কৃতি সোনান-বরুণ ধাওয়ান জুটি নিয়ে এল ‘ভেড়িয়া’

বিনোদন ডেস্ক
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৯: ২৮
Thumbnail image

আজ শুক্রবার মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান-কৃতি স্যানন অভিনীত ছবি ‘ভেড়িয়া’। হরর-কমেডি ধাঁচের এই ছবির মধ্য দিয়ে প্রায় সাত বছর পর আবার বড় পর্দায় বরুণ-কৃতি জুটি হলেন। ‘ভেড়িয়া’ পরিচালনা করেছেন অমর কৌশিক। এর আগে ‘স্ত্রী’ ছবির মতো হরর কমেডি তৈরি করেছেন তিনি। তাই এই ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে অনেক আগ্রহ রয়েছে।

ছবির শুটিং চলাকালীনই অরুণাচল প্রদেশের তিরাপ ও লংডিংয়ের আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিলেন বরুণ ও তাঁর স্ত্রী নাতাশা। ২০২১ সালের জুলাই মাসে ‘ভেড়িয়া’র শুটিং শেষ হয়। ‘ভেড়িয়া’ ছবির প্রচারে অনেক ব্যস্ত সময় পার করেন এই জুটি। ছবির প্রচারে কলকাতায়ও এসেছিলেন বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, পরিচালক অমর কৌশিকসহ অন্যরা। কলকাতায় সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎকে ‘দাদা’ বলে সম্বোধন করেন ‘যুগ যুগ জিয়ো’ খ্যাত এ অভিনেতা। পরে অবশ্য বরুণ বলেন, আসলে বাঙালিদের কাছে ওনার বয়স এখনো ১৬ বছরই রয়েছে। ‘ভেড়িয়া’ ছবির প্রচারে বরুণ ধাওয়ান জানান, তিনি এই ছবির জন্য যথেষ্ট খেটেছেন। ছবিতে তাঁর চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং ছিল। যে দৃশ্যে তাঁকে মানুষ থেকে নেকড়ে হয়ে উঠতে দেখা যাবে, সেই দৃশ্য করতে তিনি প্রায় ৩২টি টেক নিয়েছেন।২০১৫ সালে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন বরুণ-কৃতি। ২০১৯ সালে ‘কলঙ্ক’ সিনেমায় অভিনয় করেছিলেন বরুণ। সেই সিনেমায় একটি নাচের দৃশ্যে দেখা গিয়েছিল কৃতিকে।প্রায় সাত বছর পর একসঙ্গে কাজ করলেও নিবিড় বন্ধুত্বের জন্যই তাঁরা একে অপরের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ বলে জানিয়েছেন দুজনেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত