় তাঁদের নিষিদ্ধ করা হয়। স্প্রিন্টার দ্যুতি চাঁদও এর শিকার হয়েছিলেন।
এ ঘটনার প্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘রেশমি রকেট’। ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে তাপসী কী না করেছেন! পুষ্টিবিদ, থেরাপিস্ট থেকে ট্রেইনারের কাছে গিয়ে মাসের পর মাস পরিশ্রম করেছেন। তাপসী বলেন, ‘এই পুরুষ হরমোন পরীক্ষা কত নারীর স্বপ্ন যে শেষ করে দিয়েছে! ক্যারিয়ার তো গেছেই, শিকার হতে হয়েছে বর্ণনাতীত বিদ্রূপেরও। অথচ অনেক পুরুষের মধ্যেই এই হরমোন কম থাকে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। এই ব্যবস্থাকে পাল্টে দিতে ছবিটির খুব দরকার ছিল।’
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১১ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১১ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১১ ঘণ্টা আগে