বিনোদন ডেস্ক
চলতি বছরের শুরুতে ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিংকে বিয়ে করেন অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। মহাধুমধাম করে দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বসে তাঁদের বিয়ের আসর। অভিনয় ছেড়ে জ্যাকি এখন ব্যস্ত প্রযোজনায়, বাবা বাসু ভগনানির প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কিন্তু সেই পথচলা শুরুর কিছুদিনের মধ্যে তাঁর বিরুদ্ধে বড়সড় অভিযোগ। প্রতিষ্ঠানটি থেকে সময় মতো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে এনেছেন একাধিক কর্মী।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইনস্টাগ্রামে অভিযোগ এনেছেন কয়েকজন কর্মী। সেসব পোস্টে জানানো হয়, সময় মতো পারিশ্রমিক পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এই দেরির জন্য কর্মীরা রীতিমতো বিরক্ত, এবং সেই ক্ষোভ থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এত বড় প্রতিষ্ঠান থেকে এমন ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন তাঁরা।
রুচিতা কাম্বলে নামক এক কর্মী ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট লিখেছেন। তিনি লিখেছেন, ‘এই ধরনের পোস্ট করার মতো মানুষ আমি নই, কিন্তু কখনও কখনও সকলেরই জমা কথা বের করার প্রয়োজন পড়ে! আমার টিম ও ক্রুদের নিজেদের কষ্টে উপার্জিত টাকার জন্য দিন থেকে রাত একাধিক সমস্যার মুখে পড়তে দেখে এই পোস্টটা করতে বাধ্য হচ্ছি।’
সেই পোস্টে দাবি করা হয়েছে, একটি কাজ শেষ হওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সেই পাওনা টাকা মিটিয়ে দেওয়ার কথা থাকলেও, নির্ধারিত দিন পেরিয়ে যাওয়ার পরও তারা টাকা পাননি।
ওই পোস্টে প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করার ব্যাপারেও সবাইকে সতর্ক করেছেন ওই কর্মী। তিনি লিখেছেন, ‘টাকা পাওয়ার কোনও আশা হয়তো নেই, কিন্তু এই পোস্টটা মানুষকে ‘‘পূজা এন্টারটেইনমেন্ট’’ এর এই প্রতারণামূলক কাজের ব্যাপারে সতর্ক করার জন্য, ওদের সঙ্গে কাজ না করাই শ্রেয়।’
এই পোস্টের পর আরও এক কর্মী এগিয়ে এসেছেন অভিযোগ নিয়ে। প্রযোজনা সংস্থার নাম না নিয়ে তিনি লিখেছেন, ‘আমি বছর ২ আগে একটি নামী প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছিলাম। আমি এবং আমার সঙ্গে কাজ করা আরও অন্তত ১০০ জন কর্মী এখনও আমাদের প্রাপ্যের (২ মাসের বেতন) জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। অথচ অভিনেতাদের সঙ্গে সঙ্গে প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়, কারণ তাঁরা অভিনেতা। কোনও প্রযোজকের কাছে আমাদের প্রশ্নের কোনও উত্তর নেই, আমার পরিশ্রম করে আয় করা টাকা কোথায়? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার পরিশ্রম করে আয় করা টাকা আমি কবে পাব?’
উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে ‘পূজা এন্টারটেইনমেন্ট’। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক প্রজেক্টের প্রযোজনা করেছে। তাদের প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
চলতি বছরের শুরুতে ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিংকে বিয়ে করেন অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। মহাধুমধাম করে দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বসে তাঁদের বিয়ের আসর। অভিনয় ছেড়ে জ্যাকি এখন ব্যস্ত প্রযোজনায়, বাবা বাসু ভগনানির প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কিন্তু সেই পথচলা শুরুর কিছুদিনের মধ্যে তাঁর বিরুদ্ধে বড়সড় অভিযোগ। প্রতিষ্ঠানটি থেকে সময় মতো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে এনেছেন একাধিক কর্মী।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইনস্টাগ্রামে অভিযোগ এনেছেন কয়েকজন কর্মী। সেসব পোস্টে জানানো হয়, সময় মতো পারিশ্রমিক পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এই দেরির জন্য কর্মীরা রীতিমতো বিরক্ত, এবং সেই ক্ষোভ থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এত বড় প্রতিষ্ঠান থেকে এমন ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন তাঁরা।
রুচিতা কাম্বলে নামক এক কর্মী ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট লিখেছেন। তিনি লিখেছেন, ‘এই ধরনের পোস্ট করার মতো মানুষ আমি নই, কিন্তু কখনও কখনও সকলেরই জমা কথা বের করার প্রয়োজন পড়ে! আমার টিম ও ক্রুদের নিজেদের কষ্টে উপার্জিত টাকার জন্য দিন থেকে রাত একাধিক সমস্যার মুখে পড়তে দেখে এই পোস্টটা করতে বাধ্য হচ্ছি।’
সেই পোস্টে দাবি করা হয়েছে, একটি কাজ শেষ হওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সেই পাওনা টাকা মিটিয়ে দেওয়ার কথা থাকলেও, নির্ধারিত দিন পেরিয়ে যাওয়ার পরও তারা টাকা পাননি।
ওই পোস্টে প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করার ব্যাপারেও সবাইকে সতর্ক করেছেন ওই কর্মী। তিনি লিখেছেন, ‘টাকা পাওয়ার কোনও আশা হয়তো নেই, কিন্তু এই পোস্টটা মানুষকে ‘‘পূজা এন্টারটেইনমেন্ট’’ এর এই প্রতারণামূলক কাজের ব্যাপারে সতর্ক করার জন্য, ওদের সঙ্গে কাজ না করাই শ্রেয়।’
এই পোস্টের পর আরও এক কর্মী এগিয়ে এসেছেন অভিযোগ নিয়ে। প্রযোজনা সংস্থার নাম না নিয়ে তিনি লিখেছেন, ‘আমি বছর ২ আগে একটি নামী প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছিলাম। আমি এবং আমার সঙ্গে কাজ করা আরও অন্তত ১০০ জন কর্মী এখনও আমাদের প্রাপ্যের (২ মাসের বেতন) জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। অথচ অভিনেতাদের সঙ্গে সঙ্গে প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়, কারণ তাঁরা অভিনেতা। কোনও প্রযোজকের কাছে আমাদের প্রশ্নের কোনও উত্তর নেই, আমার পরিশ্রম করে আয় করা টাকা কোথায়? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার পরিশ্রম করে আয় করা টাকা আমি কবে পাব?’
উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে ‘পূজা এন্টারটেইনমেন্ট’। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক প্রজেক্টের প্রযোজনা করেছে। তাদের প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
পরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
২৩ মিনিট আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৬ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৭ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১০ ঘণ্টা আগে